হিন্দি টেলিভিশন তথা ফিল্ম দুনিয়ার অতি পরিচিত মুখ রণিত রায়। কসৌটি জিন্দেগি কি-র মিস্টার বজাজ হিসাবে তাঁকে চেনে গোটা দেশ। ২০১৭ সালে হৃতিক রোশনের ‘কাবিল’ ছবিতে অভিনয় করেছিলেন রণিত। রাকেশ রোশন পুত্রকে দীর্ঘদিন ধরেই চেনেন রণিত। তবে কখনও একসঙ্গে কাজের সুযোগ আসেনি কাবিল-এর আগে। তাই সেটে বয়স ছোট হৃতিককে ‘স্যার’ বলেই সম্বোধন করেছিলেন শুরুতে।
অভিনেতার কথায়, ‘আমি একটা ছবির অংশ, যেখানে উনি তারকা। তাই শুরুতে আমার পক্ষে বোঝা সম্ভবপর ছিল না। সুরক্ষিত পথ অবলম্বন করি আমি। গিয়ে বলেছিলাম, গুড মর্নিং স্যার। লিড হিরোকে স্যার বলাটাই সবচেয়ে শ্রেয়।’ এরপর তিনি যোগ করেন, শ্যুটিংয়ের দ্বিতীয় দিনই হৃতিক নিজের ভ্যানিটি-তে ডেকে পাঠান রণিত রায়কে।
রণিত গড়গড়িয়ে বলে চলেন, ‘পরেরদিন লাঞ্চ টাইমে আমার (ভ্যানিটি) দরজায় কেউ নক করল। এরপর স্পটবয় এসে বলে এইচআর স্যার আপনাকে ডাকছে। আমি তো ভাবছি কী ভুলটাই না করে ফেলেছি। আবার মনে হচ্ছে, হয়ত কোনও দৃশ্য নিয়ে আলোচনা করতে ডাকছে।’ হৃতিকের ভ্যানিটিতে ঢোকবার পর তাঁর ভুল ধারণা ভাঙে। কহো না প্যায়ার হ্যায় তারকা প্রথমেই বলেন, ‘আপার সাথে আমার একটা সমস্যা রয়েছে।’ আমি বললাম, ‘হ্যাঁ, বলুন স্যার’। উনি কথা শেষ হওয়ার আগেই বলে বসলেন, ‘এটাই আমার সমস্যা। আপনি আমাকে স্যার কেন বলছেন। আমার পক্ষে এভাবে কাজ করা অসম্ভব। আমি বন্ধুত্ব পাতাতে পারব না যদি সারাক্ষণ কেউ আমাকে স্যার স্যার করে। আমাকে দুগ্গু বলে ডাকুন’।
হৃতিক বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করেন, আগে তো রণিত তাঁকে দুগ্গু বলেই ডাকতেন, হঠাৎ কী এমন পালটে গেল কাবিলের সেটে? সুপারস্টার হৃতিকের এহেন ব্যবহার মুগ্ধ করেছিল রণিত রায়কে। এই ছবিতে রণিতের ভাই রোহিত রায়ও অভিনয় করেছেন।