আজ অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের জন্মদিন। মধ্যরাত থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন তিনি। ঘিরে রয়েছেন ভালোবাসায়। এ দিকে সদ্য ‘মা’ হয়েছেন অভিনেত্রী। পরিবারে যোগ হয়েছে নতুন সদস্য। কিছু দিন আগেই একটি পোষ্য সারমেয় এনেছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। আদর করে তাঁর মেয়ের নাম রেখেছেন কোকো। শ্রীমার মেয়ে চারপেয়ে সন্তান জাতে হাসকি। দুটো চোখের মণির রং নীল। বয়স সবে দেড় মাস। মেয়েকে নিয়েই দিন কাটছে অভিনেত্রীর।
জন্মদিনের কী প্ল্যান শ্রীমার? সেই খোঁজই নিতেই হিন্দুস্তান টাইমস বাংলাকে ফোনের ওপার থেকে অভিনেত্রী জানিয়েছেন, ‘জন্মদিনের শুরুতেই মধ্যরাতে প্রচুর সারপ্রাইজ পেয়েছি। কাল রাতে তো একদমই কোনও প্ল্যান ছিল না। পুরোটাই সারপ্রাইজ দিয়েছে, প্ল্যান করেছে আমার খুব কাছের কিছু মানুষ। ঘরে সুন্দর করে সাজিয়ে কেক কাটিয়েছে, প্রচুর খাওয়াদাওয়া হয়েছে, অনেক গিফট পেয়েছি। খুব মজা করেছি’।
জন্মদিনের দিন সকাল সকাল মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। অভিনেত্রী জানিয়েছেন, ‘এখন পরিবারের সকলের সঙ্গে যাচ্ছি দক্ষিণেশ্বর পুজো দিতে। এরপর দুপুরে পরিবারের সকলের সঙ্গেই কোথাও একটা লাঞ্চ করব বাইরে’। আরও পড়ুন: রকুল-জ্যাকির বিয়েতে বরযাত্রী অক্ষয়-টাইগার, অন্য মেজাজে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ
প্রত্যেক বছর নিজের জন্মদিনের আনন্দটা কিছু অনাথ শিশুদের সঙ্গে ভাগ করে নেন শ্রীমা। তাঁদের সঙ্গে বসে কেক কাটেন। প্রচুর উপহার, পছন্দের খাবার নিয়ে যান সেই ছোট্ট ছোট্ট শিশুদের জন্য এ বছরও তাই করবেন। বিকেলটা তাঁদের সঙ্গে কাটিয়ে, সন্ধের বেলার প্ল্যানটা বাড়িতে। অভিনেত্রী বলেছেন, ‘সন্ধে বেলা বন্ধুরা আসবে সব। হই হুল্লোড় হবে’।
এই প্রথম জন্মদিন কোকোর সঙ্গে কাটাচ্ছেন শ্রীমা। ওকে নিয়ে কী প্ল্যান? অভিনেত্রী সাফ জানিয়েছেন, ‘কোকো অত্যাচার করে নিয়েছে। মজা করা হয়ে গিয়েছে ওর। এখন ও আপাতত বাড়িতে রয়েছে। বেশি লোকের মাঝখানে ছেড়ে দিলেই কোকো দ্য কিলার হয়ে যায় ও। বেশিরভাগ লোকজন ভয় পায়, ওই জন্য একটু চাপ হয়। ভালোই সময় কাটছে ওর সঙ্গে’।
উল্লেখ্য, চলতি বছর ১৪ ফেব্রুয়ারি পড়েছে সরস্বতী পুজো। আর এই দিনেই পালন হয় ভ্যালেন্টাইন্স ডে। এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। সেখানেই দেখা গিয়েছে, দেবী সরস্বতীর সামনে ছোট্ট মিষ্টি একটি মেয়েকে কোলে নিয়ে বসে বই দেখে সরস্বতী পুজোর মন্ত্র পড়ছেন অভিনেত্রী। এরপরই ‘ছোট্ট সরস্বতী’র হাতেখড়ি দিয়েছেন অভিনেত্রী। সেই ভিডিয়োই ঝড়েই গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শ্রীমা অবশ্য ফোনের ওপার থেকে জানিয়েছিলেন, ‘এই প্রথম কারও হাতেখড়ি দিলাম’।