বড় পর্দার পর এবার ওয়েব মাধ্যম। একসঙ্গে তিন তিনটি ছবি জাতীয় OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। এবং তিনটি ছবিই হল উইন্ডোজ প্রোডাকশন হাউজের। আগামীতে ফাটাফাটি , লক্ষ্মী ছেলে এবং হামি ২ ছবিগুলো OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এর মধ্যে ফাটাফাটি ছবিটি এই বছর মুক্তি পেলেও বাকি দুটো ছবি গত বছরের। প্রসঙ্গত বক্স অফিসে তিনটি ছবিই বেশ ভালো ব্যবসা করেছিল।
অরিত্র মুখোপাধ্যায়ের ফাটাফাটি তো রিলিজ হওয়ার পর থেকেই চর্চায় ছিল। অন্যদিকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের লক্ষ্মী ছেলে গত বছর মুক্তি পাওয়ার পর সকলেরই ঘুম উড়িয়েছিল। বাংলায় এমন ছবি! হামি ২ তো নিখাদ মজার সিনেমা ছিল। ফলে তিন স্বাদের এই তিনটি ছবি এবার আসতে চলেছে আপনার বাড়ির ড্রইং রুমে।
আগামী মাসে, বলা ভালো আগামী মাসের ৪ তারিখ থেকে সোনি লিভ চ্যানেলে মুক্তি পাচ্ছে ফাটাফাটি। এবার থেকে ওই চ্যানেলেই দেখা যাবে এই ছবিটি। এটি অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালিত তৃতীয় ছবি। এর আগে তিনি বাবা বেবি ও, ব্রহ্মা জানেন গোপন কম্মোটি ছবি দুটো তৈরি করেছিলেন। তিনটি ছবি তিনটি সোশ্যাল মেসেজ দিয়েছিল। এর মধ্যে ফাটাফাটি ছবিতে উঠে এসেছে একজন প্লাস সাইজ মডেলের গল্প, তাঁর স্বপ্ন এবং লড়াইয়ের কথা। এর গল্প আবর্তিত হয়েছে ফুল্লরাকে ঘিরে। নাম ভূমিকায় ছিলেন ঋতাভরী চক্রবর্তী। তার সঙ্গে এখানে আবির চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল।
অন্যদিকে লক্ষ্মী ছেলে গল্পে মূলত কুসংস্কার এবং বিজ্ঞানের লড়াইয়ের গল্প তুলে ধরতে চাওয়া হয়েছিল। এই ছবি মুক্তির পর চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন কৌশিক পুত্র উজান। তাঁর অভিনয় এই ছবিতে বিশেষ ভাবে নজর কেড়েছিল। এর পাশাপাশি হামি ২ নিখাদ মজা আর ছোটদের জন্য বানানো একটি ছবি।
এক সঙ্গে তিনটি ছবি জাতীয় OTT প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার আগে দারুণ খুশি পরিচালক তথা প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'কোনও জাতীয় প্ল্যাটফর্মে এই প্রথমবার কোনও বাংলা ছবির প্রিমিয়ার হবে। ভালো তো লাগছেই। সঙ্গে গর্ববোধ হচ্ছে।'
এই বিষয়ে বলে রাখা ভালো সদ্যই এই প্রযোজনা সংস্থার তরফে পথিকৃৎ বসুর নতুন ছবি দাবাড়ুর শুটিং শুরু হল। সেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত, বিশ্বনাথ বসু, দীপঙ্কর দে, চিরঞ্জিত চক্রবর্তী, কৌশিক সেন, শঙ্কর চক্রবর্তী, প্রমুখ থাকবেন।
এবারের পুজোয় উইন্ডোজের প্রযোজনা এবং শিবপ্রসাদ নন্দিতার পরিচালনায় আসছে রক্তবীজ। এখানে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, প্রমুখকে। এই ছবিটি খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের উপর ভিত্তি করে বানানো হয়েছে।