গত কয়েকবছরে সানি দেওল বক্স অফিসে হিটের মুখ দেখেনি বললেই চলে। এমনকী, খবর রয়েছে আর্থকভাবে বেশ টালমাটাল অবস্থাতেই রয়েছেন তিনি বর্তমানে। ঋণ দিতে না পারায়, সানির মুম্বইয়ের বাংলো বেঁচে দেওয়া হতে পারে বহলেও শোনা যাচ্ছিল দিনকয়েক আগে। তবে গদর ২-এর হাত ধরে পেয়ে গেলেন আশাতীত সাফল্য। তৃতীয় সপ্তাহান্তে এসেও গদর-এর গাড়ি চলছে হুড়মুড়িয়ে। রবিবার ১৭ নম্বর দিনে ব্যবসা করল ১৭ কোটিরও বেশি।
sacnilk.com-এর রিপোর্ট অনুসারে তৃতীয় শুক্রবার অর্থাৎ ১৫ নম্বর দিনে ছবির আয় ছিল সবচেয়ে কম, মাত্র ৭.১ কোটি। শনিবার এক লাফে তা বেড়ে হয় ১৩.৭৫ কোটি। আর রবিবারেক বক্স অফিসের পরিসংখ্যান বলছে ১৭ কোটির কাছাকাছি ব্যবসা করেছে ছবিখানা। অর্থাৎ, ছবির মোট আয় গিয়ে দাঁড়াচ্ছে ৪৫৬.৯৫ কোটি।
প্রথম সপ্তাহের শেষে ছবির আয় ছিল ২৮৪.৬৩ কোটি। আর দ্বিতীয় সপ্তাহে ছিল ১৩৭.৪৭ কোটি। তৃতীয় সপ্তাহের শুরুতে ৩৭ কোটির উপর ব্যবসা করে ফেলেছে। অনিল শর্মা পরিচালিত গদর ২ বর্তমানে ধীর পায়ে এগিয়ে চলেছে ৫০০ কোটির দিকে। শনিবারই কেজিএফ ২-কে পিছনে ফেলে ছিনিয়ে নিয়েছে তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার খেতাব। এবারে লক্ষ্যে বাহুবলী ২ আর পাঠান। আরও পড়ুন: ললিত মোদির সঙ্গে বিচ্ছেদের পর রোমনকেই কাছে টেনেছেন! প্রেম নিয়ে জবাব সুস্মিতার
তবে গদর ২-কে কড়া টক্কর দিচ্ছে আয়ুষ্মান খুরানা আর অনন্যা পাণ্ডে-র ড্রিম গার্ল ২। খাতা খুলেছিল ২৫ অগস্ট শুক্রবার ১০.৬৯ কোটি দিয়ে। শনিবার আয় ছিল ১৪.০২ কোটি আর রবিবারে আয় বেড়ে হল ১৬ কোটির কাছাকাছি। অর্থাৎ ৩ দিনে ৪০ কোটির উপর ব্যবসা করে ফেলেছে ছবিখানা।
এদিকে, সানির ছবি আরও একটা ইতিহাস লিখে ফেলেছে। নয়া সংসদ ভবনে লোকসভার সদস্যদের জন্য ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। যা ২৫ অগস্ট থেকে শুরু হয়ে ৩ দিন চলেছিল। সানি দেওল নিজেই যেহেতু একজন সাংসদ, তাই তাঁর সহ সাংসদদের অনুরোধেই নেওয়া হয় এই ব্যবস্থা বলে খবর।
প্রসঙ্গত, গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল-আমিশা প্যাটেল অভিনীত ‘গদর ২’। যা ২০০১ সালের হিট গদর-এর সিক্যুয়েল। সানি ট্রাক চালক তারা সিং চরিত্রে অভিনয় করেছেন এবং সাকিনা চরিত্রে অভিনয় করেছেন আমিশা প্যাটেল। প্রথম ছবিতে ছিল ১৯৫৪ সালের দেশভাগের প্রেক্ষাপট। আর গদর ২-তে ১৯৭১ সালের ভারত-পাক দ্বন্দের সময়তেই পড়শি দেশে প্রবেশ করেন সানি ছেকে পাকিস্তানি সেনার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসতে। হাতুড়ি হাতে একের পর এক পাকিস্তানি সেনার মাথা গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য বেজায় হিট করেছে।