বাংলা নিউজ > বায়োস্কোপ > Dream Girl 2 box office day 4: এগোচ্ছে ‘ড্রিম গার্ল ২’, চতুর্থ দিনে এসে কেমন ব্যবসা করল আয়ুষ্মান-অনন্যার ছবি

Dream Girl 2 box office day 4: এগোচ্ছে ‘ড্রিম গার্ল ২’, চতুর্থ দিনে এসে কেমন ব্যবসা করল আয়ুষ্মান-অনন্যার ছবি

‘ড্রিম গার্ল ২’ কেমন ব্যবসা করছে?

Dream Girl 2 box office day 4: ‘গদর ২’-এর কড়া প্রতিযোগিতার মুখে দাঁড়িয়ে কেমন ব্যবসা করছে আয়ুষ্মান খুরানা আর অনন্যা পাণ্ডের ছবি?

বক্সঅফিসে যখন ‘গদর ২’ ঝড় চলছে, তার মধ্যেই মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডে অভিনীত ছবি ‘ড্রিম গার্ল ২’। স্বল্প বাজেটের ছবি। সেই হিসাবে খুব খারাপ তো নয়ই, বরং অনেকের মতে ভালোই ব্যবসা করছে এই সিনেমা। মুক্তির সপ্তাহান্তে ‘গদর ২’-এর পাশাপাশি ভালোই দৌড়েছে এই ছবি। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন। এই দিনে যে কোনও ছবিরই ব্যবসার অঙ্ক কিছুটা কম থাকে আগের রবিবারের তুলনায়। ‘ড্রিম গার্ল ২’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সোমবার বিরাট অঙ্কের ব্যবসা করতে পারেনি এই ছবি। কিন্তু তার পরেও টিকে থেকেছে লড়াই। চতুর্থ দিনে কেমন আয় করেছে এই সিনেমা?

পরিসংখ্যান বলছে, কাজ শান্ডিল্যের এই ছবি ধীরে ধীরে ৫০ কোটির ক্লাবে ঢুকে পড়ার দিকে এগিয়ে চলেছে। দেশের বক্সঅফিসে এই ঘটনা ঘটে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। Sacnilk.com-এর পরিসংখ্যান বলছে, মুক্তির পরে চতুর্থ দিনে, অর্থাৎ সোমবার ২৮ অগস্ট এটি ৪ কোটি টাকার মতো ব্যবসা করেছে। ছবিটি যে বাজেটে বানানো, তাতে এই অঙ্ক মোটেই খারাপ নয় বলে মনে করছেন অনেকেই।

(আরও পড়ুন: ‘গদর ২’-কে কড়া টক্কর ‘ড্রিম গার্ল ২’-র! আয়ুষ্মান-অনন্যার ছবির ৩ দিনের আয় কত?)

এখনও পর্যন্ত কত টাকা আয় করেছে এই ছবি? বক্সঅফিস রেকর্ড থেকে Sacnilk.com-এর পরিসংখ্যান এই সম্পর্কে জানিয়েছে। কী বলা হয়েছে সেখানে? এই Sacnilk.com জানিয়েছে, মুক্তির প্রথম দিন, অর্থাৎ গত শুক্রবার এই ছবি ১০.৬৯ কোটি টাকা রোজগার করেছিল। তার পরের দিন, অর্থাৎ শনিবার এটি ১৪.০২ কোটি টাকা রোজগার করে। রবিবারে আগের দু’দিনের রেকর্ড পেরিয়ে যায় এই ছবির ব্যবসা। সেদিন সব মিলিয়ে প্রায় ১৬ কোটি টাকার ব্যবসা করেছেন আয়ুষ্মান এবং অনন্যার ছবিটি। চতুর্থ দিনে, অর্থাৎ সোমবারে এসে তা কিছুটা কমে গিয়েছে। এদিন মোটামুটি ৪.৭০ কোটি টাকার ব্যবসা হয়েছে। তাই সব মিলিয়ে এখনও পর্যন্ত ৪৫.৪১ কোটি টাকার মতো ব্যবসা করেছে এই ছবি। এমনই মনে করা হচ্ছে। সেই কারণেই অনেকের মত, আস্তে আস্তে হলেও এই ছবি এবার ৫০ কোটির ক্লাবে ঢুকে পড়তে পারবে।

২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ড্রিম গার্ল’। যেখানে আয়ুষ্মানের বিপরীতে ছিলেন নুসরত ভারুচা। সেই ছবিও বক্স অফিসে ২০০ কোটির ব্যবসা করেছিল। এবারেও ছবির ব্যবসায় খুশি বলে জানিয়েছেন আয়ুষ্মান। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমার কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং দিয়েছে ড্রিম গার্ল ২। এই ফ্র্যাঞ্চায়জি প্রথম থেকেই আমায় ভালোবাসা এনে দিয়েছে। ‘ড্রিম গার্ল ২’-এর শুরুর ফলাফলে আমি সত্যিই খুশি। একজন বিনোদনকারী হিসাবে, লোকেদের প্রেক্ষাগৃহে নিয়ে আসা এবং তাঁদের দুর্দান্ত সময় উপহার দেওয়ার থেকে বড় আর কিছুই নেই।’

বন্ধ করুন