বাংলা নিউজ > বায়োস্কোপ > Ditipriya Roy on death of Dalit boy: ‘খুব দুর্ভাগ্যবান যে এইদিন দেখতে হচ্ছে’, দলিত ছাত্রের মৃত্যু নিয়ে সরব দিতিপ্রিয়া

Ditipriya Roy on death of Dalit boy: ‘খুব দুর্ভাগ্যবান যে এইদিন দেখতে হচ্ছে’, দলিত ছাত্রের মৃত্যু নিয়ে সরব দিতিপ্রিয়া

দিতিপ্রিয়া রায় 

Ditipriya Roy on death of Dalit boy: ‘উঁচু জাতির শিক্ষকদের জলের কলসি ছুঁয়ে ফেলায় ৯ বছরের ছাত্রকে বেধড়ক মারধর করা হয়। ঘটনা রাজস্থানের জলোর জেলার সুরানা গ্রামের। হাড়হিম করা এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন দিতিপ্রিয়া রায়। 

আজ, সোমবার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। দেশজুড়ে মহাধুমধামে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। কিন্তু মনেপ্রাণে আমরা কতটা স্বাধীন? ব্রিটিশ শৃঙ্খলামুক্ত ভারত ৭৬ বছরে পা দিয়ে কি সেকেলে ধ্যানধ্যারণা ভুলতে পেরেছে? প্রাপ্তির ভাঁড়ার সত্যি কি টইটম্বুর? এই প্রশ্ন তাড়া করে বেড়ায় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। 

দিতিপ্রিয়ার কাছে স্বাধীনতার অর্থ কী? হিন্দুস্তান টাইমস বাংলাকে জানালেন, ‘সবদিক থেকে স্বাধীনচেতা ভাবনা যখন আমাদের মনে থাকবে, মানসিকভাবে যখন আমাদের মধ্যে কোনও ভেদাভেদ থাকবে না, উন্মুক্তচিন্তার অধিকারী হতে পারবে ভারতবাসী…. বৈষ্যমের বেড়াজাল নিপাত যাবে, সেটাই তো প্রকৃত স্বাধীনতা’। 

এই বছর স্বাধীনতা দিবসের শুরুটা হয়েছে এক শিশুর মৃত্যুর খবরে। রাজস্থানে ৯ বছর বয়সী দলিত ছাত্রের মৃত্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। অভিযোগ, উচ্চবর্ণের শিক্ষকদের জন্য রাখা জলের পাত্র ছুঁয়ে ফেলায় ওই ছাত্রের কপালে জোটে বেধড়ক মার। শিক্ষকের মার সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ইন্দ্র কুমার নামের সেই দলিত ছাত্র। এই নক্কারজনক ঘটনা নিয়েও প্রতিবাদী দিতিপ্রিয়া। 

স্বাধীনতার এত বছর পার করে এসেও যখন এইসব খবর শুনি সেগুলো আমাকে ভাবায়। ভাবতে বাধ্য হই, সমাজটা কোন দিকে যাচ্ছে? অস্পৃশ্যতা নিয়ে অনেক আগে থেকেই মানুষ কথা বলছে, বৈষম্য নিয়ে অনেকদিন আগে থেকে কথা হচ্ছে। বলতে বাধ্য হচ্ছি, আমরা খুব দুর্ভাগ্যবান যে এইদিন দেখতে হচ্ছে। সত্যি বলতে আজও মানুষের মনে এই সব ভাবনা কী করে গেঁথে রয়েছে জানি না'।

পাশাপাশি ফেলে আসা দিনের স্মৃতিচারণাতেও ডুব দিলেন অভিনেত্রী। পাঠভবন স্কুলের এই কৃতী ছাত্রী জানালেন, ‘আগে স্কুলের তরফে রেড রোডে পারফর্ম করতাম। খুব আনন্দ হত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শামিল হয়ে, খুব মনে পড়ে সেইদিনের কথা। এখন বাড়ি বসে টিভিতেই দেখছি অনুষ্ঠান’। 

প্রসঙ্গত, গত শনিবার মৃত্যু হয় ওই দলিত ছাত্রের। এরপর থেকেই রাজস্থানের রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে এই ঘটনা। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। ধৃত শিক্ষকের নাম শৈল সিং। তার বিরুদ্ধে তফশিলি আইনের আওয়ায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি হত্যার মামলাও দায়ের করেছে পুলিশ। এই ঘটনার পৃথক তদন্ত চালাচ্ছে রাজ্যের শিক্ষা দফতর। এই ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বলে টুইট করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃত ছাত্রের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

বন্ধ করুন