বহুদিন পর সিনেমার দুনিয়ায় ফিরেও বাজিমাত করছেন সানি দেওল ও আমিশা প্যাটেল। বক্স অফিসে সানি-আমিশার গদর ২ যেভাবে ঝোড়ো ব্যাটিং করছে তাতে শাহরুখের 'পাঠান'ও হার মানতে পারে! ১১ অগস্ট, শুক্রবার মুক্তি পেয়েছে গদর-২। আর ইতিমধ্যেই এই ছবি ঢুকে গিয়েছে ২০০ কোটির ঘরে। মুক্তির পাঁচ দিনের মধ্যে গদর ২ ২২৮,৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আর তাতেই অনেকে মনে করছেন গদর-পাঠানকেও হারিয়ে দিতে পারেন। 'পাঠান'-এর দেশীয় বাজারে আয় ছিল ৫৪৩ কোটি টাকা। কিন্তু কী বলছেন ফিল্ম বাণিজ্য বিশ্লেষকরা?
বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা মনে করছেন, গদর ২ ছবিটির পাঠানকে হারানোর সম্ভবনা ভীষণভাবেই রয়েছে। যদিও গদর-২র ক্ষেত্রে বেশিরভাব নেতিবাচক এবং মিশ্র রিভিউ রয়েছে, তবে তারপরেও ছবিটি ভাল ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে কোমল নাহতা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমি মনে করি না রিভিউ গুরুত্বপূর্ণ। একটি ফিল্ম ক্লিক করবে কি না তা রিভিউ সিদ্ধান্ত নেয় না। মূলত বিনোদনমূলক সিনেমা, mass film-র জন্য রিভিউ বিষয়টা কোনও কর্যকরী বিষয়ই না। রিভিউ শৈল্পিক সিনেমা বা একটু অন্যধারার আবেদনময় ছবির ক্ষেত্রে কাজ করা। বিনোদনমূলক ছবির জন্য সাংবাদিকরা কী লেখেন বা সমালোচক কী লেখেন তা নিয়ে দর্শক চিন্তিত নন। আমার মনে হয়, দর্শক যদি কোনও ছবি পছন্দ করেন তাঁরা সেটা দেখতে যান। এক্ষেত্রে লোকের মুখের কথা-ই বেশি গুরুত্বপূর্ণ। গদর ২-এর জন্য লোকজনের মুখের কথাটি ছিল অত্যন্ত ইতিবাচক। এক্ষেত্রে ৯৫ শতাংশ ফিল্ম সমালোচক ছবিটিকে খার বললেও লোকে এই ছবি দেখতে হলে পৌঁছে যায়। এখানে দর্শক বাস্তব থেকে অনেক দূরে থাকে।’
চলচ্চিত্র প্রদর্শক অক্ষয় রথিও প্রায় একই কথা বলেছেন।। মঙ্গলবার গদর ২-এর এক দিনের আয় ছিল ৫৫ কোটি টাকা, এই প্রসঙ্গ HT-কে বলেন, ‘এই ছবি যেভাবে চলছে, তাতে গদর ২ ধু পাঠানকে নয়, যে কোনও রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে৷ এটা এখন একটি তাণ্ডব চালাচ্ছে। ১৫ আগস্ট গোটা দেশের সিনেমা হলে যা দেখা গিয়েছে তা একেবারেই ঐতিহাসিক। ফিল্ম প্রদর্শনী সেক্টরে আমরা সবাই দর্শকদের সেবা করার জন্য কাজ করি খেয়াল রাখি দর্শক যেন ছবি দেখে আনন্দ পায়। আমরা মঙ্গলবার যা দেখেছি তা সত্যিই সিনেমার জন্য উদযাপন করার মতোই। শুধু গদর ২- নয়, OMG ২, জেলর, রকি অর রানি কি প্রেম কাহানি, ওপেনহাইমার এবং এই মুহূর্তে প্রেক্ষাগৃহে থাকা সমস্ত চলচ্চিত্রের জন্যও এটা একটা উদযাপন। কারণ, দর্শকদের আবারও সিনেমা হলে অভূতপূর্ব সংখ্যায় ফিরে আসতে খুব ভালো লাগছে।’
অক্ষয় রথি আরও বলেন, ‘স্বাধীনতা দিবসে যা ঘটেছে তা সম্ভবত দীর্ঘ সময় পর এটা দেখা গিয়েছে। ভারতীয় সিনেমার ইতিহাসে এটা একটা গুরুত্বপূর্ণ দিন। ফিল্ম প্রদর্শকদের হিসাবে তাই সত্যিই কৃতজ্ঞ এবং সত্যিই আশাবাদী, যে এই গতি অব্যাহত থাকলে ঘূমার, ড্রিম গার্ল ২ থেকে জওয়ান সহ আরও অনেক ছবিই হলে দর্শক আনতে পারবে।’
যদিও এক্ষেত্রে কিছুটা ভিন্ন মত পোষণ করেছেন ফিল্ম বাণিজ্য বিশেষজ্ঞ গিরিশ জোহর। তাঁর কথায়, ‘গদর-২’, ‘পাঠান’কে হারাতে পারবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তাঁর কথায়, 'ফিল্মটি পাঁচ দিনে ২২৫ কোটিরও বেশি আয় করেছে যা একটি দুর্দান্ত সংখ্যা। তবে এটার সঙ্গে 'পাঠান' এর তুলনা করলে ভুল হবে। পাঠান প্রায় ৫০০ কোটি টাকা করেছিল এবং পাঠানকে হারাতে হলে গদর ২-কে আরও ৩০০ কোটি টাকা তুলতে হবে। গদর ২ সবে ৫ দিন হয়েছে মুক্তি পেয়েছে, আর 'পাঠান' চলেছিল আট সপ্তাহ, তাই এখনই দুটি ছবির তুলনা করা ভুল হবে। '
এদিকে বাণিজ্য বিশ্লেষক রোহিত জয়সওয়ালও মনে করছেন গদর-২, 'পাঠান'কে হারিয়ে দিতে পারে। কারণ গদর-২ নিয়ে যে পাগলামো চলছে, তাতে এই সম্ভবনা প্রবল।