বাংলা নিউজ > বায়োস্কোপ > Ganesh Chaturthi 2023: এলাহি আয়োজনে গণেশ পুজো নীতা-মুকেশের অ্যান্টিলিয়ায়, দেখুন ভিতরের স্পেশাল ছবি

Ganesh Chaturthi 2023: এলাহি আয়োজনে গণেশ পুজো নীতা-মুকেশের অ্যান্টিলিয়ায়, দেখুন ভিতরের স্পেশাল ছবি

আম্বানির বাড়ির গণেশ পুজোর ঝলক

Nita and Mukesh Ambani celebrate Ganesh Chaturthi 2023: ১৯ সেপ্টেম্বর মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির মুম্বইয়ের বাসভবনে প্রতি বছরের মতো ধুমধাম করে গণেশ পুজোর আয়োজন করা হয়। দেখুন অ্যান্টিলিয়ার অন্দরের ঝলক-

প্রতি বছরের মতো এ বছরও মুকেশ আম্বানির বাড়ি গণেশ চতুর্থীতে জমকালো অনুষ্ঠানের আয়োজন ছিল। রাজনীতিবিদ থেকে শুরু করে বলিউডের সেলিব্রিটিরা যোগ দিয়েছিলেন আম্বানির বাড়ির গণেশ পুজোর অনুষ্ঠানে।

মহারাষ্ট্রে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে গণপতি উৎসব। গণেশ চতুর্থী উপলক্ষে, মুকেশ আম্বানি তাঁর বাড়ি অ্যান্টিলিয়াতে একটি জমকালো উদযাপনের আয়োজন করেছিলেন। বাড়ির পুজোতে কমলা রঙের সিল্কের শাড়ি পরে হালকা সাজে দেখা মেলে নীতা আম্বানির। সূক্ষ্ম পান্না এবং হিরের কাজ করা গয়না পরেছিলেন তিনি।

মুকেশ আম্বানিও গণেশ চতুর্থী উদযাপনের জন্য ঐতিহ্যবাহী পোশাক বেছে নিয়েছিলেন। সাদা কুর্তা সেট এবং জ্যাকেট পরেছিলেন তিনি। অনুষ্ঠানে সমস্ত অতিথিদের নিজে আপ্যায়ন করেছেন নীতা এবং মুকেশ দুজনে। আরও পড়ুন: পুরো অন্য চেহারায় দীপিকা-রণবীর! আম্বানিদের বাড়িতে গণেশ পুজোয় দিলেন চমকে

নীতা এবং মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানিও ঐতিহ্যবাহী পোশাক বেছে নিয়েছেন এ দিন। মায়ের মতো প্রাণবন্ত কমলা রঙের পোশাক পরেছিলেন অনন্ত। কমলা কুর্তা সেটের সঙ্গে বাঁধগালা জ্যাকেট, স্টেটমেন্ট ব্রোচ পরেছিলেন তিনি।

রাজ ঠাকরে সহ বেশ কয়েকজন রাজনীতিবিদও অ্যান্টিলিয়াতে গণেশ চতুর্থী উদযাপনে যোগ দিয়েছিলেন। গণেশ চতুর্থী উদযাপনের জন্য আম্বানির বাসভবন গোটাটাই ফুল দিয়ে সাজানো হয়েছিল।

অ্যান্টিলিয়াতে গণেশ চতুর্থীর অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ক্রিকেটার কেএল রাহুল এবং তাঁর স্ত্রী আথিয়া শেট্টি। দুই ছেলেমেয়ে সারা তেন্ডুলকর এবং অর্জুন তেন্ডুলক, স্ত্রী অঞ্জলির সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন সচিন তেন্ডুলকর।

অন্য়দিকে, রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান এবং গৌরী খানের সঙ্গে সুহানা খান এবং আব্রাম খান, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি, আলিয়া ভাট, মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন, ভাই ইব্রাহিম খানের সঙ্গে সারা আলি খান, মাধুরী দীক্ষিতের মতো বলিউড তারকারা যোগ দিয়েছেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

অমলেট ভাজা নিয়ে বচসা, সহকর্মীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল নিরাপত্তারক্ষী অনলাইনে দড়ি অর্ডার, তারপর আত্মঘাতী IIT কানপুরের পড়ুয়া ইংল্যান্ডকে ২-১ হারিয়ে দিল গ্রিস, ইতালির বিরুদ্ধে বেলজিয়ামের দুরন্ত লড়াই উচ্ছেদের নোটিস থেকে সাময়িক স্বস্তি পেলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা কন্যা পুজোয় কার প্রয়োজন? জেনে নিন এই পুজোর সঠিক নিয়ম ও পদ্ধতি 'বন্ধু হারাল ফ্রান্স', রতন টাটার প্রয়াণে শোকবার্তা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর IPL 2025 Auction-এর আসরে রোহিত শর্মা নামলে কী হবে? ভবিষ্যদ্বাণী করলেন হরভজন সিং SCO সম্মেলনের আগে রক্তে ভিজল পাকিস্তানের মাটি, জঙ্গি হামলায় মৃত ২০ ভিড় দেখেই ‘বাচ্চা’ সাবাকে সামলাতে তৎপর হৃতিক, জানেন দুজনের বয়সের পার্থক্য কত? হিমা দাসের স্বস্তি! ডোপিং অভিযোগ থেকে মুক্ত করল NADA-র ADAP শৃঙ্খলা প্যানেল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.