বাংলা নিউজ > বায়োস্কোপ > হার্টের সমস্যায় ১৯ দিনের শিশু, হাসপাতালে ভর্তি করালেন রাজ,দিলেন ট্রোলারদের জবাব

হার্টের সমস্যায় ১৯ দিনের শিশু, হাসপাতালে ভর্তি করালেন রাজ,দিলেন ট্রোলারদের জবাব

ফেসবুকে ১৯ দিনের শিশুর জন্য সাহায্য চান রাজ

হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে জানান, তিনি নিয়ম করে শিশুটির পরিবারের খোঁজ রাখছেন।  

তারকাদের নিয়ে ট্রোলিং নয়া ট্রেন্ড। আর সেই তারকা যদি হয় কোনও বিশেষ রাজনৈতিক দলের ভোটপ্রার্থী, তাহলে তো কথাই নেই! শুক্রবার সকালে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। একটি ১৯ দিনের শিশুর হার্টের সমস্যা নিয়ে পোস্টটি করেছিলেন পরিচালক। সেখানেও ট্রোলড হতে হয় তাঁকে। 

হিন্দুস্তান টাইমসের পক্ষ থকে রাজ চক্রবর্তীকে ফোন করা হলে পরিচালক জানান, ‘আমি যখন খবর পাই তখন শিশুটিকে অক্সিজেন দিয়ে রাস্তায় বসে ছিল ওর পরিবার। কোভিড রোগীর সংখ্যা বেশি থাকায় আরএন টেগোরের সঙ্গে যোগাযোগ করেও কোনও উপকার হয়নি। তারপর ওকে নারায়ণীতে নিয়ে যাওয়া হয়। আপাতত আইসিইউতে আছে। শিশুটির হার্টের কিছু সমস্যা আছে। শিশুটির পরিবার ও ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। অনেকটাই স্থিতিশীল বাচ্চাটি। ’

রাজ তাঁর পোস্টে লিখেছিলেন, ‘একটি ১৯ দিনের শিশু। হার্টের সমস্যা রয়েছে। গত তিন দিন ধরে তার বাবা-মা রাস্তায় ঘুরছেন বেডের জন্যে। কোন জায়গায় নেওয়া হচ্ছিল না। যখন জানতে পারি, ওনাদের ট্রেস করে হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে চেষ্টা করে কোনো ভাবে হাওড়ার নারায়ণী হাসপাতালে ভর্তি করতে পেরেছি।'

যেহেতু বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাই চিকিৎসা খরচসাপেক্ষ। রাজ তাঁর সকল ফেসবুক ফলোয়ার্সদের অনুরোধ করেন সাহায্যের। লেখেন, ‘কিন্তু সেখানকার দৈনিক খরচ ওনাদের সাধ্য ও ক্ষমতার বাইরে। কেউ যদি এই পরিস্থিতিতে ওনাদের অর্থনৈতিক সাহায্যে এগিয়ে আসতে চান…’ এরপর পরিবারটির ফোন নম্বরও দিয়ে দেন।

রাজের প্রথম ফেসবুক পোস্ট
রাজের প্রথম ফেসবুক পোস্ট

রাজের এই ফেসবুক পোস্ট ঘিরে ট্রোলিং শুরু হয় নিমেষে। ‘কেন আপনি সাহায্য করছেন না’, ‘আপনার এত টাকা, আর লোকের থেকে সাহায্য চাইছেন’-এর মতো কমেন্ট পড়তে থাকে। তবে, এবার আর চুপ করে থাকেননি তিনি। আরও একটি ফেসবুক পোস্ট করে দিয়েছেন ট্রোলারদের কড়া জবাব। 

অপর ফেসবুক পোস্টে রাজ লিখেছেন, ‘এই সময়ে দাঁড়িয়ে কে কতটা করলাম, সেই হিসেব নাই বা ভাবলাম। একা যতটা করা যায়, সকলে মিলে তার থেকে অনেক বেশি করা সম্ভব৷ আরও অনেক মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। তাই আমার অনুরোধ, দলমত নির্বিশেষে একে অপরের পাশে থেকো৷ সকলে সুস্থ থেকো। ভালো থেকো ও ভালো রেখো৷’

আরও লেখেন, ‘এরপরেও যদি মনে হয় পনেরো বছর ইন্ডাস্ট্রিতে থেকে রাজ চক্রবর্তী কী করেছে এই শিশুর জন্যে, তা'হলে সেই হিসেব নিকেশ সোশ্যাল মিডিয়ায় নয়। 833*****11- এই নাম্বারে যোগাযোগ করো। কথা হবে। ধন্যবাদ৷’

রাজের দ্বিতীয় ফেসবুক পোস্ট
রাজের দ্বিতীয় ফেসবুক পোস্ট

সম্প্রতি রেড ভলেন্টিয়ার্স-দের নম্বর শেয়ার করে ট্রোলড হতে হয়েছিল পরিচালককে। ফেসবুকে নিজের নম্বর ভাইরাল হয়ে যাওয়াতেও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

ফোনে পরিচালক জানান, ‘ট্রোলিং কথাটি আমি ঠিক মানি না। কেউ তোমায় সমর্থন করবে, কেউ তোমার বিপক্ষে যাবে। ফেসবুকে কে কী সমালোচনা করল তা দেখার সময়ও আমার সেভাবে নেই। শুধু একটা ব্যাপারে আমি খুশি, অনেকেই এগিয়ে এসেছেন, পাশে দাঁড়িয়েছেন বাচ্চাটির পরিবারের। ’

বায়োস্কোপ খবর

Latest News

ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো শনিবারে এই কাজগুলি করেন না তো? শনিদেবের ক্রোধে আপনার সর্বনাশ হতে পারে নির্বাচনী পরীক্ষায় 'লেটার' পেল ত্রিপুরা, টেনেটুনে পাশ করল উত্তরপ্রদেশ ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স কাজলের ‘না বলা’ ক্রাশ ছিল অক্ষয়! এবার লন্ডনে একসঙ্গে পার্টি আরভ আর নাইসার আন্তর্জাতিক রুটে ডানা মেলতে ৩০টি নতুন A350-900 বিমান কিনছে ভারতের উড়ান সংস্থা ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল বুমরাহের থেকে পার্পল ক্যাপ দখল হর্ষালের, কমলা টুপির লড়াইয়ে দুইয়ে উঠলেন নারিন রেকর্ড যাত্রী, এসি কামরায় 'টিকিটবিহীনদের ভিড়', বিয়ের সানাইতে কান ঝালাপালা রেলের মাতৃত্বকালীনের সাথে ২ বছরের চাইল্ড কেয়ার ছুটি কি প্রাপ্য মহিলাদের? যা বলল SC

Latest IPL News

ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.