শুক্রবার রাতে বাইপাস লাগোয়া এই সাততারা হোটেলে বসেছিল ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর আসর। তারকা ঝলমলে এই রাতে কারুর মুখে হাসি তো কারুর হাত খালি! বলিউডের অন্যতম ঐতিহ্যশালী পুরস্কার হিসাবে গণ্য করা হয় ফিল্মফেয়ারকে। অনেকের মতে, 'ভারতের অস্কার’ এটি। হালে বাংলার জন্য পৃথকভাবে এই পুরস্কারে আয়োজিত হয়।
ব্ল্যাক লেডি হাতে পেতে কার না ভালো লাগে? এই বার ফিল্মফেয়ারের অ্যাওয়ার্ড তালিকা বেশ অবাক করা! ফিল্মফেয়ার বাংলা ২০২৪-র আসরে ১৫ টা নমিনেশন পেয়েও হতাশাই ঝুলিতে এল সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’-এর। পাত্তা পেল না দেবের ‘প্রধান’ও। অন্যদিকে রাতের সবচেয়ে দামি পুরস্কারগুলো ছিনিয়ে নিল অতনু ঘোষের ‘শেষপাতা’, ইন্দ্রনীল রাচৌধুরীর ‘মায়ার জঞ্জাল’ এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’।
সেরা অভিনেতা, সেরা পরিচালক-সহ মোট আটটি বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছে ‘শেষপাতা’। সেরা ছবি, সেরা অভিনেত্রী-সহ মোট ৬টি পুরস্কার গিয়িছে ‘অর্ধাঙ্গিনী’র ঝুলিতে। অন্যদিকে মায়ার জঞ্জাল সকলকে চমকে দিয়ে পেয়েছে ৭টি ব্ল্যাক লেডি। সে জায়গায় একমাত্র অনুপম রায় বাদে দশম অবতার থেকে একটাও পুরস্কার আসেনি। প্রধানের ঝুলি শূন্য!
এইবার ফিল্মফেয়ারে বাংলাদেশের কলাকুশলীদের জয়জয়কার। নমিনেশনে থাকা তিনজনেই (জয়া আহসান, তাসনিয়া ফারিণ,সোহেল মণ্ডল) ব্ল্যাকলেডি ঘরে নিয়ে গেলেন। প্রথমবার ফিল্মফেয়ারে মনোনীত হয়েও হাতখালি ‘মিঠাইরানি’ সৌমিতৃষার। ফারিণের কাছে পরাজিত তিনি। সেরা গায়কের দৌড়ে এগিয়ে থাকলেন অরিজিৎ সিং। গায়িকা হিসাবে জোড়া সম্মান ইমন চক্রবর্তী ও অবর্ণা রায়।
এক নজরে ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর বিজয়ী তালিকা-
সেরা অভিনেতা : প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শেষপাতা)
সেরা অভিনেতা (সমালোচক) : মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)
সেরা অভিনেত্রী : চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)
সেরা অভিনেত্রী (সমালোচক) : স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)
সেরা সহ অভিনেত্রী : জয়া আহসান (অর্ধাঙ্গিনী)
সেরা সহ অভিনেতা : অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী)
সেরা পরিচালক : অতনু ঘোষ (শেষ পাতা)
সেরা ছবি : অর্ধাঙ্গিনী (কৌশিক গঙ্গোপাধ্যায়)
সেরা ছবি (সমালোচক) : মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী) ও নীহারিকা (ইন্দ্রাশিস আচার্য)
সেরা নবাগত পরিচালক : সুমন্ত্র রায় (ঘাসজমি)
সেরা নবাগত অভিনেতা : সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)
সেরা নবাগতা অভিনেত্রী : তাসনিয়া ফারিণ (আরও এক পৃথিবী)
জীবনকৃতি সম্মান: প্রভাত রায়
সেরা সংলাপ: অতনু ঘোষ, (শেষ পাতা)
সেরা অরিজিন্যাল স্ক্রিপ্ট: ইন্দ্রনীল রায়চৌধুরী, সৌগত সিনহা (মায়ার জঞ্জাল)
সেরা মৌলিক গল্প: অতনু রায়, (শেষপাতা)
সেরা সিনেমাটোগ্রাফি: ইন্দ্রনীল মুখোপাধ্যায়, (মায়ার জঞ্জাল)
সেরা সাউন্ড ডিজািন: শুভদীপ সেনগুপ্ত (মায়ার জঞ্জাল)
সেরা প্রোডাকশন ডিজাইন: তন্ময় চক্রবর্তী ( কাবুলিওয়ালা)
সেরা পোশকসজ্জা: ঋতুরূপা ভট্টাচার্য ( মায়ার জঞ্জাল)
সেরা সম্পাদক: সুমিত ঘোষ ( মায়ার জঞ্জাল)
মিউজিক বিভাগের পুরস্কার:-
সের গায়িকা- ইমন চক্রবর্তী (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী) ও অবর্ণা রায় (মলয় বাতাসে, নীহারিকা)
সেরা গায়ক- অরিজিৎ সিং (ভাবো যদি, কাবুলিওয়ালা)
সেরা গীতিকার- অনুপম রায় (আলাদা আলাদা,অর্ধাঙ্গিনী)
সেরা মিউজিক অ্যালবাম- অনুপম রায় (দশম অবতার)
সেরা ব্র্যাকগ্রাউন্ড স্কোর- দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা)