বাংলা নিউজ > বায়োস্কোপ > EXCLUSIVE! Sreemoyee: ‘মানুষটা কুকুর হয়ে গেল…’, রিসেপশনে মিডিয়া-ড্রাইভার-বডিগার্ড বাদ লেখা নিয়ে বিতর্ক, জবাব শ্রীময়ীর

EXCLUSIVE! Sreemoyee: ‘মানুষটা কুকুর হয়ে গেল…’, রিসেপশনে মিডিয়া-ড্রাইভার-বডিগার্ড বাদ লেখা নিয়ে বিতর্ক, জবাব শ্রীময়ীর

কেন লেখা হল মিডিয়া, ড্রাইভার, বডিগার্ডকে ঢুকতে দেওয়া হবে না? মুখ খুললেন শ্রীময়ী চট্টোরাজ। 

বুধবার কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজের রিসেপশনে লেখা হয়েছিল, ‘মিডিয়া, বডিগার্ড ও ড্রাইভারদের প্রবেশ নিষেধ’। কেন হল এটা টাঙানো। মুখ খুললেন শ্রীময়ী হিন্দুস্তান টাইমস বাংলার কাছে। 

‘মিডিয়া, বডিগার্ড ও ড্রাইভারদের প্রবেশ নিষেধ’, কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের রিসেপশনে এমনই একটা বোর্ড দেখা গিয়েছিল বুধবারে। যা নিয়ে রাত থেকেই তোলপাড় মিডিয়া, নেট-দুনিয়া। কাঞ্চন মল্লিকের পরিচিতি কখনোই শুধু অভিনেতা হিসেবে নয়, তিনি বর্তমানে একজন জনপ্রতিনিধি। তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক। সেখানে তাঁকে বা তাঁদেরকে অনবরত সেবা দেয় যে ‘নিরাপত্তারক্ষী’ ও ‘গাড়ির চালকরা’, তাঁদের এভাবে বাদ রাখার সিদ্ধান্ত প্রশ্ন তুলেছে অনেকের মনে! এমনকী কেউ কেউ তো মিল পাচ্ছেন ইংরেজ আমলে রেস্তোরাঁ বা ক্লাবেপ বাইরের লিখে রাখা সেই কথার সঙ্গে, ‘INDIANS AND DOGS ARE NOT ALLOWED’। 

হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয় শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে। কেন এমন বোর্ড ছিল তাঁদের বিয়েবাড়িতে জানতে চাওয়া হয় সরাসরি। যাতে অভিনেত্রী স্পষ্ট করলেন, ‘আমরা সরাসরি এমন নির্দেশ দেইনি। আমাদের কোনও কার্ডেও এমনটা লেখা ছিল না। ওই বোর্ড হোটেলের তরফে টাঙানো হয়েছিল। আমরা শুধু বলেছিলাম, কোনও মিডিয়ার কাউকে যেন ঢুকতে দেওয়া না হয়। অথবা কারও গাড়ির চালক বা নিরাপত্তারক্ষীর পরিচয়ে কেউ এলেও যেন আটকানো হয়। কারণ এই ভুয়ো পরিচয়েই মানুষ ঢোকে। পরিচয়পত্র দেখে তো ওভাবে সবাইকে ঢুকতে দেওয়া সম্ভব নয়। যেই লেখাটা আছে ওটা হোটেল কতৃপক্ষই দিয়েছিলেন। তবে ওঁরাও কাউকে আঘাত করতে বা নীচু করতে চাননি।’

তবে ব্যাপারটাতে যেভাবে বারবার কুকুরের প্রসঙ্গ টেনে আনা হচ্ছে তা অদ্ভুত আর হাস্যকর বলেই মনে করেন শ্রীময়ী। বলেন, ‘মানুষটা কুকুর হয়ে গেল… কোনও জন্তু আর প্রাণী এক। এই তুলনা টানাটাই তো অর্থহীন। অযৌক্তিক। সকাল থেকে আমও দেখেছি কিছু মানুষ এমনটা লিখেছেন। এরকম কোনও উদ্দেশ্যই তো কারও ছিল না।’

শ্রীময়ী আরও স্পষ্ট করে দেন, ‘কাঞ্চন তো ড্রাইভারকে পাইলট বলে ডাকে। কাওকে ছোট করা হয়নি। সব ড্রাইভারদের ডেকে ডেকে খাওয়ানো হয়েছে। সব সেলেব্রিটিদের সঙ্গে তাঁদের নিরাপত্তারক্ষীরা এসেছে। কাঞ্চনের নিজের বডিগার্ডরাও তো এসেছে। কখনোই তো তাঁদের আটকানো হয়নি। আমাদের মনে হয়েছে, আমাদের জীবন বিক্রি হওয়ার থকে, সুরক্ষাটা বেশি প্রয়োজন। সব কিছু তো বিক্রি হয় না’।

শ্রীময়ীর কথায়, ‘আমাদের তো ব্যক্তিগত জীবন আছে। বিক্রি করছ অলরাইট। আমাদের বিয়ের ভেন্যু ছাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের তো নিজেদের নিরাপত্তার কথাও ভাবতে হবে। যে কেউ তো প্রেস বা ড্রাইভার বা নিরাপত্তারক্ষীর ভুয়ো পরিচয় দিয়ে ঢুকতে পারে। কিছু হলে তখন কোথায় অশান্তি করতাম। কীবাবে যাচাই করতাম। আমরা অভিনেতা, আমরা সেলেবেল হতে পারি। কিন্তু ওখানে তো আরও মানুষ ছিল।’

‘আমরা তো ফোটোগ্রাফার তথাগতদা , সায়ন্তনদা সবাইকে বলেছিলাম ছবি শেয়ার করে দেওয়ার কথা। আমি নিজে ভাত কাপড়, ঘরোয়া বউভাতের ছবি শেয়ার করেছি। আমাদের কাউকে ছোট করার ইচ্ছে থাকলে তো ছবিই দিতাম না। আমি দেখেছি অনেকেই খবর করেছে, বয়কট করা হচ্ছে! তোমরা বয়কট করলেও আমদের কিছু করার নেই। আমাদের তরফে হোটেলকে জানানো হয়েছিল। তাঁরা একটা টাঙিয়ে দিয়েছে।’, নিজের বক্তব্য আরও যোগ করেন কাঞ্চন-পত্নী। 

তিনি আরও জানান, নিরাপত্তার কথায় মাথায় রেখে রীতিমতো তালিকা করা হয়েছিল অতিথিদের নামের। আর সেই তালিকা মিলিয়ে ঢুকতে দেওয়া হয়েছে সকলকে। আর যেই অতিথিরা নিমন্ত্রণ পেয়েছেন, কিন্তু তালিকায় নাম ছিল না, তাঁদের ঢুকতেও দেওয়া হয়েছে ওয়াকিটকিতে যোগাযোগ করে। 

কথা শেষে, সবার কাছে নিঃস্বার্থ ক্ষমা চেয়ে নেন শ্রীময়ী। বারবার জানান, কোনও দুরভিসন্ধি ছিল না এর পিছনে। তাঁদের কোনও কার্ডে এটা ছিল না। হোটেলকে জানানো হয়েছিল, হোটেল থেকেও লিখে দেওয়া হয়েছে। তবে তা কখনোই কাউকে আঘাত করতে নয়। তবুও খারাপ লাগলে, সবার কাছে ক্ষমাপ্রার্থী তিনি। 

বায়োস্কোপ খবর

Latest News

রোহিতদের পরিবার থেকে ছুটি নিয়ে এবার হয়তো নিজের পরিবারের ওপর নজর দেবেন দ্রাবিড় আগ্নেয়গিরি থেকে নামল ঠান্ডা লাভার স্রোত, হড়পা বানে ভাসল ইন্দোনেশিয়া, মৃত্যু ৫০ বল চুরি করে পালাতে গিয়েই কলকাতা পুলিশের হাতে ধরা পড়লেন KKR ভক্ত! কী হল তারপর? আয়লার বর্ষপূর্তিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল? সাইক্লোনের গতিপথ নিয়ে জানা গেল… রাগলেই ‘তাণ্ডব’ কৌশাম্বির! ‘ও ফোন করে, কাকিমা সাবধান’, বলেছিলেন আদৃতের শাশুড়ি ‘হবি’ নাকি ‘হোবি’?অযোগ্যর গান মুক্তি পেতেই শুরু বিতর্ক, সাফাই দিয়ে কৌশিক বললেন… টাকায় পকেট ফুলেফেঁপে উঠবে! শনি ও শুক্রের কৃপায় দুই শুভ যোগে বিপুল লাভ ৩ রাশির ‘‌ইয়ে ডর হামে আচ্ছা লাগা’‌, এক্স হ্যান্ডেলে তৃণমূলকে শুভেন্দু ব্লক করতেই খোঁচা T20 WC 2024-র জন্য দল ঘোষণা করল বাংলাদেশ: সহ-অধিনায়কের দায়িত্বে চোট পাওয়া তাসকিন রাজভবনে শ্লীলতাহানি,তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল কলকাতার CP-র কাছে

Latest IPL News

বল চুরি করে পালাতে গিয়েই কলকাতা পুলিশের হাতে ধরা পড়লেন KKR ভক্ত! কী হল তারপর? হার্দিকের অভাব নাকি অন্য কিছু, কী জন্য IPL 2024-এ ব্যর্থ GT? কারণ জানালেন শামি জল্পনার অবসান…রোহিতের নাইট রাইডার্সে আসার গুঞ্জন ওড়ালেন ভেঙ্কি মাইসোর,ভিডিয়ো ভাগ্যের ফের! IPL ইতিহাসে একটি বল না খেলেই বাতিল ম্যাচের সিংহভাগে ‘খেলেছে’ KKR IPL-খারাপ সময়ও হাল ছাড়েনি সমর্থকরা, শেষ হোম ম্যাচের পর দর্শকদের ধন্যবাদ গিলদের গোয়েঙ্কার সঙ্গে বিবাদের পর অধিনায়কত্ব ছাড়ছেন কেএল রাহুল? কী জানাল LSG ‘ও ৫০ বছর পর্যন্ত খেলতে পারে’, রোহিতের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন ক্রিকেটারের নাইট রাইডার্সের সঙ্গে টাইটান্সদের ম্যাচ ভেস্তে যেতে কার হল পৌষমাস, কার সর্বনাশ IPL- অধিনায়ক হিসেবে বিরাটকে ফিরিয়ে আনা উচিত আরসিবির, বড় বার্তা প্রাক্তন তারকার দিল্লি ম্যাচের পর স্ট্র্যাটেজি নিয়ে অদ্ভুত যুক্তি সিরাজের, শুনে গালাগাল কোহলির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.