বাংলা নিউজ > বায়োস্কোপ > Dream Girl 2 Box Office Collection: রাখির দিন ব্যবসা বাড়ল আয়ুষ্মানের ছবি, ষষ্ঠ দিনে কত আয় করল ড্রিম গার্ল ২

Dream Girl 2 Box Office Collection: রাখির দিন ব্যবসা বাড়ল আয়ুষ্মানের ছবি, ষষ্ঠ দিনে কত আয় করল ড্রিম গার্ল ২

ষষ্ঠ দিনে কত আয় করল ড্রিম গার্ল ২

Dream Girl 2 Box Office Collection: রাখি পূর্ণিমায় বাড়ল ড্রিম গার্ল ২ -র আয়। বুধবার কত টাকা রোজগার করল আয়ুষ্মান খুরানার ছবি?

২৫ অগস্ট মুক্তি পায় ড্রিম গার্ল ২। সপ্তাহান্তে বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করে আয়ুষ্মান খুরানার ছবি। কিন্তু সোমবার আসতেই কমে যায় আয়। তবে রাখি পূর্ণিমার দিন আবারও এই ছবি আয় বাড়ল অনেকটাই। বুধবার অর্থাৎ রাখি পূর্ণিমার দিন আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডে অভিনীত এই ছবি ৭.৭৫ কোটি টাকা আয় করেছে বলেই সচনিল্ক তাদের রিপোর্টে জানিয়েছে। ছয় দিনে মোট ৫৯.৭৫ কোটি টাকা রোজগার করেছে এই ছবি।

ড্রিম গার্ল ২-র রিপোর্ট কার্ড

২৫ অগস্ট, শুক্রবার মুক্তি পায় ড্রিম গার্ল ২। এদিন এই ছবিটি বক্স অফিসে ১০.৭ কোটি টাকা আয় করে। এরপর রবিবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১৬ কোটিতে। শনিবার ১৪.১২ কোটি টাকা ঘরে তুলেছিল এই ছবি। তারপর নতুন সপ্তাহ শুরু হতেই কমে যায় আয়।

সোমবার এটি ৫.৪২ কোটি, মঙ্গলবার ৫.৪৭ কোটি টাকা আয় করে। এরপর বুধবার রাখির দিন ড্রিম গার্ল ২ বক্স অফিসে ৭.৭৫ কোটি টাকা রোজগার করে। অর্থাৎ আপাতত এই ছবিটি মোট ৫৯.৭৫ কোটি টাকা ঘরে তুলতে পেরেছে।

আরও পড়ুন: 'কোলে তুলে নিয়ে যাব...' শিমুলকে ফেরাতে তৎপর শাশুড়ি, তবে কি রাগের আড়ালেই লুকিয়ে ভালোবাসা?

আরও পড়ুন: নয়া স্ক্রিপ্ট অচল বলেই কি পুরনো হিট সিন্দুক থেকে বার করছে বলিউড?

ড্রিম গার্ল ২ প্রসঙ্গে

২০১৯ সালে মুক্তি পায় ড্রিম গার্ল। আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবিটি বক্স অফিসে হিট করে। তারপর রাজ শান্ডিল্যর লেখা এবং পরিচালিত এই ড্রিম গার্ল ২ গত ২৫ অগস্ট মুক্তি পায়। এই ছবিতে আয়ুষ্মান খুরানা একজন মহিলার চরিত্রে অভিনয় করেছেন। এখানে দেখানো হয়েছে তিনি তাঁর প্রেমিকাকে বিয়ে করার জন্য কীভাবে কোন উপায়ে টাকা আয় করেছেন।

এই ছবিতে আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডে ছাড়াও আছেন অনু কাপুর, রাজপাল যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরেশ রাওয়াল, প্রমুখ। আয়ুষ্মান একটি সাক্ষাৎকারে জানিয়েছেন অনু কাপুর তাঁর জন্য ভীষণ লাকি, কারণ তাঁরা একসঙ্গে যা যা ছবি করেছেন সব হিট করেছে। প্রসঙ্গত তাঁদের একত্রে ড্রিম গার্ল, ভিকি ডোনর ছবিতে দেখা গিয়েছিল এর আগে।

বন্ধ করুন