একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে! লতা মঙ্গেশকের মৃত্যুর শোক এখনও তরতাজা, সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ রাখা রয়েছে পিস হেভেনে, এর মাঝেই চলে গেলেন বাপ্পি লাহিড়ি। বুধবার সকালটা যে এমনিভাবে শুরু হবে তা দুঃস্বপ্নেও ভাবেনি ভারতবাসী। এদিন কাকভোরেই দুসংবাদ এলো, ‘ডিস্কো কিং’ আর নেই! আরও এক কিংবদন্তির মৃত্যু, আরও এক প্রিয়জনকে হারানোর শোক। বাপ্পি লাহিড়ির মৃত্যুতে শোকের ছায়া বি-টাউনে।
এদিন টুইটারে শোকপ্রকাশ করেছেন অজয় দেবগণ, রবিনা টন্ডনরা। ‘সিংহম’ লেখেন একজন ভালো মনের মানুষ ছিলেন বাপ্পি লাহিড়ি। তাঁর মিউজিক ছিল সময়ের চেয়ে এগিয়ে। চলতে চলতে, সুরক্ষা, ডিস্কো ডান্সার-এর মতো ছবির মিউজিকের সঙ্গে হিন্দি ছবির মিউজিকে সমসাময়িক ধারা যোগ করেছিলেন বাপ্পি লাহিডি়। সবশেষে অজয় দেবগণ লেখেন, ‘ওম শান্তি দাদা, তোমাকে মিস করব’।
রবিনা টন্ডন শোকবার্তায় লেখেন, ‘তোমার গান শুনেই বড় হওয়া। তোমার নিজস্ব একটা স্টাইল ছিল গানের, আর ওই হাসি্মাখা মুখটা… তোমার মিউজিক চিরকাল মানুষ শুনবে। ওম শান্তি… শান্তি..’।
খিলাড়ি অক্ষয় কুমার লেখেন, ‘আজ আরও এক নক্ষত্রকে হারালো মিউজিক ইন্ডাস্ট্রি…. বাপ্পি দা, তোমার কন্ঠস্বর কোটি কোটি মানুষকে নাচবার কারণ জুগিয়েছে, এই তালিকায় আমিও রয়েছি। তোমার মিউজিকের সঙ্গে আমাদের জীবনে এতো রঙ ভরে দেওয়ার জন্য ধন্যবাদ। তোমার পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি'।
নিমরিত কৌর, ভূমি পেদেনকর, মধুর ভান্ডারকর, হনসল মেহতা, সুজয় ঘোষ-সহ একাধিক বলিউড ব্যক্তিত্ব শোকপ্রকাশ করেছেন বাপ্পি লাহিড়ির প্রয়াণে।
নিমরিত কৌর, ভূমি পেদেনকর, মধুর ভান্ডারকর, হনসল মেহতা, সুজয় ঘোষ-সহ একাধিক বলিউড ব্যক্তিত্ব শোকপ্রকাশ করেছেন বাপ্পি লাহিড়ির প্রয়াণে।
|#+|
ম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করেছেন যে সকল বাঙালি সংগীত শিল্পী, তার মধ্যেই একদম উপরের দিকে থাকবেন বাপ্পি লাহিড়ি। আশির দশকে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির দিশা বদলে গিয়েছিলেন এই বাঙালি। ‘ডিস্কো ডান্সার’, ‘হিম্মতওয়ালা’, ‘শারাবি’, ‘অ্যাডভেঞ্চার্স অফ টারজান’, ‘ডান্স ডান্স’, ‘সত্যমেব জয়তে’, ‘কম্যান্ডো’, ‘শোলা অউর শবনম’-এর মতো একাধিক সুপারহিট ছবির সংগীতের দায়িত্বভার সামলেছেনতিনি।
আমির খানের বাবা তাহির হুসেনের ‘জখমি’র সঙ্গে বলিউডের সংগীত জগতে নিজের আত্মপ্রকাশ দাপটের সঙ্গে ঘোষণা করেছিলেন এই বাঙালি সংগীত শিল্পী। ২০২০ সালে ‘বাগি ৩’ ছবির ‘ভাঙ্গাস’ বাপ্পিদার কম্পোজ করা শেষ গান। মঙ্গলবার রাতে মুম্বইয়ের জুহুর এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে বাপ্পিদা'র।