জি বাংলায় আসতে চলেছে সারেগামাপা। ইতিমধ্যেই এই রিয়েলিটি শোয়ের প্রোমো প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে বাংলার বিভিন্ন জায়গায় চলছে অডিশন। জানা গিয়েছে এই রিয়েলিটি শো ছাড়াও আসছে সারেগামাপা লেজেন্ডস। এবার এই দুই চমকের মধ্যে আরও একটা সুখবর দিল জি বাংলা। জানা গেল সারেগামাপা গ্র্যান্ড মিউজিক্যাল সেলিব্রেশন আসছে।
সারেগামাপা গ্র্যান্ড মিউজিক্যাল সেলিব্রেশন
জি বাংলার তরফে এই অনুষ্ঠানের ঘোষণা করা হল শুক্রবার সকালে। জানানো হয়েছে আগামী শনিবার অর্থাৎ ২০ এপ্রিল এই শো সম্প্রচারিত হবে। এদিন দুপুর ১২ টা থেকে দেখা যাবে এই সারেগামাপা গ্র্যান্ড মিউজিক্যাল সেলিব্রেশন।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের জার্সিকে অপমানের অভিযোগ, রেডিয়ো জকির ওপর খচল নেটপাড়া
গান গাইবেন অনুষ্কা পাত্র, রক্তিম চৌধুরী, বিদীপ্তা চক্রবর্তী প্রমুখ। থাকবেন শান, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, মিকা সিং, আকৃতি কক্কর, জয় সরকার প্রমুখ। সঞ্চালনা করবেন আবির চট্টোপাধ্যায়।
জি বাংলায় আসছে সারেগামাপা এবং সারেগামাপা লেজেন্ডস
সারেগামাপা শোটির সঞ্চালনা করবেন আবির চট্টোপাধ্যায়। এখন এই শোয়ের অডিশন চলছে। অন্যদিকে সারেগামাপা লেজেন্ডস আসছে। এখানে সমস্যা ভারতীয় সঙ্গীতশিল্পীদের শ্রদ্ধা জানানো হবে। এই শোয়ের সঞ্চালনা করবেন অনির্বাণ ভট্টাচার্য। এই শোতে পশ্চিমবঙ্গ তো বটেই, সঙ্গে মুম্বই এবং বাংলাদেশের একাধিক শিল্পীদের গান শুনতে পারবেন দর্শকরা। সিধু, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রমুখ এই শোয়ের মিউজিক ডিজাইন করছেন। প্রসঙ্গত জি বাংলাতে সারেগামাপাও আসছে, সেটার প্রথম প্রোমোতে আবির চট্টোপাধ্যায়কেই দেখা গিয়েছে। তাই অনেকের মনেই সন্দেহ উঁকি দিয়েছিল যে ব্যাপারটা কী! আসলে এই দুটো শো আলাদা। দুটো শোয়ের সঞ্চালক হয়ে আসবেন অনির্বাণ এবং আবির।
এই শো প্রসঙ্গে অনির্বাণ ভট্টাচার্য বলেন, 'আমি গান খুব ভালোবাসি। আমার কানে সবসময় হেডফোন থাকে। তাই এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব পেয়ে আমি খুবই খুশি। এটা আমার কাছে একটা স্মরণীয় ব্যাপার হয়ে থাকবে।'