সম্মানজনক ও তুমুল জনপ্রিয় পুরস্কারের মঞ্চ ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’। শুক্রবার রাতে বাইপাস লাগোয়া এক সাততারা হোটেলে বসেছিল ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর আসর। অন্যতম ঐতিহ্যশালী পুরস্কার হিসাবে গণ্য করা হয় ফিল্মফেয়ারকে। হালে বাংলার জন্য পৃথকভাবে এই পুরস্কার আয়োজন করা হয়। সেখানেই ঘোষিত হয় বিজয়ীদের নাম।
এ বছর সেরা অভিনেতা হিসেবে 'শেষপাতা' ছবির জন্য় ব্ল্যাক লেডি হাতে উঠেছে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের। ‘অর্ধাঙ্গিনী’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। ‘শিবপুর’ ছবির জন্য সেরা অভিনেত্রী (সমালোচক) স্বস্তিকা মুখোপাধ্যায়। আর ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয়ের জন্য সেরা সহ অভিনেত্রী হয়েছেন জয়া আহসান। এ দিন পুরস্কার হাতে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং জয়া আহসান। তারকা খচিত এই ফ্রেম দেখে মুগ্ধ নেটিজেনরা।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের লাল গালিচা মানেই ফ্যাশন আর স্টাইলের মামলায় একে অপরকে টেক্কা দেন সেলেবরা। শুক্রবার আইটিসি রয়্যাল বেঙ্গলে বসেছিল ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর আসর। কেউ সাবেকি সাজে নজর কাড়লে, আবার কেউ ওয়েস্টার্ন সাজে। আরও পড়ুন: বাংলাদেশের ফারিণের কাছে হার সৌমিতৃষার,জোড়া সম্মান অনুপমের;সেরা অভিনেতা প্রসেনজিৎ
এ দিন ধূসর-সাদা, ফিকে লাল পাড়ের হ্যান্ডলুম শাড়ির সঙ্গে সাদার মধ্যে সুতোর কাজের নক্সা করা ব্লাউজ পরেছিলেন স্বস্তিকা। কালো শাড়ির সঙ্গে লাল স্ট্রইপ প্রিন্টের ব্লাউজ পরে দেখা মিলেছে চূর্ণীর। অফ হোয়াইট রঙের সাদা ঢাকাই জামদানির সঙ্গে ম্যাচিং ব্লাউজ, গলায় ভারী নেকপিস পরেছেন জয়া আহসান। ‘শাড়িতেই সুন্দর বঙ্গ নারী’র বার্তা দিলেন ফিল্ম ফেয়ারের মঞ্চে। আর বরাবরের মতোই হ্যান্ডসম লুকে ধরা দিয়েছেন সকলের প্রিয় বুম্বাদা। কালো-সাদা প্রিন্টের শেরওয়ানি পাঞ্জাবির সঙ্গে কালো প্যান্ট পরেছেন অভিনেতা। তিন সুন্দরীর সঙ্গে ব্ল্যাক লেডি হাতে পোজ দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়।
এক নজরে ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর বিজয়ী তালিকায় আর কারা, দেখে নিন-
সেরা অভিনেতা (সমালোচক) : মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)
সেরা সহ অভিনেতা : অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী)
সেরা পরিচালক : অতনু ঘোষ (শেষ পাতা)
সেরা ছবি : অর্ধাঙ্গিনী (কৌশিক গঙ্গোপাধ্যায়)
সেরা ছবি (সমালোচক) : মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী)
সেরা নবাগত পরিচালক : সুমন্ত্র রায় (ঘাসজমি)
সেরা নবাগত অভিনেতা : সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)
সেরা নবাগতা অভিনেত্রী : তাসনিয়া ফারিণ (আরও এক পৃথিবী)
জীবনকৃতি সম্মান: প্রভাত রায়
সেরা সংলাপ: অতনু ঘোষ, (শেষ পাতা)
সেরা অরিজিন্যাল স্ক্রিপ্ট: ইন্দ্রনীল রায়চৌধুরী, সৌগত সিনহা (মায়ার জঞ্জাল)
সেরা মৌলিক গল্প: অতনু রায়, (শেষপাতা)
সেরা সিনেমাটোগ্রাফি: ইন্দ্রনীল মুখোপাধ্যায়, (মায়ার জঞ্জাল)
সেরা সাউন্ড ডিজাইন: শুভদীপ সেনগুপ্ত (মায়ার জঞ্জাল)
সেরা প্রোডাকশন ডিজাইন: তন্ময় চক্রবর্তী ( কাবুলিওয়ালা)
সেরা পোশকসজ্জা: ঋতুরূপা ভট্টাচার্য ( মায়ার জঞ্জাল)
সেরা সম্পাদক: সুমিত ঘোষ ( মায়ার জঞ্জাল)