Satish Kaushik's upcoming Projects: মানুষটা আর নেই। তবে তাঁর কাজ থেকে গিয়েছে। সতীশ কৌশিক ৯ মার্চ চলে গেলেও আগামীতে কিসি কা ভাই কিসি কী জান সহ একাধিক ছবি, ওয়েব সিরিজে তাঁকে দেখা যাবে।
1/6মানুষটা অকালে চলে গেলেন। রেখে গেলেন তাঁর বহু কাজ। শুধু তাই নয়, এখন তাঁকে আর খুঁজলেও কোথাও দেখা মিলবে না। তবে আগামীতে যে পর্দার কারণে তাঁর পরিচিতি সেই পর্দাতেই জীবন্ত রূপে দেখা যাবে। নতুন ভাবে ধরা দেবেন। হ্যাঁ, সতীশ কৌশিক ৯ মার্চ না ফেরার দেশে চলে গিয়েছেন। তবে আগামীতে তাঁর একাধিক ছবি মুক্তি পেতে চলেছে। এই ছবিগুলোর তালিকায় আছে কিসি কা ভাই কিসি কী জান সহ এমারজেন্সি, ইত্যাদি। দেখুন পূর্ণ তালিকা।
2/6সলমন খানের আগামী ছবি, কিসি কা ভাই কিসি কী জান ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সতীশ কৌশিককে। এই ছবিটি ইদে মুক্তি পাবে। এখানে তাঁরা ছাড়াও শেহনাজ গিল, পূজা হেগড়ে, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়ারি, প্রমুখকে দেখা যাবে।
3/6সতীশ কৌশিককে কঙ্গনা রানাওয়াতের আগামী ছবি এমারজেন্সিতে দেখা যেতে চলেছে। এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী দেখানো হবে। সতীশ কৌশিককে এখানে তৎকালীন ডিফেন্স মিনিস্টার জগজীবন রাওয়ের চরিত্রে দেখা যাবে।
4/6এছাড়া রাজ এবং ডিকের আগামী ওয়েব সিরিজ গানস অ্যান্ড গুলাবসেও দেখা যাবে তাঁকে। এখানে তাঁর সঙ্গে থাকবেন রাজকুমার রাও, আদর্শ গৌরব, গুলশান দেভিয়া, প্রমুখ। গত বছরের সেপ্টেম্বর মাসে এই ছবির টিজার মুক্তি পেয়েছে।
5/6পাটনা শুক্লা ছবিতেও থাকবেন সতীশ কৌশিক। এখানে তাঁকে এখন বিচারকের ভূমিকায় দেখা যাবে। এই প্রথমবার তাঁকে বিচারকের আসনে দেখা যাবে। সম্পর্কের নানা জটিলতা এখানে তুলে ধরা হবে।
6/6কাগজ ২ ওয়েব সিরিজেও দেখা যাবে অভিনেতাকে। এই ছবিতে একসঙ্গে থাকবেন দুই প্রিয় বন্ধু অনুপম খের এবং সতীশ কৌশিক। এছাড়া নীনা গুপ্ত, দর্শন কুমারও থাকবেন এখানে।