আগেই ডিডি ইন্ডিয়ার লোগো পাল্টানো হয়েছিল। এবার নির্বাচনী আবহে পাল্টে গেল ডিডি নিউজের লোগোও। ভারতের সরকারি ব্রডকাস্টার প্রসার ভারতী ডিডি নিউজের লোগো লাল রং থেকে পাল্টে গেরুয়া করে দিয়েছে সম্প্রতি। আর এরপরই তৈরি হয়েছে বিতর্ক। বিরোধী দল এবং মিডিয়া এক্সপার্টরা গোটা বিষয়টার তীব্র নিন্দা করেছে। এর মূল কারণ চ্যানেলের নতুন লোগোতে বর্তমান শাসক দলের পতাকার রঙের ছোঁয়া লেগেছে। তাঁদের মতে হিন্দুত্ববাদের ছোঁয়া সরকারি খবরের চ্যানেলে লাগানো ঠিক হয়নি। গত ১৬ এপ্রিল একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমের এই চ্যানেলের সেট ডিজাইন, লোগো এবং অন্যান্য বিষয়ের পরিবর্তনের কথা প্রকাশ্যে আনা হয়।
বিতর্ক নিয়ে কী জানিয়েছেন প্রসার ভারতী?
বিতর্ক উসকে যাওয়ার পর সাফাই দিয়েছেন প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদি। তিনি জানিয়েছেন, 'রংটা কমলা। ছয় সাতমাস আগে আমরা ডিডি ইন্ডিয়ার লোগোও একই রঙের করেছি জি ২০ এর আগে। তাই সেটার সঙ্গে মিল রাখতেই এটাকে পাল্টানো হল যাতে একই রকম লাগে দেখতে।' তিনি এদিন আরও জানান, 'আমরা খালি লোগোর রং পালটেছি যে এমনটা নয়। আমরা আমাদের স্টুডিওতেও অনেক বদল এনেছি। জিনিসপত্র বদলেছি।'
আরও পড়ুন: 'আমি তো সংসার করছিই...' করেননি বিয়ে, তাও কেন এমনটা জানালেন মিমি?
রঙের এই সামঞ্জস্যের ব্যাপারটা নেহাতই কাকতালীয় বলে দাবি করেন গৌরব। হিন্দুত্ব বা বিজেপির কথা ভেবে যে তাঁরা এই কাজ করেননি সেটাও স্পষ্ট করে দেন। কিন্তু লোকসভা নির্বাচন আর রাম নবমীর আগেই কেন এই বদল করা হল? এই বিষয়ে তিনি কোনও কথা বলতে রাজি হননি। কেবল এটুকু বলেছেন, 'কমলা, হলুদ, কালোর রিকল ভ্যালু সবথেকে বেশি। এটা সায়েন্টিফিক বিষয় একটা।'
তবে গোটা বিষয়ের তীব্র নিন্দা করেছেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার এই সদস্য প্রসার ভারতীর এই কাজকে কটাক্ষ করে বলেন, 'ওটা আর প্রসার ভারতী নেই, প্রচার ভারতী হয়ে গিয়েছে।'
এই বিষয়ে বলে রাখা ভালো, বিজেপি যবে থেকে ক্ষমতায় এসেছে তবে থেকে দূরদর্শনে বিজেপির হয়ে নানা তথ্য প্রচার করা হচ্ছে অনেক বেশি মাত্রায়।