Films Directed by Satish Kaushik: বহু ছবিরই পরিচালনা করেছেন সতীশ কৌশিক। তার মধ্যে অনেকগুলিই সুপারহিট।
1/5অভিনেতা, কৌতুকশিল্পী, সঞ্চালক— নানা ভূমিকায় দেখা গিয়েছে সতীশ কৌশিককে। তবে এর পাশাপাশি বহু ছবির পরিচালনার কাজও করেছেন তিনি। তাঁর পরিচালনার কোন কোন ছবি দেখতেই হবে এবং কোন OTT মাধ্যমে দেখা যাবে সেগুলি? জেনে নিন।
2/5তেরে নাম: ২০০৩ সালের জনপ্রিয় এই ছবিটির পরিচালক ছিলেন সতীশ কৌশিক। ছবি দেখতে পারেন অ্যামাজন প্রাইম এবং জি ফাইফে।
3/5হাম আপকে দিল মেঁ রহতে হ্যাঁয়: ১৯৯৯ সালের এই ছবিটিও খুব জনপ্রিয় হয়েছিল। কাজল-অনিল কাপুর অভিনীত ছবিটি দেখার জন্য লাগবে প্রাইম ভিডিয়োর সাবস্ক্রিপশন।
4/5মুঝে কুছ ক্যানা হ্যায়: তুষার কাপুর এবং করিনা কাপুর খান অভিনীত হিট ছবি। ২০০১ সালের এই বিখ্যাত ছবিটির পরিচালক ছিলেন সতীশ কৌশিক। দেখা যায় ডিজনি হটস্টার মাধ্যমে।
5/5কাগজ: ২০২২ সালে মুক্তি পাওয়া ছবিটির পরিচালকও সতীশ কৌশিক। এই ছবিটি দেখা যাবে ডি ফাইভ ওটিটি মাধ্যমে।