বাংলা নিউজ > বায়োস্কোপ > Dream Girl 2 Box Office: দ্বিতীয় দিনের আয়ে গদর ২ কে ছাপিয়ে গেল ড্রিম গার্ল ২, ঘরে কত টাকা তুলল আয়ুষ্মানের ছবি?

Dream Girl 2 Box Office: দ্বিতীয় দিনের আয়ে গদর ২ কে ছাপিয়ে গেল ড্রিম গার্ল ২, ঘরে কত টাকা তুলল আয়ুষ্মানের ছবি?

দ্বিতীয় দিনের আয়ে গদর ২ কে ছাপিয়ে গেল ড্রিম গার্ল ২

Dream Girl 2 Box Office Collection: শনিবার গদর ২ -এর থেকেও বেশি আয় করল আয়ুষ্মান খুরানার ড্রিম গার্ল ২! দ্বিতীয় দিনে মোট কত রোজগার করল ছবি!

২৫ অগস্ট মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা অভিনীত ড্রিম গার্ল ২। প্রথমদিন তেমন সাড়া না ফেললেও দ্বিতীয় দিনে কিন্তু ব্যবসা বাড়ল এই ছবির। শুধু তাই নয়, দ্বিতীয় দিনের আয়ের নিরিখে ব্লকব্লাস্টার গদর ২ -কে রীতিমত টেক্কা দিয়ে দিল এই ছবি। আয়ুষ্মান ছাড়াও এখানে অনন্যা পাণ্ডে আছেন।

সচনিল্কের রিপোর্ট অনুযায়ী শনিবার এই ছবিটি বক্স অফিসে মোট ১৪ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ গদর ২ -এর থেকে বেশি যা কিনা তার তৃতীয় শনিবার ১২.৫ কোটি টাকা আয় করেছে।

ড্রিম গার্ল ২ -এর বক্স অফিস কালেকশন

সচনিল্ক ডট কমের রিপোর্ট অনুযায়ী ড্রিম গার্ল ২ শুক্রবার ১০.৬৯ কোটি টাকা আয় করেছেন শনিবার সেটা বেড়ে ১৪ কোটি হয়েছে। অর্থাৎ দুই দিনের ব্যবসা মিলিয়ে এই ছবি মোট ২৪.৬৯ কোটি টাকা ঘরে তুলেছে দুদিনে।

ড্রিম গার্ল ২ ছবিটা আদতে ২০১৯ সালে মুক্তি পাওয়া আয়ুষ্মান খুরানা অভিনীত ড্রিম গার্লের সিকুয়েল। এটির পরিচালনা করেছেন রাজ শান্ডিল্য। এই ছবিতেও আয়ুষ্মানকে আগেরবারের মতোই করমের চরিত্রে দেখা গিয়েছে যে কিনা পূজা নামক এক মহিলার ছদ্মবেশ ধারণ করে। কেন? যাতে এই পূজার ছদ্মবেশে করম এত টাকা আয় করে যে সে তার প্রেমিকা অর্থাৎ অনন্যা পাণ্ডেকে বিয়ে করতে পারে।

আরও পড়ুন: কেমন হয়েছে ‘ড্রিম গার্ল ২’, প্রথম দিন সিনেমা দেখে বেরিয়ে কী বলছেন দর্শকেরা

এই ছবিতে আয়ুষ্মান এবং অনন্যা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে পরেশ রাওয়াল, অনু কাপুর, রাজপাল যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সীমা পাওয়া, প্রমুখ আছেন। একতা কাপুরের বালাজি মোশন পিকচার্সের তরফে এই ছবিটির প্রযোজনা করা হয়েছে।

অন্যদিকে গদর ২ ছবিটি ষোলো দিনে সাড়ে চারশ কোটি টাকার ব্যবসা করল। বক্স অফিসে এখনও তেজি ঘোড়ার মতো দৌড়ে চলেছে এই ছবি। ইতিমধ্যেই এটা কেজিএফের রেকর্ড ভেঙেছে এখন লক্ষ্য পাঠান।

বন্ধ করুন