আজ দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও পালিত হচ্ছে ইদ-উল-ফিতর। তবে বাংলাদেশে সাড়ম্বরে ইদ পালিত হলেও এবার সেদেশের নুসরাত (ফারিয়া) এর পরিবারে ইদের আনন্দ এক্কেবারেই ফিকে।
কিন্তু কেন?
কারণটা অবশ্য মোটেও সুখকর নয়। ইদ-২০২৪ পালনের পরিকল্পনা কী? একথা জানতেই Hindustan Times Bangla-র তরফে যোগাযোগ করা হয়েছিল নুসরাত ফারিয়ার সঙ্গে। তবে নুসরাত আমাদের জানান, ‘এবার কিছুই হচ্ছে না। মন ভালো নেই কারোরই। বাবার ব্রেন স্ট্রোক হয়েছে। হাসপাতালে ICU-তে রয়েছেন। গত ১৭ দিন ধরে উনি ভর্তি। তাই পরিবারের কারোরই মন ভালো নেই। কী হবে জানি না। তাই ইদের জন্য আমাদের পরিবারে কিছুই হচ্ছে না। হাসপাতাল আর বাড়ি, এভাবেই কাটছে।’
হিন্দুস্তান টাইমস বাংলার তরফেও নুসরাত ফারিয়ার বাবার দ্রুত আরোগ্য কামনা করা হয়।
জানা যাচ্ছে, রমজানের শুরুতেই বাংলাদেশের নুসরাত ফারিয়ার পরিবারে খারাপ খবরটা এসেছিল। গত ১২ মার্চ ইফতারের পরপরই ফারিয়া ফেসবুকে তাঁর অনুরাগীদের বাবার জন্য দোয়া করার কথা বলেছিলেন। লিখেছিলেন, ‘এই প্রথম আমাদের রমজান খুব কঠিন ছিল। আমার বাবার ব্রেন স্ট্রোক হয়েছে। উনি হাসপাতালের ICU-তে রয়েছেন। বাবার জন্য দোয়া করবেন।’ তারপর এখন জানা গেল ফারিয়ার বাবা, এখনও হাসপাতালেই রয়েছেন।
এদিকে বছরের শুরুতে গত ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়েছিলেন নুসরাত ফারিয়া নিজেও। গত ৮ ফেব্রুয়ারি হঠাৎ অচৈতন্য হয়ে ঢাকার বনানীর একটা বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেসময় ফারিয়ার মা জানিয়েছেন গ্যাসস্ট্রিক জনিত সমসযার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন নুসরাত। পরে অবশ্য তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।