বাংলা নিউজ > বায়োস্কোপ > Akshay Kumar-Friendship Day: গৃহস্থালির জিনিসপত্র নিয়ে বন্ধুদের অক্ষয়ের নাচ, কী ‘পাগলামো’টাই না করলেন…

Akshay Kumar-Friendship Day: গৃহস্থালির জিনিসপত্র নিয়ে বন্ধুদের অক্ষয়ের নাচ, কী ‘পাগলামো’টাই না করলেন…

অক্ষয় ও তাঁর বন্ধুরা

'যে কোনও কারণে বন্ধুদের সঙ্গে মজা করা বাদ দেওয়া যায় না... কোন পর্যায়ে আছেন কিংবা বয়স কত হল, এসব কারণে বন্ধুদের সঙ্গে মজা আটকায় না। আমার বন্ধুরা আমার ভেতরের ভিতরের শিশুটিকে বের করে আনেন। ঈশ্বর সকলকে বন্ধুত্বের আনন্দ পাওয়ার জন্য আশীর্বাদ করুন।' #বন্ধুত্ব দিবস।

৬ অগস্ট রবিবার, চলতি বছরে এটাই ছিল বন্ধু্ত্ব উদযাপনের দিন। মানে Friendship Day। এই বন্ধুত্ব দিবস উদযাপন করেছেন সুপারস্টার অক্ষয় কুমারও। বন্ধুদের সঙ্গে মজাদার কায়দায় বন্ধুত্ব উদযাপন করেছেন আক্কি। পোস্ট করেছেন একটা মজাদার ভিডিয়ো।

অক্ষয়ের পোস্ট করা ভিডিয়োতে অক্ষয়কে কালো প্যান্ট আর জ্যাকেট পরে ঘর পরিষ্কার করার ব্রাশ (Mop) হাতে নাচতে দেখা যাচ্ছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে অভিনেতার ব্যবসায়ীক বন্ধু রাহুল শর্মা সহ অন্যান্যদের। সকলেই কোনও না কোনও গৃহস্থলির জিনিসপত্র নিয়ে নেচেছেন। আর

'যে কোনও কারণে বন্ধুদের সঙ্গে মজা করা বাদ দেওয়া যায় না... কোন পর্যায়ে আছেন কিংবা বয়স কত হল, এসব কারণে বন্ধুদের সঙ্গে মজা আটকায় না। আমার বন্ধুরা আমার ভেতরের ভিতরের শিশুটিকে বের করে আনেন। ঈশ্বর সকলকে বন্ধুত্বের আনন্দ পাওয়ার জন্য আশীর্বাদ করুন।' #বন্ধুত্ব দিবস।

আরও পড়ুন-Annu Kapoor-Mukesh Ambani: 'পরিশ্রম তো মুকেশ আম্বানিও করেন', বলছেন অন্নু কাপুর, কিন্তু কেন?

আরও পড়ুন-Exclusive Tota-RRKPK: করণের মধ্যে 'নেপোটিজম'-এর কিছুই দেখিনি, বলিউডে যা পেয়েছি, টলিউডে পাইনি: টোটা

এদিকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের আগামী ছবি OMG-২ এর ট্রেলার। যেটি শেয়ার করে আক্কি ক্যাপশানে লিখেছিলেন, ‘স্বাগত জানানোর জন্য প্রস্তুতি শুরু করুন... '১৫ই আগস্ট ডমরুধারী আসছে। #OMG2ট্রেলার এখন প্রকাশ্যে। ১১ আগস্ট প্রেক্ষাগৃহে #OMG2 দেখুন।’

ট্রেলারে পঙ্কজ ত্রিপাঠীর চরিত্রটিকে নিজের ছেলের জন্য বিচার চাইতে এবং শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আইনি যুদ্ধ করতে দেখা গিয়েছে। ছবিতে একজন আইনজীবীর ভূমিকায় দেখা মিলেছে ইয়ামি গৌতমের। পঙ্কজ ত্রিপাঠী শরণ মুদ্গালের ভূমিকায় অভিনয় করছেন, যিনি অত্যন্ত অন্তর থেকে ভগবান শিবের উপাসনা করেন, অন্যদিকে অক্ষয়কে ভগবান শিবের চরিত্রে দেখা যাবে না, তিনি এখানে ঈশ্বরের একজন দূত।ভিডিওটি ভয়েসওভার দিয়ে শুরু হয় সেখানে শিব নন্দীকে তাঁর ভক্তদের সাহায্য করার জন্য দূত পাঠানোর কথা বলেন।

‘OMG ২’ এর যেন প্রথম থেকে কড়া নজরে ছিল। কারণ আদিপুরুষ নিয়ে যে হইচই হয়েছে সেই একই কাণ্ড যাতে আর না ঘটে তাই অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়। ধর্মীয় কারণেই বিষয়টা আরও সেনসিটিভ হয়ে উঠেছে।

বন্ধ করুন