নাতনি নভ্যা নভেলি নন্দার শোতে মাঝে মধ্যেই অতিথি হয়ে আসেন জয়া বচ্চন। সঙ্গে থাকেন তাঁর মেয়ে শ্বেতা বচ্চন। আর সম্প্রতি এই শোয়ের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেল আবারও অতিথি হিসেবে নভ্যা নভেলির সঙ্গে থাকবে জয়া এবং শ্বেতা। সেখানে তাঁরা বাবা মা এবং সন্তানদের সম্পর্ক নিয়ে কথা বলবেন।
অমিতাভকে নিয়ে কী বললেন জয়া?
জয়ার বেস্ট ফ্রেন্ড কে? এই প্রশ্ন করা হলে অভিনেত্রী হোয়াট দ্য হেল নভ্যা শোতে জানান, 'আমার সব থেকে ভালো বন্ধু আমার বাড়িতেই থাকে।' এতে তাঁর নাতনি মুগ্ধ হয়ে যান। এরপরই বলিউডের রাগী আন্টি তাঁর এবং অমিতাভের সম্পর্কের বিষয়ে কথা বলেন।
আরও পড়ুন: 'রাম' অরুণ গোভিল এবার দশরথ! সঙ্গী 'কৈকেয়ী' লারা দত্ত, প্রকাশ্যে নীতীশ তিওয়ারির রামায়ণের সেটের ছবি
জয়া বলেন, 'আমার স্বামীই আমার বেস্ট ফ্রেন্ড।' এরপর নভ্যা নভেলি জানান জয়ার বন্ধুরা বাড়িতে এসে তাঁর সঙ্গে যেভাবে কথা বলে সেভাবে বাড়ির আর কেউ বলে না। যা দেখে তাঁরা সকলে অবাক হয়ে যেতেন।
আরও পড়ুন: সাইকেলে একসঙ্গে জুন আন্টি - অনিন্দ্য দা, নতুন মেগার ঘোষণা করে উষসী লিখলেন, 'সগৌরবে...'
নভ্যা নভেলির শোতে দাদু অমিতাভ বা মামা মামী অভিষেক এবং ঐশ্বর্য আসবেন?
এই প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'সিজন ৩ এ আমি চাই আমার শোতে বিভিন্ন অতিথিরা আসুন। আমার পরিবারের বাইরের লোকজনদের ডাকতে চাই। কারণ প্রথম দুটো সিজনে খালি আমরা তিনজনই (নভ্যা নভেলি নন্দা , শ্বেতা বচ্চন, জয়া বচ্চন) থেকেছি। আমি এবার একজন সায়েন্টিস্ট, একজন অ্যাথলিট, বা অন্যান্য ফিল্ডের মানুষদের ডাকতে চাই। তাঁদের ভাবনা, তাঁদের কথা শোটাকে আরও ভালো করবে।' তিনি এদিন আরও বলেন, 'আমি এটাকে আমার পরিবারের বাইরে নিয়ে যেতে চাই। আরও দারুণ দারুণ জিনিস দেখতে চাই। কথা বলতে চাই। বিভিন্ন ফিল্ডের মানুষের গল্প শুনতে চাই। জানতে চাই তাঁদের জীবনে কী ঘটছে।'