বাংলা নিউজ > বায়োস্কোপ > Roopa-Mamata: ‘বাঁদরের বাচ্চা…BJP-র পিছন ধরে মমতা শঙ্কর বিখ্যাত হননি, নখের যোগ্য হতে পারবি?’ মেজাজ হারালেন রূপা

Roopa-Mamata: ‘বাঁদরের বাচ্চা…BJP-র পিছন ধরে মমতা শঙ্কর বিখ্যাত হননি, নখের যোগ্য হতে পারবি?’ মেজাজ হারালেন রূপা

মমতার পাশে রূপা

Roopa-Mamata: 'শাড়ির আঁচল' নিয়ে মন্তব্য করে বিতর্কে মমতা শঙ্কর। মমদির পাশে দাঁড়িয়ে নিজের দলের সদস্যাকেই ধুয়ে দিলেন রূপা। ‘অসভ্য, অশিক্ষিত, অপদার্থ মহিলা' বলে রাখি মিত্রকে আক্রমণ, বললেন- 'আমাকে আমার পার্টি যা ইচ্ছে তাই করতে পারে। মাননীয়া মমতা শঙ্কর সম্পর্কে আমি কিছু শুনতে রাজি নই।’

মমতা শঙ্করের ‘শাড়ির-আঁচল’ মন্তব্য ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। আধুনিক নারীর পোশাক নিয়ে নিজের মতামত রাখতে গিয়ে বর্ষীয়ান অভিনেত্রী বেশকিছু বক্তব্য পেশ করেন। সেই নিয়েই দানা বাঁধে বিতর্ক। টলিপাড়ার কেউ কেউ মমদির পাশে দাঁড়িয়েছেন, অনেকে আবার বিপক্ষে মতামত রেখেছেন। এবার মমতা শঙ্করের সমর্থনে সুর চড়ালেন রূপা, শুধু তাই নয় দলের বিরাগভাজন হতেও আপত্তি নেই জোর গলায় জানালেন সেকথা। 

কী ঘটেছে? মমতা শঙ্করের বক্তব্য ঘিরে তাঁকে নিশানা করে বক্তব্য রাখেন বিজেপি নেত্রী রাখি মিত্র। তা সহ্য় করতে পারেননি রূপা। শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে তাঁকে কড়া ভাষায় পালটা আক্রমণ করেন বিজেপি নেত্রী রূপা। অশ্লীল শব্দও ব্যবহার করে বসেন দলীয় সহকর্মীর বিরুদ্ধে। 

রূপাকে বলতে শোনা গেল, ‘অসভ্য, অশিক্ষিত, অপদার্থ মহিলা যার নিজের জীবনে কিচ্ছু হয়নি। আগে মমতা শঙ্করের পায়ের তলায় নখের যোগ্য হয়। তারপর কথা বল, ইডিয়ট মহিলা একটা। তোর সাহস কী করে হয় মমতা শঙ্করকে নিয়ে কথা বলার? তোর পরিচিতি কী রাখি মিত্র? পারবি মমতা শঙ্কর হতে? তোর বিজেপির পিছন ধরে কিছু হয়নি। উনি নিজের ক্ষমতায় মমতা শঙ্কর হয়েছেন। নিজের ক্ষমতায় কোথাউ দাঁড়াবি সেদিন কথা বলবি রাখি মিত্র। অসভ্য, অপদার্থ।’

রূপা যোগ করেন, 'পিছনে চারটে পার্টির পতাকা লাগিয়ে কথা বলা, সাহস কী করে হয়? ফ্রি-তে সোশ্যাল মিডিয়ায়, নিজের ফেসবুক মনিটারাইজ করে টাকা রোজগারের পদ্ধতি। এটা হচ্ছে পশ্চিমবঙ্গে একমাত্র অর্থ রোজগারের পদ্ধতি। সারা জীবনে মমতা শঙ্কর যা করে দেখিয়েছে, সেটা আগে করে দেখা।'

রাখিকে তাঁর পালটা প্রশ্ন, 'তোমাদের মতো অপদার্থ, কুলাঙ্গারদের জন্য পশ্চিমবঙ্গের রাজনীতির এই দুর্দশা। এত আস্পর্ধা হয় কী ভাবে রাখি মিত্রের। মমতা শঙ্করকে নিয়ে এত বড় কথা বলার অধিকার কোথায় পেলে? এত বড় দুঃসাহস মমতা শঙ্কর সমন্ধে বাজে বাজে কথা বল! কী হবে তোমাদের মতো কুলাঙ্গারদের? পশ্চিমবঙ্গে কটা লোক জন্মেছে ওর মতো? বাঁদরের বাচ্চা কয়েকটা, রাজনীতির মোড়কে বাঁচা বদমাইশের বাচ্চা। মমতা শঙ্কর সম্পর্কে বাজে কথা বলার ক্ষমতা কার হবে এখানে? সহ্য করব না। তার জন্য আমাকে আমার পার্টি যা ইচ্ছে তাই করতে পারে। মাননীয়া মমতা শঙ্কর সম্পর্কে আমি কিছু শুনতে রাজি নই।’

মমতা শঙ্করের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রূপার। তিনি বলেন, 'মমতা শঙ্কর শান্তি, মার্জিত, ভদ্র একজন মহিলা। খুব সাবধানে কয়েকটা কথা বলেন। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কোন কোন ল্যাম্পপোস্টের সামনে কোন কোন মহিলা দাঁড়িয়ে থাকে, আমি সন্ধ্যেবেলা আমি রাস্তায় ঘুরে বেড়াই। যাদের খাওয়ার হয় না, তাঁদের নিজের হাতে খাওয়ার খাওয়াই। কোনওদিন ছবি পোস্ট করিনি। ২০-২৫ বছর ধরে এই কাজ করে যাচ্ছি।'

এইরকম কতগুলো বিজেপি, টিএমসি, কংগ্রেস-- কতগুলো অপদার্থ। সেগুলো কোনওদিন সমাজের কোনও কাজ করেনি। আমি এক কোটি টাকা খরচ করেছি, শুধু গরীব মানুষগুলোকে খাওয়ার খাইয়ে। 

গাল দিয়ে ভূত ভাগিয়ে দেব। আমি কাউকে কেয়ার করি না। রূপা গাঙ্গুলি বলছি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বলছি। আমার মমদির সম্মন্ধে তোমরা বাজে কথা বলবে? আমি কাউকে ছাড়ব না! কোথায় মাঠে নামতে হবে আমাকে বলো, মাঠে নেমে যাব, এত দুঃসাহস?' 

পাশপাশি তিনি এ-ও জানান মমতা শঙ্করের পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সম্পর্ক। মমতা শঙ্করকে নিয়ে বেন, 'এক জন শান্ত, ভদ্র মার্জিত মহিলা খুব সাবধানে কয়েকটা কথা যদি বলেন, তাঁকে নিয়ে সমালোচনা সহ্য করবেন না রূপা। 

আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মমতা শঙ্কর বলছেন, 'আমি শাড়ি পরব কিন্তু আঁচলটা জায়গা মতো থাকবে না, এটা ভাবনাটা বুঝতে পারি না। ক্ষমা করবেন, এটা বলছি বলে যাঁদের আমরা রাস্তার মেয়ে বলতাম, যাঁরা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকে এমন মেয়ে বলতাম, তাঁরা এইরকম ভাবে দাঁড়াত। কিংবা গ্রামে কাজ করতে গিয়ে আঁচল সরে গেল সেটা দোষের ছিল না। এঁরা মানুষকে অ্য়াট্রাক্ট করার জন্য দাঁড়িয়ে থাকেন, এটা তাঁদের পেশা, আমি তাঁদেরও শ্রদ্ধা করছি।' এই মন্তব্য ঘিরে যাবতীয় সমালোচনা ঝড়!

 

বায়োস্কোপ খবর

Latest News

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দেওয়ার ঘটনায় কী বললেন শ্রীময়ী সকালে উঠে খালি পেটে ঘি খেলে কী হয়? জানা থাকলে বহু সমস্যা থেকে মুক্তি পাবেন ২৫৭৫৩ জনের কারা যোগ্য তা বলা সম্ভব নয়, SC আবেদনের পর কবুল করলেন SSC চেয়ারম্যান প্রেমের অনুভূতি কাদের প্রেমের সম্পর্কে নতুনত্ব আনবে? কী বলছে আজকের প্রেম রাশিফল ছোট থেকে ডায়াবেটিক, মা হওয়ার পর ৩২ কেজি ওজন বাড়া! রোগা হতে কী করেন সোনম কবে প্রকাশিত হবে অসমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? ‘বোমা রাখা আছে’, ইমেল ঘিরে চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে, মেলে নি কিছুই ভোটের মাঝে DoPT'র তরফ থেকে বেতন কমিশন সংক্রান্ত চিঠি গেল অর্থ মন্ত্রকের কাছে ভোটগ্রহণের শেষ লগ্নে ফের রাজু বিস্তাকে ঘিরে বিক্ষোভ, তৃণমূল-বিজেপির হাতাহাতি বাজি থেকে ভয়াবহ আগুন বিয়েবাড়িতে, পুড়ে মৃত্যু শিশুসহ একই পরিবারের ৬ জনের

Latest IPL News

কিং খানের সামনেই গড়লেন ইতিহাস,তার পর কপি করলেন শাহরুখের পোজ,ইডেনের বাদশা শশাঙ্ক জনপ্রিয়তার শিখরে আইপিএল, প্রতি সপ্তাহেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ারশিপ IPL-এর ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বাধিক রান,SRH-RCB ম্যাচের পরেই থাকল KKR-PBKS ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.