প্রেম, ভালোবাসা, নতুন সম্পর্ক, বিচ্ছেদ এগুলোর হাত ধরেই আমাদের জীবনের মোড় বদলাতে থাকে। পাল্টাতে থাকে মনের অনুভূতি, অবস্থা। আর সেই সব কিছুই ধারাবাহিকে ধরা পড়ে। জীবনে প্রতি নিয়ত কিছু ঘটনাকে তুলে ধরা হয় সিরিয়ালে। কিন্তু যাঁরা সিরিয়ালে অভিনয় করেন, অর্থাৎ সেই অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে নানান প্রশ্ন উঁকি দেয়, তাঁদের সম্পর্কে আরও জানতে ইচ্ছে করে। তাঁরা বর্তমানে কার সঙ্গে সম্পর্কে রয়েছে, ইত্যাদি।
এমনই এক অভিনেতা হলেন দিব্যজ্যোতি দত্ত, ওরফে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়ক সূর্য। বর্তমানে দিব্যজ্যোতির মহিলা ভক্তের সংখ্যা অগণিত। তাঁর অভিনয় অনেককেই মুগ্ধ করেছে। মুগ্ধ করেছে তাঁর সৌম্যদর্শন রূপ। বর্তমানে সিরিয়ালে তাঁকে এবং দীপাকে প্রেম করে বিয়ে করতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে তাঁদের জীবনের নানান ওঠা পড়ার গল্প। এখন যদিও একটু ভুল বোঝাবুঝি চলছে, তবে দুজন দুজনের প্রেমে মত্ত সে কথা বললে বোধহয় অত্যুক্তি করা হবে না। কিন্তু এ হেন সূর্য বাস্তব জীবনে কার প্রেমে মত্ত জানেন? বাস্তবে কার সঙ্গে লুকিয়ে প্রেম করছেন অভিনেতা?
বিগত বেশ কিছুদিন ধরেই দিব্যজ্যোতির একাধিক পোস্টে সেই নারীকে তাঁর পাশেই দেখা যাচ্ছে। সে ইনস্টাগ্রাম রিল হোক কিংবা কোনও ছবি দুজনে সবসময়ই পাশাপাশি আছেন। তাই মনে করা হচ্ছে তাঁরা লুকিয়ে প্রেম করছেন না তো? কার সঙ্গে দিব্যজ্যোতিকে দেখা যাচ্ছে জানেন? তিনিও কিন্তু ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ।
দেশের মাটি সিরিয়ালে দিব্যজ্যোতি দত্তের সঙ্গে যিনি অভিনয় করেছিলেন মনে আছে? অনন্যা দাস? হ্যাঁ, সেই অনন্যা দাসের সঙ্গেই আজকাল দিব্যজ্যোতিকে দেখা যাচ্ছে। তাই অনেকেই অনুমান করছেন তাঁদের মধ্যে একটি বিশেষ ধরনের সম্পর্ক গড়ে উঠেছে।
কিন্তু এই বিষয়ে অভিনেতাকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টই জানান যে তাঁর এবং অনন্যার মধ্যে কোনও অন্যরকমের সম্পর্ক নেই। তাঁরা স্রেফ ভালো বন্ধু।