দেশ জুড়ে গণেশ পুজো শুরু হয়ে গেল। যদিও অধিকাংশ জায়গাতে ১৯ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার, গণেশ চতুর্থীর দিনই পুজো হবে, তবে মহারাষ্ট্রে এই উৎসব চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আর গণেশ চতুর্থী উপলক্ষ্যে একাধিক অভিনেতারা ভক্তদের শুভেচ্ছা জানালেন। কেউ কেউ আবার তাঁদের বাড়ির গণেশ পুজোর ছবিও শেয়ার করলেন।
কে কী লিখলেন গণেশ পুজোর দিন?
অক্ষয় কুমার এদিন এক্সে একটি ছবি পোস্ট করে লেখেন, 'গণেশকে বাড়ি আনার পর আমাদের সবার মন আজ আনন্দে ভরে উঠেছে। তিনি যেন আমাদের পথ থেকে সমস্ত বাধা বিপত্তি দূর করেন। আমাদের মন এবং জীবনকে যেন খুশিতে ভরিয়ে তোলেন।'
সুনীল শেট্টিও এদিন গণেশের একটি ছবি শেয়ার করে লেখেন, 'গণপতি বাপ্পা যেন নিজের সঙ্গে করে আনন্দ, খুশি, সমৃদ্ধি নিয়ে আসে আমাদের জীবনে। সকলকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা জানাই।'
মহেশ বাবুও এদিন একই ভাবে একটি ছবি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'সকলকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা।' তিনি তাঁর বাড়ির গণেশ মূর্তির এবং পুজোর ছবি পোস্ট করেন এদিন ইনস্টাগ্রামে।
বাবা হওয়ার পর RRR খ্যাত অভিনেতা রাম চরণের এটাই প্রথম গণেশ চতুর্থী। গোটা পরিবারের সঙ্গে এদিন তাঁকে গণেশ পুজো করতে দেখা যায়। মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে গণেশ মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তুলে সেটা পোস্ট করতে দেখা যায় তাঁকে।
অনুষ্কা শর্মা, আমিশা প্যাটেল, সহ একাধিক অভিনেতারা ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। কার্তিক আরিয়ান এদিন লাল বাগে যান পুজো দিতে। গণেশের সঙ্গে ছবি শেয়ার করেন অভিনেতা। তিনি লেখেন 'বছরের সব থেকে আনন্দের সময় এসে গেছে।'
ফলে মুম্বইয়ের অন্যান্য বাসিন্দাদের মতো অভিনেতারা যে এদিন আনন্দ উৎসবে সামিল হয়েছেন সেটা স্পষ্ট।