বাংলা নিউজ > বায়োস্কোপ > Dream Girl 2 box office Day 3: ‘গদর ২’-কে কড়া টক্কর ‘ড্রিম গার্ল ২’-র! আয়ুষ্মান-অনন্যার ছবির ৩ দিনের আয় কত?

Dream Girl 2 box office Day 3: ‘গদর ২’-কে কড়া টক্কর ‘ড্রিম গার্ল ২’-র! আয়ুষ্মান-অনন্যার ছবির ৩ দিনের আয় কত?

‘ড্রিম গার্ল ২’ কত আয় করল রবিবারে?

‘ওএমজি ২’ আর ‘গদর ২’-এর মধ্যে বেশ ভালোই ব্যবসা করছে ‘ড্রিম গার্ল ২’। আয়ুষ্মান খুরানা আর অনন্যা পাণ্ডে প্রথমবার জুটি বেঁধেছেন এই সিনেমায়। ৩ দিনে কত আয় হল?

করোনা পরবর্তী সময়ে খুব কম ছবিই বক্স অফিসে সাফল্য পেয়েছে। তবে ১১ অগস্ট মুক্তি পাওয়া গদর ২ আর ওএমজি ২ রমরমিয়ে ব্যবসা করেছে প্রেক্ষাগৃহে। এর মধ্যে অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠির সিনেমা পেরিয়ে গিয়েছে ১৫০ কোটির ঘর। সানি দেওল ও আমিশা পাটেলের গদর ২ তো ৪৫০ কোটি ঘরে তুলে, একের পর এক ভেঙে চলেছে ‘দঙ্গল’, ‘কেজিএফ ২’-এর মতো ছবির রেকর্ড। বর্তমানে সবচেয়ে বেশি উপার্জিত হিন্দি ছবির তালিকায় ৩ নম্বরে রয়েছে ‘গদর ২’। 

এদিকে সুপার হিট ‘ওএমজি ২’ আর ‘গদর ২’-কে নিয়ে চলা মাতামাতির মধ্যে মুক্তি পেয়ে বেশ ভালোই ব্যবসা করছে ‘ড্রিম গার্ল ২’। আয়ুষ্মান খুরানা আর অনন্যা পাণ্ডে প্রথমবার জুটি বেঁধেছেন এই সিনেমায়। প্রথম সপ্তাহান্তের বক্স অফিস রিপোর্ট ইঙ্গিত করছে হিট হবে এই ছবি। sacnilk.com অনুসারে রবিবার ‘ড্রিম গার্ল ২’ ঘরে তুলল ১৬ কোটি। 

‘ড্রিম গার্ল ২’-এর বক্স অফিস রিপোর্ট:

শুক্রবার ২৫ অগস্ট ‘ড্রিম গার্ল ২’ খাতা খোলে ১০.৬৯ কোটি দিয়ে। এরপর শনিবার তা বেড়ে হয় ১৪.০২ কোটি। আর রবিবার ছবির আয় ১৬ কোটি। প্রথম ৩ দিনে ছবি ঘরে তুলল ৪০.১৭ কোটি। ছবির প্রথম ৩ দিনের আয় দেখে অনেকেরই ধারণা ছবি ১০০ কোটির ঘর টপকে যাবেই। 

'ড্রিম গার্ল ২' একটি ছোট-শহরের ছেলে করমের গল্প নিয়ে, যে চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। আর পরীর চরিত্রে অনন্যা পাণ্ডে। আয়ুষ্মানের চরিত্রটি পূজার রূপ ধরে, যা দর্শকদের নিয়ে যায় হাসির রোলার কোস্টারে। 

রাজ শান্দিল্য পরিচালিত 'ড্রিম গার্ল ২' বালাজি মোশন পিকচার্সের ব্যানারে একতা কাপুর এবং শোভা কাপুর প্রযোজনা করেছেন। আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, বিজয় রাজ, অন্নু কাপুর, সীমা পাওয়া, মনোজ যোশি, অভিষেক ব্যানার্জি এবং মনজোত সিং।

আরও পড়ুন: কেজিএফ ২-এর রেকর্ড ভেঙে রবিবার হলে রাজত্ব সানির গদর ২-এর, এবার লক্ষ্যে ‘বাহুবলী ২’

আরও পড়ুন: ললিত মোদীর সঙ্গে বিচ্ছেদের পর রোমনকেই কাছে টেনেছেন! প্রেম নিয়ে জবাব সুস্মিতার

'ড্রিম গার্ল ২'-এর সাফল্যে খুশির সপ্তম স্বর্গে রয়েছেন আয়ুষ্মান খুরানা। তাঁকে বলতে শোনা যায়, ‘আমার কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং দিয়েছে ড্রিম গার্ল ২। এই ফ্র্যাঞ্চায়েজি প্রথম থেকেই আমায় ভালোবাসা এনে দিয়েছে। ড্রিম গার্ল ২-এর শুরুর ফলাফলে আমি সত্যিই খুশি। একজন বিনোদনকারী হিসাবে, লোকেদের প্রেক্ষাগৃহে নিয়ে আসা এবং তাঁদের দুর্দান্ত সময় উপহার দেওয়ার থেকে বড় আর কিছুই নেই।’

২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ড্রিম গার্ল’। যেখানে আয়ুষ্মানের বিপরীতে ছিলেন নুসরত ভারুচা। সেই ছবিও বক্স অফিসে ২০০ কোটির ব্যবসা করেছিল। 

 

বন্ধ করুন