স্বাধীনতা দিবসেই সামনে এল নক্কারজনক ঘটনা। পুনের এক ক্লাবে গান গাইতে গাইতে ভারতের জাতীয় পতাকা ছুড়ে ফেললেন ইউক্রেনের জনপ্রিয় গায়িকা! নাম উমা শান্তি। পুনের একটি নাইট ক্লাবে রবিবার রাতে পারফর্ম করছিলেন তিনি। সেইসময়ই এই কাণ্ড ঘটান বিতর্কিত গায়িকা। ভারতের স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষ্য়েও ওই কনসার্টের আয়োজন করা হয়েছিল, আর সেখানেই এমন নিন্দনীয় ঘটনা ঘটল।
ঘটনার জেরে কেরেগাও পার্ক পুলিশ থানায় এফআইআর দায়ের হয়েছে উমা শান্তির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় কৃত কর্মের ভিডিয়ো হু হু করে ভাইরাল হচ্ছে, যা ঘিরে নিন্দার ঝড়। থানায় সিনিয়র পুলিশ আধিকারিক বিষ্ণু তামানে জানিয়েছেন ইতিমধ্যেই উমা শান্তি এবং ওই কনসার্টের আয়োজক কার্তিক মোরেনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
এফআইআরের প্রতিলিপিতে জানানো হয়েছে তেরঙ্গা হাতে নাচছিলেন উমা শান্তি। নাচ শেষ হতেই দর্শকদের দিকে পতাকা ছুড়ে দেন গায়িকা। ইউক্রেনের ব্যান্ড শান্তি পিপল-এর প্রধান মুখ তিনি।
এই মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন ইন্সপেক্টর সন্দীপ জোরে। জানা গিয়েছে মহারাষ্ট্র পুলিশ আইনের ১১০ নম্বর ধারা, এবং জাতীয় মর্যাদা সংরক্ষন আইনের ২ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে গায়িকার বিরুদ্ধে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনওরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
গত সপ্তাহেই ইউক্রেনের ব্যান্ড ‘শান্তি পিপল’ বেঙ্গালুরু ও ভোপালেও লাইভ কনসার্ট করেছে। এই প্রথম নয়, এর আগেও উমা শান্তি পুণে শহরে পারফর্ম করেছেন। গত বছর অক্টোবর মাসে মহারাষ্ট্রের এই শহরে এসে গান গেয়েছিলেন তিনি।