বাংলা নিউজ > বায়োস্কোপ > Exclusive Rupanjana: 'সেদিন ওরা একে অপরকে জড়িয়ে ধরেছিল', ছেলে ও রাতুলের সম্পর্ক থেকে নতুন দাম্পত্য, অকপট রূপাঞ্জনা

Exclusive Rupanjana: 'সেদিন ওরা একে অপরকে জড়িয়ে ধরেছিল', ছেলে ও রাতুলের সম্পর্ক থেকে নতুন দাম্পত্য, অকপট রূপাঞ্জনা

বাঁদিকে রাতুল-রূপাঞ্জনা-রিয়ান, ডানদিকে নববিবাহিতা রূপাঞ্জনা

অন্তঃসত্ত্বা অবস্থায় একা সমস্ত দায়িত্ব সামলানো থেকে রিয়ানের জন্ম দেওয়া, মাতৃত্ব, পরবর্তী সময়ে রূপাঞ্জনার জীবনে প্রেম হয়ে ধরা দেন রাতুল। বদলে যাওয়া জীবন, কঠিন সময় থেকে ইতিবাচক পথে হাঁটার নানান অজনা কথা Hindustan Times Bangla-র সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।

দিনটা ছিল ১৯ এপ্রিল। ওইদিনই পরিণতি পেয়েছে রাতুল-রূপাঞ্জনার সম্পর্ক। দীর্ঘ সাড়ে ৬ বছরের বন্ধুত্ব বদলে গিয়েছে স্বামী-স্ত্রীর সম্পর্কে। অন্তঃসত্ত্বা অবস্থায় একা সমস্ত দায়িত্ব সামলানো থেকে রিয়ানের জন্ম দেওয়া, মাতৃত্ব, পরবর্তী সময়ে রূপাঞ্জনার জীবনে প্রেম হয়ে ধরা দেন রাতুল। বদলে যাওয়া জীবন, কঠিন সময় থেকে ইতিবাচক পথে হাঁটার নানান অজনা কথা Hindustan Times Bangla-র সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)

সদ্য বিবাহিত, এখন কেমন কাটছে?

রূপাঞ্জনা: খুব ভালো। (হাসি) কাজকর্ম, সংসার সব নিয়ে খুব ভালো আছি। দিব্যি কাটছে। তবে এই যা গরম পড়েছে, সেটাই যা একটু সমস্যার।

কাজ শুরু করেছেন?

রূপাঞ্জনা: হ্যাঁ, কাজটা তো শুরু করতেই হবে। এতদিন তো ছুটি পাওয়া যায় না। (প্রসঙ্গত অনুরাগের ছোঁয় ধারাবাহিকে লাবণ্য-র ভূমিকায় দেখা যাচ্ছে রূপাঞ্জনাকে।)

আপনি আর রাতুল একসঙ্গে বহুদিন ছিলেন, আর এখন আপনারা স্বামী-স্ত্রী, জীবন কতটা বদলেছে?

রূপাঞ্জনা: হ্য়াঁ, আমরা এই সম্পর্কে সাড়ে ৬ বছর আছি। পরস্পরের সঙ্গে ধীরে ধীরে সম্পর্কটা এগিয়েছে। বিয়ের পর আর আলাদা করে কী বদলানোর আছে। এটাও তো সেই ভালোবাসারই সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। সেই জায়গাটা একই আছে। সময়ের সঙ্গে সেই সম্পর্কটাই এগিয়ে যাচ্ছে, এই যা…। হয়ত আমাদের বিয়েটা হয়েছে বলে আমরা এখন আলোচনার শীর্ষে চলে এসেছি। তবে খুব একটা কিছু বদলায়নি।

রূপাঞ্জনা মিত্র, রাতুল মুখোপাধ্যায়, মাঝে ছেলে রিয়ান। সবই তো R M। নিজেদের কি 'মেড ফর ইচ আদার' বলে মনে হয়?

রূপাঞ্জনা: না, না, ‘মেড ফর ইচ আদার’ বা এই ধরনের কিছু আমি বলতে চাই না। তবে আবার এটা শুধুই কাকতালীয়, সেটাও বলতে পারি না। আসলে রাতুলের ভালো নাম হচ্ছে সৌম্যজিৎ মুখোপাধ্যায়। তবে হ্যাঁ, ও রাতুল নামেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। আর রিয়ান তো রিয়ানই, আর আমি রূপাঞ্জনা মিত্রই ছিলাম। তবে আমরা এই তিনটি মানুষ নিজেদের নামের initial letter (আদ্যক্ষর) ব্যবহার করি, সেটায় অদ্ভুতভাবে মিল আছে। সেটাকে যদি সংযোগ বলেন, তাহলে হয়ত তাই। (হাসি)

আর একটা মজার বিষয় হল আমি আর রাতুল, দুজনেই Libra (তুলারাশি)। তাই আমার জানি কীভাবে ব্যালেন্স করতে হয়। আর আমরা দুজনেই সত্যের পক্ষে থাকি সবসময়।

রিয়ানের মা, রাতুলের বান্ধবী থেকে স্ত্রী, দায়িত্ব কতটা বেড়েছে?

রূপাঞ্জনা: নারী ও পুরুষ, একটা সমাজে উভয়েরই দায়িত্ব রয়েছে। এখানে শুধু তো আমরা নই, আমাদের সঙ্গে পরিবারের অনেকে এবং বন্ধুবান্ধব সকলেই এই সম্পর্কের সঙ্গে জুড়ে রয়েছেন। সকলেই এই সম্পর্কটা ইতিবাচকভাবেই দেখেছে, সেটাই আসলে খুব ভালো।

রাতুলের সঙ্গে রিয়ানের বন্ধুত্ব ঠিক কেমন?

রূপাঞ্জনা: আমি তো এটার মধ্যে ঢুকতেই চাই না (হাসি)। ভীষণই মিষ্টি একটা সম্পর্ক। ওদের নিজস্ব একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আর রিয়ান খুবই একটা মিষ্টি ছেলে। ওর ক্লাস টিজার থেকে বন্ধু-বান্ধব, পরিবার, সকলেই ওর ব্যবহারে ভীষণ খুশি। he is like a growing up kid now। আমি, রাতুল এবং আমরা সকলেই রিয়ানের ওই বয়সটা পার করে এসেছি। আমার মনে হয় বন্ধু হিসাবে রাতুল রিয়ানকে এবং ওর ওই বয়সটাকে অনেকটাই ভালো বোঝে। আমি যেমন মা হিসাবে বুঝতে পারি। তেমনই রাতুলও বোঝে।

আমি যখন প্রথম রাতুলের সঙ্গে ওর আলাপ করিয়েছিলাম তখনই they hugged each other। সেটা খুবই সুন্দর একটা সম্পর্ক।

আপনি আর রাতুল, এই স্বামী-স্ত্রীর সম্পর্কে কে বেশি সংসারী?

রূপাঞ্জনা: রাতুল যেভাবে বড় হয়েছে, আর আমি যেভাবে বড় হয়েছি, আমরা দুজনেই নিজেদের পরিবারে পুরুষ ও মহিলা উভয়কেই ভীষণ কর্মঠ দেখেছি। আমরা দুজনের বেড়ে ওঠাও ঠিক তেমন ভাবেই। দুজনেই চাই ভালো কিছু করতে। তাই সংসারের কাজেও যে যেটা ভালো পারে, সেটাই করে। যদি কেউ রান্না ভালো করে তাহলে হয়ত সে রান্না করল। তেমনই যেকোনও কাজে কেউ কাউকে বাধা দেয় না। নিজেদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া, একে অপরের মূল্যবোধ, ইচ্ছাকে সম্মানকে দিয়েই কাজ ভাগ করে নেওয়া হয়।

তবে হ্যাঁ, প্রকৃতিগত মেয়েরা হয়ত একটু বেশিই কেয়ারিং হয়, যেমন বলা হয় ‘মেয়েরা মায়ের জাত’, সেটা ভীষণ সত্যি কথা (হাসি)। তবে সবমিলিয়ে আমার মনে হয় সংসারটা খুব সুন্দর একটা জায়গা। যেখানে অনেক বাধ্যবাধকতা থাকে, একে অপরের মূল্যবোধকে প্রাধান্য দেওয়া হয়, একে অপরের সম্মান রক্ষা করার দায়িত্ব থাকে, সেই জায়গা থেকে আমরা সবকিছুই দুজনে ভাগ করে নিয়েছি।

অন্তঃসত্ত্বা সময় একা কাটিয়েছেন, মা হওয়ার পর রিয়ানের সব দায়িত্ব একা সামলেছেন, রাতুল আসায় এই দায়িত্বটা কি অনেকটা সহজ হয়েছে?

রূপাঞ্জনা: জীবনের সবস্তরেই তো একটা শিক্ষার বিষয় থাকে। স্ট্রাগল মানুষকে অনেককিছু শেখায়। আমি যখন অন্তঃসত্ত্বা সেসময়ও আমি সাড়ে ৮ মাস পর্যন্ত কাজ করেছি। যখন গাড়িতে যেতাম, সেখানেও বালিশ দিয়ে নিজের সুবিধামতো বসার ব্যবস্থা করে নিয়েছিলাম। আর রিয়ান আসার আগে মাতৃত্ব নিয়ে প্রচুর পড়াশোনা করেছিলাম। প্রায় ৭-৮টা বই পড়ে নিয়েছিলাম। এতকিছু জেনেছিলাম, যে সেসময় হঠাৎ করে বিপদে পড়লে, ওয়াটার ব্রেক হলেও আমাকে কী কী বাড়িতে থেকে করতে হবে সেটাও শিখে ফেলি। তাই ওই বইগুলোর প্রতি আমি আজও কৃতজ্ঞ। সেসময় ওই বইগুলো আমায় যাঁরা যাঁরা দিয়েছেন তাঁদের কাছেও কৃতজ্ঞ। আর যাঁরা দিয়েছেন, তাঁরা নিজেরাও মা।

আবার সেসসময় আমার বাড়িতেও একটা কঠিন পরিস্থিতি চলছিল। আমার দিদিমা তিনি অসুস্থ ছিলেন। সেই পরিস্থিতি তাই নিজের সবটাই নিজেই করেছি। আমি অবশ্য ছোট থেকেই ভীষণ স্বাবলম্বী। সেই সময়টা হয়ত সাময়িক একটা স্ট্রাগল পিরিয়ড মনে হয়েছিল। কারণ তখন মেয়েদের অনেক হরমোনাল পরিবর্তন হয়। একটা মা হওয়ার আগে এবং একটা পরে, দুটো স্টেজ থাকে।

আর আমি 'ল অফ অ্যাট্রাকশন' এই থিওরিতে খুব বিশ্বাস করি। তবে সেটা তো একদিনে হয় না। যেকোনও কিছুতেই একটা নির্দিষ্ট সময় দিতে হয়। একটা কোর্স কমপ্লিট করার জন্যও নির্দিষ্ট সময় থাকে। সেখান থেকে আমারও একটা চেতনা জাগ্রত হয়েছিল। মনে হয়েছিল কিছু একটা করতে হবে। একা থাকলেও নিজেকে লড়তে হবে। তবে ঈশ্বরকে ধন্যবাদ যে আমি এই ইন্ডাস্ট্রিতে কেরিয়ার গড়েছি। এতদিন এখানে রয়েছি। ওই সময়টাতে ইন্ডাস্ট্রিও আমায় প্রচুর শক্তি দিয়েছে। আমার বন্ধুবান্ধব, সহকর্মী, সকলেই আমার পাশে থেকেছেন। কাজের জায়গায় আমার প্রডিউসার, চ্যানেল, সকলেই আমাকে ভীষণ সাহায্য করেছেন যাতে আমি স্বচ্ছন্দে কাজটা করতে পারি। আবার আমি যখন বাড়িতে থাকতাম, প্রচুর সিনেমা দেখেছি, গান শুনেছি, গেয়েছি, যা ইচ্ছে করত খেয়েছি। সবমিলিয়ে আমার কাছে ওই সময়টা ভীষণই শিক্ষনীয় ছিল এবং সুন্দর ছিল। তারপর রিয়ান এল। আর সেটা ইশ্বরের আশীর্বাদ বলে আমি মনে করি।

রিয়ানের আসার পর ও সকলের ভালোবাসা পেয়েছে। ওর সুন্দরভাবে বড় হওয়ার জন্য অনেকের অবদান আছে। যেমন রাতুলেরও আছে। রাতুল ওকে খুব ভালোবাসে। আমাদের বন্ধু-বান্ধব, দুজনের পরিবার, সকলেই ওকে খুব ভালোবাসে।

বয়সের পার্থক্যে বিয়ে। এখানে হয়ত পাত্রীর বিয়ের বয়স বেশি বলেই বেশি লোকজনের কৌতুহল, কিছু ট্রোলিংও হচ্ছে। এবিষয়ে কী বলবেন?

রূপাঞ্জনা: এটা নিয়ে কী বলব! এটা কিছু শ্রেণির মানসিকতা। তাই কিছু লোকজন এটা নিয়ে আলোচনা করেন, ভাবেন। সবার কথায় কান দিলে কি চলে? (হাসি)

শেষ প্রশ্ন, মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন, আর সেটা কবে?

রূপাঞ্জনা: রাতুল তো বলছিল কালকেই বের হয়ে যাই। দুজনেরই এমন কাজ পড়ে আছে। আজ (শনিবার) দ্বিরাগমনে যেতে হবে, যেখানে কিছু রীতিনীতি আছে, সেগুলো পালন করতে হবে। তারপর আবার শ্যুটিংয়েও আসতে হবে। এই রবিবারও কাজ করব। ইচ্ছে ছিল দু'দিনের জন্য হলেও বাইরে যাওয়ার। তবে রিয়ানের স্কুলও আছে। তাই সবকিছু সামলে তবেই যেতে পারব।

বন্ধুরা তো অনেককিছু সাজেস্ট করছে, কেউ বলছে বম্বে চলে আয়। তবে এই যা গরম! তাই একটু ভেবেচিন্তেই প্ল্যান করতে হবে। যাতে গিয়ে একটু আরাম পাই। সিনিক বিউটি খুব গুরুত্বপূর্ণ। তাডোবায় যাব ভেবেছিলাম, খোঁজও নিয়েছি, ওখানে মর্নিং সাফারিটা বেশ ভালো। ওখানে যাওয়ার খুব ইচ্ছে, আমরা তিনজনই বাঘ দেখতে ভালোবাসি। সেটার একটা পরিকল্পনা রয়েছে। হয়ত সেপ্টেম্বর-অক্টোবরের দিকে যাব। আর তার আগে একটু কাছেপিঠে পাহাড় থেকে ঘুরে আসব।

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

করোনার পর প্রথম এত ব্যবসা! পুজোর ভিড়েই লাভ হল এদের ওদের অনেক ম্যাচ উইনার রয়েছে- কিউয়ি অধিনায়ক টম লাথামের বিশ্বাস ভারতকে হারানো কঠিন মন্ত্রী সুজিতের গাড়িতে থাপ্পড়, পুলিশকে ঘিরে বিক্ষোভ, আটক চিকিৎসককে ছাড়ল থানা বাবর নাকি বিরাট, সেরা কে? যুক্তি দিয়ে বিতর্ক শেষ করলেন রবিচন্দ্রন অশ্বিন দুগ্গা মা সাক্ষী, শ্রুতির সিঁথি সিঁদুরে রাঙালেন স্বর্ণেন্দু, নতুন বউ বলছেন… আগামিকাল কেমন কাটবে? জেনে নিন ১৬ অক্টোবর লক্ষ্মীপুজোর দিনের রাশিফল জানলা দিয়ে হাত গলিয়ে মহিলার গলার সোনার হার ছিনতাই! বেঙ্গালুরুর মন্দিরে আতঙ্ক আমি অবাক নই…., যশস্বীর প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক রোহিত শর্মা হাসপাতালে সিসিটিভিতে বরাদ্দ মাত্র ১ টাকা, কীভাবে সুরক্ষা দেন? সুপ্রিম প্রশ্ন আসল বনাম নকল! পুজো প্যান্ডেলে মডেল-হনুমান দেখে ছুটে এল জ্যান্ত হনুমান

Women World Cup 2024 News in Bangla

৪ দিন আগেই হারিয়েছেন বাবাকে! দেশের স্বার্থে তবু মাঠে পাক অধিনায়ক! চোখ ভিজল জলে… T20 WC 2024: পাকিস্তানকে হারিয়ে ভারতের স্বপ্নে জল ঢেলে শেষ চারে উঠল নিউজিল্যান্ড IND v AUS: মাঠে ভেঙে পড়লেন হরমন, মুখ ঢাকলেন স্মৃতি! কেমন ছিল ভারতের সাজঘরের ছবি কামিন্সের মতই ভারতীয় দর্শকদের চুপ করালেন ম্যাচের সেরা সোফি, জানালেন অভিজ্ঞতা থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ১০ ওভার বাকি থাকতে ১০ উইকেটে জয়, স্কটল্যান্ডকে ধ্বংস করে এক নম্বরে ইংল্যান্ড বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা হাড় হিম করা ছবি বিশ্বকাপে! মাঠে আছড়ে পড়ে যন্ত্রণায় ছটফট করলেন অজি তারকা-Video ২০ ওভারে মাত্র ২ ছয়! ম্যাচ শেষে শেফালি বললেন,‘মাঠ বড় ছিল’! ফোকাসে অজি ম্যাচ... রোহিতের মতোই ‘ইনটেন্ট’ দেখিয়েই লঙ্কাকে দুরমুশ হরমনদের, চোট নিয়ে দিলেন ভালো খবর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.