নাম 'অনুপমা', ছোটপর্দার দর্শক অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়কে এখন এই নামেই চেনেন। ছোটপর্দার 'সেরা মা' তিনি। তবে পর্দার ‘অনুপমা’র সঙ্গে তাঁর বাস্তব জীবনের ছবিটা নাকি একেবারেই মেলে না। এমনটাই মনে করেন রূপালী। তাঁর আফসোস, বাস্তবে 'মা' হিসাবে তিনি ব্যর্থ, ছেলে রুদ্রাংশের জন্য এক্কেবারেই ‘ভালো মা’ হয়ে উঠতে পারেননি তিনি। সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে নানান কথা বলেছেন পর্দার 'অনুপমা'।
‘অনুপমা’ চরিত্রটি বর্তমানে ছোটপর্দার ঘরে ঘরে পরিচিত নাম। তাঁর মতো চরিত্র ঘরে ঘরে রয়েছে, এমনটাই মনে করেন রূপালী গঙ্গোপাধ্যায়। চরিত্রটি কেন এত জনপ্রিয়? এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে রূপালী বলেন, ‘আসলে চরিত্রটি খুব সুন্দর করে লেখা হয়েছে। অনুপমা আসলে প্রতিটি নারীর গল্প। আপনি প্রতিটি বাড়িতে এমন একজন অনুপমাকে পাবেন। আমরা শহরবাসী নারীমুক্তির কথা বলি ঠিকই, তবে ভারতের ৮০ শতাংশ মানুষ এখনও পিতৃতন্ত্রে বিশ্বাসী। মেয়েরা নিজের মধ্যে অনুপমাকে খুঁজে পান। অনুপমা নিখুঁত নন। আমি মনে করি, এই পৃথিবীতে কেউই নিখুঁত নন। তাই অনুপমার যে অসম্পূর্ণতা এবং দুর্বলতা রয়েছে তাঁর সঙ্গে দর্শকরা নিজেদের মেলাতে পারেন।’
আরও পড়ুন-সমালোচকদের কাঁচকলা দেখিয়ে সারা-ভিকির ‘জারা হটকে…’র বক্সঅফিস জয়! আয় কত হল

'অনুপমা', রূপালী
ছোটপর্দায় 'অনুপমা' হয়ে রাজত্ব করা প্রসঙ্গে রূপালী বলেন, ‘এজন্য আমি পরিচালক, প্রযোজক ও সিনেমাটোগ্রাফারকে ধন্যবাদ জানাতে চাই। সাধারণত টেলিভিশনে ২০-২৫ বছরের ছেলেমেয়েদের এমন চরিত্রের জন্য বাছা হয়। তবে অনুপমার পরিচালক প্রযোজকরা আমাকে বেছেছেন, যেখানে আমার বয়স ৪২। আমাকে কেন্দ্রীয় চরিত্রে বাছার জন্য ধন্যবাদ দিতে চাই। এই শোয়ের নির্মাতারা আসলে সবকিছুই বাস্তবের সঙ্গে মেলাতে পেরেছেন বলেই দর্শকরা এটার সঙ্গে নিজেদের যোগ খুঁজে পেয়েছেন।’
রূপালী গঙ্গোপাধ্যায় জানান, 'অনুপমা' ধারাবাহিকে কাজ করার জন্য তাঁর জীবনে একটাই সমস্যা হয়েছে। যেটা হল তিনি বাস্তবে নিজের ছেলেকে কম সময় দিতে পারেন। আর এই অভাব পূরণ করেন তাঁর স্বামী। রূপালীর কথায়, ‘আমি রোজ অপরাধবোধ নিয়ে শ্যুটিংয়ে যাই। তবে আমার কাছে আশীর্বাদ এটা যে আমি একজন ভালো স্বামী পেয়েছি। আমার স্বামী এটা প্রমাণ করে দিয়েছেন, সবসময় স্ত্রীকে বাড়ির দায়িত্ব পালন করতে হবে, বাবাকে বাইরে কাজে যেতে হবে এটা সত্য়ি নয়। উল্টোটাও হতে পারে। আমার সন্তানের জন্য আমার স্বামী বাবা-মা দুই দায়িত্বই পালন করছেন। আমার স্বামী চেয়েছিলেন, দুজনের একজন অন্তত ওর দেখভাল করুক, তাই ও তাড়াতাড়ি অবসর নিয়েছে। আমি ভাগ্য়বান যে এমন স্বামী পেয়েছি।’
প্রসঙ্গত, 'সারাভাই ভার্সেস সারাভাই'-এর মতো ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান রূপালী গঙ্গোপাধ্যায়। 'বা বহু অউর বেবি', ‘কুছ খট্টে কুছ মিঠে’ সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। অশ্বিন কে বর্মাকে বিয়ে করার পর একটা লম্বা বিরতি নিয়েছিলেন রূপালী গঙ্গোপাধ্যায়। আর কাজে ফিরেই 'অনুপমা'-র হাত ধরে ফের জনপ্রিয়তার শিখরে রূপালী।