এই মুহূর্তে জি বাংলার সবচেয়ে পুরোনো মেগা জগদ্ধাত্রী। সাফল্যের সঙ্গে দেড় বছরেরও বেশি সময় পার করে ফেলেছে এই সিরিয়াল। প্রথম দিন থেকেই টিআরপি তালিকায় একদম উপরের দিকে থেকেছে অঙ্কিতা মল্লিক ও সৌম্যদীপ মুখোপাধ্যায় অভিনীত এই সিরিয়াল। আরও পড়ুন-‘বাঁদরের বাচ্চা…BJP-র পিছন ধরে মমতা শঙ্কর বিখ্যাত হননি, নখের যোগ্য হতে পারবি?’ মেজাজ হারালেন রূপা
হালে টিআরপি তালিকায় একটু নিম্নমুখী জ্যাস স্যানালের ম্যাজিক। চলতি সপ্তাহে তৃতীয়স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে জগদ্ধাত্রীকে। এই মেগাকে টপকে প্রথম ও দ্বিতীয় স্থানে ফুলকি এবং নিম ফুলের মধু। বেঙ্গল টপারের সঙ্গে ব্যাবধান খুব বেশি না-হলেও পরপর দু-সপ্তাহ সেরার মুকুট হাতছাড়া। তবে কি ধীরে ধীরে দর্শক আগ্রহ হারাচ্ছে জগদ্ধাত্রীর উপর থেকে?
টিআরপি নিয়ে বিশেষ চিন্তিত নন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। হিন্দুস্তান টাইমস বাংলাকে নায়িকা জানালেন, ‘আমাদের সিরিয়ালটা প্রায় দু-বছর হতে চলল। লম্বা সময় ধরে আমরা যে এত ভালোবাসা পেয়েছি সেটা নিয়ে আমরা যথেষ্ট খুশি, এর বাইরে বেশিকিছু বলার নেই। টিআরপি বাড়বে-কমবে। জীবনে সবসময় আমরাই বেঙ্গল টপার থাকব সেটা তো সম্ভব নয়।’
নতুনকে জায়গা ছেড়ে দিতে হয়, এই সত্যিটা ভালোভাবেই জানেন অঙ্কিতা। তবে এখনই লড়াই থামাচ্ছেন না। বললেন, তাঁদের সিরিয়ালে কোনও পরকীয়া-কূটকচালি নেই। আর এটাই তাঁদের সিরিয়ালের সবচেয়ে বড় ইউএসপি। নায়িকার কথায়, 'মানুষ এতদিন পরেও এত ভালোবাসা দেখাচ্ছে, এত সময় দিয়েছে… দর্শকরা একটা এপিসোডও মিস করতে পারে না এখনও। তবুও এর মধ্যে কিছু দর্শক চ্যানেলটা ঘুরিয়ে নতুন গল্পও দেখবে। একটু আগেরটা দেখবে, তবুও এমন অনেক দর্শক রয়েছেন যাঁরা শুধুমাত্র জগদ্বাত্রী দেখেন। আমাকে অনেকেই বলেছেন, এই সিরিয়ালটা সকলে মিলে বসে দেখা যায়। জগদ্ধাত্রী সিরিয়ালটা একসঙ্গে বসে দেখা যায়, এই সিরিয়ালে কোনও কূটকচালি নেই, কোনও পরকীয়ার গল্প নেই'।
ওদিকে জগদ্ধাত্রীর নতুন প্রোমোয় বিরাট ধামাকা। হোলির আবহে জগদ্ধাত্রীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা। সেই চমক নিয়ে অভিনেত্রী জানালেন, ‘সকলে তো দেখতেই পেয়েছো জগদ্ধাত্রীকে টার্গেট করে গুলি করা হচ্ছে, এখন গুলিটা লাগবে, কী লাগবে না! সেটার জন্য সিরিয়ালটা দেখতে হবে। তবে এইটুকু বলব, নতুন একটা কিছু ঘটতে চলেছে’। ফ্যানেদের ভালোবাসায় আরও অনেক দূর যাবে জগদ্ধাত্রী বিশ্বাসী অঙ্কিতা।