রিয়া, রাইমা, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্রের পর এবার বলিউডে পাড়ি দিয়েছেন কলকাতার আরও এক অভিনেত্রী। আর ইনি হলেন তনুশ্রী চক্রবর্তী। আর তনুশ্রী এবার শ্য়ুটিং করছেন বলিউডের অন্যতম সুপারস্টার সানি দেওলের সঙ্গে। যাঁর সদ্য মুক্তি প্রাপ্ত গদর-২ ব্লকবাস্টার হয়েছে। তনুশ্রী-সানির এই ছবির নাম 'সুরিয়া'। সানি দেওলের সঙ্গে শ্যুটিং নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে কথা বললেন তনুশ্রী।
'সুরিয়া শ্যুটিং কি শেষ? নাকি এখনও বাকি আছে?
তনুশ্রী: না, না, শ্যুটিং এখনও বেশকিছুটা বাকি আছে। তবে প্রথমেই বলছি ছবি নিয়ে বেশিকিছুই বলতে পারব না। চুক্তি অনুযায়ী, এখনই কিচ্ছু বলা যাবে না। (হাসি)
সানি দেওলের সঙ্গে ছবির প্রস্তাব কীভাবে এসেছিল?
তনুশ্রী: আমার এক পরিচিত প্রযোজকের মাধ্যমে এই প্রস্তাব আসে। তারপর অডিশন পাঠানোর পর সিলেক্ট হই। পরে প্রোডাকশন, পরিচালকের সঙ্গে কথা বলার পর বিষয়টা চূড়ান্ত হয়ে যায়।
শ্যুটিং কোথায় হয়েছে?
তনুশ্রী: রাজস্থান। যোধপুর ও উদয়পুরে। মারাত্মক গরম ওখানে, তারমধ্যে আউটডোর শ্যুটিং। তবে কাজটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, তাই অসুবিধা হয়নি।
সানি দেওলের সঙ্গে শ্যুটিং, সুপারস্টারের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
তনুশ্রী: ভীষণ ভালো মানুষ উনি। খুব নমনীয়, ভদ্র, এক্কেবারে মাটির মানুষ। এতবড় সুপারস্টার, অথচ কোনও অহংবোধ দেখলাম না। ভীষণ হেল্পফুলও, তাই আমার কাজ করতে বিশেষ কোনও অসুবিধা হয়নি। ওঁকে দেখে সত্যিই শিখতে হয়।
আরও পড়ুন-লোকে বলে ট্যালেন্টেড নই, অভিনয় পারি না, তবে আমি জানি আমি পরিশ্রমী: রুক্মিণী
আরও পড়ুন-Exclusive Raj Chakraborty: রকি অউর রানি বাংলায় হলে চলত না, আমরা হিপোক্রিট: রাজ

তনুশ্রী চক্রবর্তী
কাজের বাইরে সানি দেওলের সঙ্গে কথা হত?
তনুশ্রী: হ্যাঁ, সে তো হতই। সবসময় তো আর শ্যুটিং করতাম না। বাকি সময় নানান কিছু নিয়ে কথা হত। কলকাতা ইন্ডাস্ট্রি সবকিছু নিয়েই উনি খোঁজ খবর নিতেন। আরও নানান কথা বলতেন। ভীষণ ভালো মানুষ।
কলকাতা ও মুম্বই, কাজের পার্থক্য কোথায়?
তনুশ্রী: কলকাতা তো আমার বাড়ি, এখানে আমি স্বচ্ছন্দ্যে কাজ করি। আর মুম্বইয়ের লোকজন ভীষণ পেশাদের। তবে হেল্পফুল। তাই কাজে কোনও সমস্যা হয়না।
আরও দেখুন- সানি দেওলের সঙ্গে শ্যুটিং, তনুশ্রী বললেন...
সানি দেওল আপনার নিয়ে যাওয়া রসগোল্লা খেয়েছেন শুনলাম…
তনুশ্রী: আসলে বাংলা থেকে কেউ গেলেই অনেকেই বলেন, কলকাতা থেকে এসেছেন, মিষ্টি কোথায়? আমাকেও প্রোডাকশনের লোকজন বলছিলেন। আমি রসগোল্লা নিয়েও গিয়েছিলাম, সকলেই খেয়েছেন। টিমের হাতেই সানি দেওলের জন্যও পাঠিয়েছিলাম। উনি মিষ্টি খাননা, তবে একটা রসগোল্লা খেয়েছেন শুনলাম।
কলকাতা ইন্ডাস্ট্রির অনেকেই তো আজকাল মুম্বই চলে যাচ্ছেন?
তনুশ্রী: নাহ, চলে কেউ যাচ্ছেন না। তবে অনেকেই কলকাতা, মুম্বই মিলিয়ে কাজ করতে চাইছেন। আমি যেমন মুম্বইতে কাজ করলাম, আবার এখানেও তো করছি, করবও।
গদর-২ দেখেছেন?
তনুশ্রী: নাহ এখনও দেখে উঠতে পারিনি, তবে দেখব অবশ্যই।
সুরিয়া ছাড়া মুম্বইতে আর কোনও কাজ করছেন?
তনুশ্রী: হ্যাঁ, OTT-তে। রোডসাইড অপেরা বলে একটি সিরিজে কাজ করলাম। শ্যুট প্রায় শেষ হয়ে গিয়েছে।
আর কলকাতাতে কী কাজ চলছে?
তনুশ্রী: ডিপফ্রিজ, অরণ্যের দিনরাত্রি-র শ্যুটিং শেষ করেছি। ফেস্টিভ্যালের জন্যও একটা ছবিতে কাজ করলাম। আরও তিনটি প্রোজেক্টের কথা চলছে, তবে ওগুলো এখনই কিছু বলতে পারব না।
সিনেমার কথা তো হল, শ্য়ুট ছাড়া অবসর কাটান কীভাবে?
তনুশ্রী: অনেক কাজ থাকে, অবসর আর পাই কোথায়! সময় পেলে আড্ডা, বিভিন্ন লোকজন, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ। শরীরচর্চা তো করতেই হয়, ওয়ার্কআউট, যোগা এসব করি, বই পড়ি, সিনেমা দেখি, ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে গসিপও করি (হাসি)
অভিনয় ছাড়া আর কোন কাজটা করতে ভালোলাগে?
তনুশ্রী: রান্না, ওটা করতে ভালোবাসি, আর পারি না যেটা সেটা হল ঝগড়া, ওটা আমার দ্বারা হয়না। (হাসি)
আগামী ভোটে দাঁড়াবেন?
তনুশ্রী: রাজনীতির কথা এখন থাক না। এখন রাজনীতি নিয়ে কিছু বলতে চাইছি না।
এদিকে সূত্রের খবর সানি দেওল, তনুশ্রী চক্রবর্তী ছাড়াও 'সুরিয়া'তে দেখা যাবে রবি কিষাণ, ভারতি ভাঘানিকে।