‘বিক্রম বেদা’র প্রথম গান ‘অ্যালকোহলিয়া’য় শোনা গিয়েছে বাংলার ছেলে স্নিগ্ধজিৎ ভৌমিকের কণ্ঠস্বর। হৃতিক রোশন এবং সইফ আলি খান অভিনীত আসন্ন গ্যাংস্টার ড্রামা ‘বিক্রম বেদা’। বলিউডে পা রেখেই প্রথম প্লে-ব্যাকে কণ্ঠ দিয়েছেন সুপারস্টার হৃতিক রোশনের জন্য। গান মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন এই তরুণ গায়ক।
এবার খোদ হৃতিক রোশনের প্রশংসা কুড়োলেন স্নিগ্ধজিৎ। ‘অ্যালকোহলিয়া’ গানের শব্দ লিখেছেন মনোজ মুনতাশির এবং সুর করেছেন বিশাল ও শেখর। এই গানে গলা দিয়েছেন দুই বাঙালি গায়ক তথা উঠতি প্রতিভা স্নিগ্ধাজিৎ ভৌমিক এবং অনন্যা চক্রবর্তী। খানিকটা বিশাল-শেখর জুটির কণ্ঠ শোনা গিয়েছে।
ফেসবুকে দুটি স্ক্রিনশট শেয়ার করেছেন স্নিগ্ধজিৎ। সেখানে দেখা গিয়েছে, এই গানের কমেন্টবক্সে স্নিগ্ধজিৎকে ট্যাগ করে হৃতিক লেখেন, ‘তুমি খুবই প্রতিভাবান ভাই। অ্যালকোহলিয়া গানে জাদু ছড়িয়েছ। এই জন্য ধন্যবাদ। তোমার কণ্ঠে ঠোঁট মিলিয়ে পরিবেশন করে খুব ভালো লাগল।’
হৃতিকের মুখে নিজের প্রশংসা শুনে আপ্লুত স্নিগ্ধজিৎ। কমেন্টের জবাবে গায়ক হৃতিককে ট্যাগ করে লেখেন, ‘স্যার, এইটা পরম পাওনা। আপনি আমার অনুপ্রেরণা। আমার দিনটাই ভালো করে দিলেন। ভালো থাকবেন স্যার। খুব ভালো হোক।'
স্নিগ্ধজিতের প্রশংসায় পঞ্চমুখ সুরকার বিশাল দদলানিও। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে গানের ভিডিয়ো শেয়ার করে লেখেন, ‘দেখে খুব ভালো লাগল স্নিগ্ধজিৎ। যেই গানই করোনা কেন, সম্পূর্ণ মন থেকে করো।’
বাংলা সারেগামাপা-র পর জাতীয় মঞ্চে সারাগামাপা-র আসরেও কামাল করেছে বাংলার ছেলে স্নিগ্ধজিৎ ভৌমিক। একের পর এক রিয়ালিটি শো-এ অংশগ্রহণ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন গায়ক। টেলিভিশনের পর বড় পর্দায় তাঁর কণ্ঠের জাদু দেখিয়েছেন তিনি।
৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিক্রম বেদা‘। তামিল হিট 'বিক্রম বেদা'র হিন্দি রিমেক এই ছবি। তামিল ছবির পরিচালনার পাশাপাশি হিন্দির ছবির পরিচালকের আসনে পুষ্কর এবং গায়ত্রী। অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিতে গ্যাংস্টার বেদার চরিত্রে হৃতিক। সইফ রয়েছেন পুলিশ অফিসারের চরিত্রে। ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ।