আপাতত বক্স অফিসে রমরমিয়ে চলছে দৃশ্যম ২। ইতিমধ্যেই ৬৪ কোটির বেশি ঘরে তুলেছে এই ছবি। দেখুন কোন তারকা কত ফি নিয়েছেন অভিনয়ের জন্য।
1/8দৃশ্যম ২ (Drishyam 2) মুক্তি পেয়েছে শুক্রবার। মুক্তির দিন ছবি ব্যবসা করেছিল ১৫.৩৮ কোটির। আর শনিবার ঘরে তোলে ২১.৫৯ কোটি। আর রবিবার ২৭ কোটি। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল দৃশ্যম। তারই সিকোয়েল এটি। এই ছবিতে রয়েছেন অজয়, টাবু, শ্রিয়া শ্যারন, ইশিতা দত্ত, অক্ষয় খান্না, রজত কাপুর।
2/8অজয় দেবগনের চরিত্রের নাম বিজয় সালগাঁওকর। এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ নিসন্দেহে অজয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ছবির জন্য ৩০ কোটি টাকা নিয়েছেন তিনি।
3/8'দৃশ্যম ২'-তে আইজি মীরা দেশমুখের ভূমিকায় অভিনয় করেছেন টাবু। রিপোর্ট অনুযায়ী, টাবু এই সিনেমার জন্য ৩.৫ কোটি টাকা নিয়েছেন।
4/8'দৃশ্যম ২'-তে নতুন অবতারে হাজির হয়েছেন অক্ষয় খান্না। তিনি আইজি তরুণ। খবরে বলা হয়েছে, অক্ষয় ছবিটির জন্য আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
5/8দৃশ্যম-এর সিক্যুয়েল রয়েছেন শ্রিয়া শরণ। নন্দিনী সালগাঁওকরের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তার পারিশ্রমিক ২ কোটি বলে খবর।
6/8অজয় দেবগনের মেয়ে অঞ্জু সালগাঁওকরের চরিত্রে অভিনয় করেছেন ঈশিতা দত্ত। রিপোর্ট অনুযায়ী, ছবিটির জন্য পারিশ্রমিক নিয়েছেন ১.২ কোটি।
7/8মীরার স্বামীর ভূমিকায় রয়েছেন অভিনেতা রজত কাপুর। ছবিটির জন্য তাঁর পারিশ্রমিক এক কোটি বলে জানা গিয়েছে।
8/8শিশুশিল্পী মৃণাল যাদব দৃশ্যম-এই সকলের মন জয় করে নিয়েছিলেন। রয়েছেন সিকুয়েলেও। জানা গিয়েছে, মৃণালের পারিশ্রমিক ২০ থেকে ৫০ লাখ টাকা।