নতুন যুগের শুরু। Don-3 নিয়ে বড় ঘোষণা করলেন পরিচালক, প্রযোজক ফারহান আখতার। 'ডন'-এর হাত ধরে নতুন যুগের সূচনা হতে চলেছে বলে জানাচ্ছেন ফারহান। শোনা যাচ্ছিল, ডন-থ্রি করতে আর রাজি নন ‘কিং খান’ শাহরুখ। গুঞ্জন ছিল শাহরুখের চটিতে এবার পা গলাবেন রণবীর সিং। এবার সেই জল্পনাতেই একপ্রকার সিলমোহর বসালেন ফারহান। যদিও ফারহান এখনও অফিসিয়ালি রণবীরের নাম ঘোষণা করেননি।
মঙ্গলবার ‘ডন-থ্রি’ নিয়ে একটি টিজার ভিডিয়ো পোস্ট করেছেন ফারহান আখতার। তাতে তিনি স্পষ্ট জানিয়েছেন, ডন-থ্রির হাত ধরে এবার নতুন যুগের সূচনা হতে চলেছে। আর বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে এই নতুন যুগের সূচনা রণবীরের হাত ধরেই হচ্ছে। আর এই খবর ছড়াতে সময় লাগে নি। যদিও এমন খবরে এতে বেশ বিরক্ত শাহরুখ অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় সেই ক্ষোভের ছাপ স্পষ্ট। অনেকেই Don-3-র টিজার ভিডিয়োর নিচে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'নো শাহরুখ, নো ডন', টুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে #NoSrkNoDon।
আরও পড়ুন-রাতে ফেরার সময় পুলিশি হেনস্থা! বার সিঙ্গার ও ডান্সারদের জন্য আসছে বিশেষ পরিচয়পত্র
ইনস্টাগ্রামেটিজার ভিডিয়োর নিচে স্পষ্ট ধরা পড়েছে শাহরুখ ভক্তদের হতাশা। সাফ জানিয়ছেন তাঁরা শাহরুখ ছাড়া ডন দেখতে রাজি নন। কেউ আবার খানিকটা হুমকির সুরে লিখেছেন, 'শাহরুখ না থাকলে আমি বলিউড জ্বালিয়ে দেব।' ফারহানেপ টিজার ভিডিয়োর নিচে কমেন্ট করেছেন কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি। লিখেছেন, ‘এটারই অপেক্ষা ছিল’। মুনাওয়ার ফারুকির সেই কমেন্টের নিচেও অনেকে হতাশা প্রকাশ করে লিখেছেন, 'মুনাওয়ার ফারুকি ভাই এই ডন-এ শাহরুখ নেই'।
এদিকে সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্টে ফারহান আখতার লিখেছেন, ১৯৭৮ চিত্রনাট্যকার সেলিম জাভেদের হাত ধরে কাল্পনিক 'ডন' চরিত্রটি তৈরি হয়েছিল। যে চরিত্রে একসময় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। পরে ২০০৬-এর শাহরুখের হাত ধরে নতুন 'ডন' তৈরি হয়। লেখক, পরিচালক হিসাবে আমি শাহরুখকে নিয়ে দুটো ডন বানিয়েছি। দুটোর অভিজ্ঞতাই ভীষণ ভালো, আমার হৃদয়ের অত্যন্ত কাছের। এবার সেই 'ডন'-এর সেই উত্তরাধিকার নতুন প্রতিভাবান অভিনেতার হাতে যাচ্ছে, আশা রাখি অমিতাভ বচ্চন, শাহরুথ খান যেমন ভালোবাসা পেয়েছেন, এবারও তেমনই ভালোবাসা মিলবে। ২০২৫-এর ডন-এর নতুন নতুন যুগের সূচনা হচ্ছে, দেখতে থাকুন…।
তবে ফারহানের এই ভালোবাসা পাওয়ার আশা করে নতুন পোস্টে চিঁড়ে ভেজেনি। শাহরুখ ভক্তদের সেই একটাই কথা, নো এসআরকে নো ডন।