গৌরী এলো (Gouri Elo) ধারাবাহিকটি শুরুতে দর্শকদের আকর্ষিত করতে সক্ষম হলেও এখন তাঁরা যেন এই সিরিয়াল ভীষণই বীতশ্রদ্ধ। এত ঘনঘন এই সিরিয়ালের প্লট বদলে যাচ্ছে যে তাঁরা সেই ঘটনায় ধাতস্থ হওয়ার আগেই নতুন প্লট এসে যাচ্ছে। প্রকাশ্যে আসছে নতুন প্রোমো। দর্শকদের তরফে বহুবার প্রতিবাদ জানানো হয়েছে। তার মধ্যেই সম্প্রতি নতুন লুকে ধরা দিলেন নায়িকা নিজেই। সেটা দেখেই রীতিমত ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা।
একেই এই সিরিয়ালের শৈলজার চরিত্র নিয়ে মানুষের বিরক্তির শেষ নেই। সেখানে যেন বাংলা সিরিয়ালের বিখ্যাত দুষ্টু চরিত্র কটকটির ছাপ স্পষ্ট। এবার মঞ্জুলিকার বেশে ধরা দিলেন গৌরী তথা নায়িকা নিজেই।
আদতে গল্পে দেখানো হচ্ছে যে নায়িকা গৌরী যোগিনীর বেশ ধরেছেন। কিন্তু তাই বলে যোগিনীর রূপ এরকম! এমন উদ্ভট মেকআপ! সারা মুখে ছাই, চোখে ধ্যাবড়ানো কাজল! অনেকেই বিরক্ত হয়েছেন গৌরীর মেকআপে। কেউ কেউ তো আবার গৌরীর এই লুকের সঙ্গে ভুল ভুলাইয়ার জনপ্রিয় চরিত্র মঞ্জুলিকার বেশ মিল পেয়েছেন। এত গোঁজামিল গল্প দেখে ভীষণই বিরক্ত হয়েছেন দর্শকরা। তাঁদের দাবি এবার এই সিরিয়াল শেষ হোক।
এক ব্যক্তি এই প্রোমো দেখে লেখেন, 'প্রোমো দেখেই হৃদয় বেরিয়ে হাতে চলে আসে। সিরিয়াল দেখব কী!' কারও মতে আবার, 'পুরো মঞ্জুলিকা।' কেউ লিখলেন, 'ভাই বন্ধ করো এসব।'
তবে যতই ট্রোলিং চলুক, সিরিয়াল বন্ধের কথা বলুন না কেন টিআরপির খেলায় কিন্তু এই সিরিয়াল এখনও নিজের জায়গা ধরে রেখেছে। সেরা ৫ এর মধ্যেই জায়গা বানিয়ে রেখেছে এই ধারাবাহিক।
যদিও এখন টিআরপিতে বেশ চমক এসেছে। দীর্ঘদিন সেরা জায়গা দখল করে রেখেছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। কিন্তু এখন সেই ধারাবাহিককে সরিয়ে ১ নম্বরে উঠে এসেছে জগদ্ধাত্রী। টপার তকমা হাতছাড়া করে গত দুই সপ্তাহ দ্বিতীয় স্থানে আছে সূর্য দীপার সিরিয়াল। তৃতীয় স্থানে আছে গৌরী এলো।