১৯৯৪ সালে মাত্র ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়া-র মুকুট পরেছিলেন মাথায়। আক তারপর মিস ইউনিভার্স-এর খেতাবও দেশের হয়ে জিতে নেন এই বাঙালি কন্যে। তবে বরাবরই তাঁর পরিচয় শুধু রূপ দিয়ে হয়নি। বরং সুস্মিতা সেনের মার্জিত কথাবার্তা, নম্র ব্যবহার, উপস্থিত বুদ্ধি দিয়ে তিনি কখন যেন বলিউডের আর পাঁচটা নায়িকাদের থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন। সম্প্রতিই মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ তালি। যা প্রশংসিত হয়েছে দর্শকদের মধ্যে। তবে ভক্তদের অনেকের মনেই প্রশ্ন, বর্তমানে কার সঙ্গে প্রেম করছেন তিনি?
সুস্মিতা বিয়ে না করলেও, দত্তক নিয়েছেন দুই কন্যা সন্তান রেনে আর আলিশাকে। শত কাজের ব্যস্ততার মধ্যেও মেয়েদের জন্য সময় বের করতে ভোলেন না। ২০২২ সালের ডিসেম্বরে ইনস্টাগ্রাম বার্তায় দিয়েছিলেন দীর্ঘদিনের প্রেমিক রোমান শলের সঙ্গে বিচ্ছেদের খবর। এরপর ২০২৩ সালে তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল ভারতের পলাতক ব্যবসায়ী ললিত মোদীর। ললিত নিজেই দুজনের একাধিক ঘনিষ্ঠ ছবি শেয়ার করে প্রেমে দিয়েছিলেন শিলমোহর। এই সময় নেটপাড়া ‘গোল্ড ডিগার’ তকমাও সেঁটে দেয় অভিনেত্রীর গায়ে, বয়সে এত বড় এমন বিতর্কিত একটা মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানোয়। তবে এই প্রেমের মেয়াদ ছিল মাসখানেকই। বর্তমানে সুস্মিতা ও রোমনকে একসঙ্গে দেখা যায় প্রায়ই। তবে এই সম্পর্কের কোনও নাম দেননি তাঁরা। আজকাল নিজেকে ‘সিঙ্গেল’ বলেই দাবি করছেন।
সম্প্রতি হিউম্যানস অফ বোম্বে-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে প্রেম নিয়ে অকপট হলেন সুস্মিতা। এর আগেই নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছিলেন। এবার জানালেন, তিনি নিজের সঙ্গেই খুশি। অভিনেত্রীর কথায়, ‘আমি বিশ্বাস করি, আমার জীবনে নিজস্ব স্বাধীনতা ছাড়া গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। কেউ এসে আমাকে সম্পূর্ণ করবে এই ধারণা হাস্যকর। আমি নিজের মধ্যে সম্পূর্ণ। হ্যাঁ কেউ যদি এই পরিপূর্ণতা আরও বাড়িয়ে তোলার অনুভূতি দিতে পারে আমায় তাহলে তার থেকে ভালো কিছুই হয় না।’
এই সাক্ষাৎকারেই সুস্মিতা কথা বলেন তাঁর জীবনে প্রেমের গুরুত্ব নিয়ে। ভালোবাসা নিয়ে তাঁর মত, ‘ওহ এটা সবকিছু। আমি নিজে এটা দিয়েই তৈরি। তাই এই শব্দের সঙ্গে এতটা ঘনিষ্ঠভাবে যুক্ত। এটা শুধু সেই ভালোবাসা নয় যা আপনি দেখান বা যা আপনি অনুভব করেন, সঙ্গে নিজেকেও ভালোবাসা। কাউকে ভালোবাসতে গেলেও আগে নিজেকে ভালোবাসতে হবে।’