বলিউডের 'সিরিয়াল কিসার' অভিনেতা ইমরান হাসমি। শীঘ্রই 'শোটাইম' ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। জুটি বেঁধেছেন বাঙালি অভিনেত্রী মৌনি রায়ের সঙ্গে। ইমরানের 'সিরিয়াল কিসার' অবতারের ঝলক ইতিমধ্যেই সামনে এসেছে। করণ জোহর প্রযোজিত ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, রাজীব খান্ডেলওয়াল, বিজয় রাজ এবং শ্রিয়া শরণরা।
'শোটাইম' পরিচালনা করেছেন মিহির দেশাই ও অর্চিত কুমার। ডিজনি প্লাস হটস্টার-এর আসন্ন ওয়েব সিরিজ ‘শোটাইম’। ওটিটি প্ল্যাটফর্মে সিরিজের প্রিমিয়ারের আগে ইমরান এবং মৌনির উষ্ণ চুম্বনের দৃশ্য ইতিমধ্যে ঝড় তুলেছে নেটদুনিয়ায়। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে 'শোটাইম' ওয়েব সিরিজের ট্রেলার। বলিউডের অন্ধকার রহস্যের উপর ভিত্তি করে তৈরি এই সিরিজ। আরও পড়ুন: বরের আগের পক্ষের বড় ছেলে, জন্মদিনে ইব্রাহিমকে শুভেচ্ছা জানাতে ভুললেন না করিনা
সিরিজে ইয়াসমিন আলির চরিত্রে অভিনয় করেছেন মৌনি। সিরিজটিত মৌনি রায় ও ইমরানের চুম্বন দৃশ্য নিয়ে রীতিমতো তোলপাড়া সোশ্যাল মিডিয়া। সিরিজটি ৮ মার্চ, ২০২৪-এ মুক্তি পাবে OTT প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।
বহু বছর বলিউড থেকে দূরে ছিলেন ইমরান হাসমি। এরপর টাইগার ৩-তে সলমনের বিপরীতে খলনায়ক হিসাবে দেখা মেলে বলিউডের ‘সিরিয়াল কিসার’-এর। কিন্তু প্রকাশ্যে এই নিয়ে মুখ খুলতে পারেননি তারকা। কারণ তাঁর উপস্থিতিকে ‘সিক্রেট’ রাখার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। কিন্তু কেন? সেই নিয়ে মুখ খুলেছেন ‘মার্ডার’ তারকা।
এক সাক্ষাৎকারে ইমরান হাসমি বলেন, তাঁকে অনেক মিথ্যে বলতে হয়েছে নিজের চরিত্র গোপন রাখতে গিয়ে। তিনি বলেন, 'আমাকে অনেক মিথ্যে বলতে হয়েছে কারণ আমার চরিত্রটা গোপন রাখা হবে সেটা আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদি আপনারা প্রোমোও দেখে, যেভাবে ট্রেলারটা কাটা হয়েছে যেটায় আমি রয়েছি শুরুতে আমার কন্ঠস্বর শোনা গিয়েছে, এরপর ধীরে ধীরে আমার চেহারা সামনে আনা হয়েছে'। নির্মাতারা এই ব্যাপারটি গোপন রাখার শত চেষ্টা করলেও আজকাল মিডিয়ার থেকে কোনওকিছু গোপন রাখা বড্ড শক্ত। ইমরান জানান, এই ছবির প্রস্তুতি পর্ব হিসাবে ৭-৮ জিমে কঠোর পরিশ্রম করেছেন তিনি।
ইন্ডাস্ট্রিতে কাটানো হয়ে গিয়েছে দুই দশক। প্রথম ছবি মুক্তি পাওয়ার দু’বছরের মধ্যে আসল পরিচয়ের পরিবর্তে ‘সিরিয়াল কিসার’ হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন বলি অভিনেতা ইমরান হাশমি। কিন্তু ছোট থেকে অভিনয়ে আসার কোনও ইচ্ছা ছিল না তাঁর। ‘মার্ডার’, ‘আশিক বনায়া আপনে’, ‘গ্যাংস্টার’, ‘জন্নত’, ‘দ্য ট্রেন’-এর মতো বহু ছবিতে কাজ করতে দেখা গিয়েছে ইমরানকে। কেরিয়ারের শুরুতে ছবির অধিকাংশ দৃশ্যে নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। তাই ‘সিরিয়াল কিসার’ নামে জনপ্রিয় হয়ে উঠেছিলেন ইমরান।