হলিউডের জনপ্রিয় অভিনেতা মাইকেল ডগলাস তাঁর স্ত্রী ক্যাথরিন জেটা জোনস ভারতে এসেছেন। সঙ্গে আছে তাঁদের ছেলেও। ভারতের ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তাঁরা এই দেশে এসেছেন। এখানে এসেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুমুল গুনগান গান।
ভারতীয় ছবির জনপ্রিয়তা এবং দাপট কতটা বিশ্বজুড়ে সেটার কথা এখানে এসে জানান মাইকেল। তাঁর কথায়, 'ভারতীয় ছবি গোটা বিশ্বজুড়ে সমাদৃত তার নিজের দক্ষতায়, এবং নিপুণতার কারণে।' তিনি এদিন আরও বলেন ভারত এবং ভারতীয় ছবি 'দক্ষ হাতে রয়েছে।'
মাইকেল ডগলাস এই ইভেন্টে অংশগ্রহণ করেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন। ভারতীয় বিনোদন জগতে তাঁদের অবদান, বিনিয়োগ বাড়ানো নিয়েও কথা বলেন। এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে মাইকেল ডগলাস বলেন, 'আমরা যে যা ভাষাতেই কথা বলি না কেন, ছবি কিন্তু একটাই ভাষায় কথা বলে। বিশ্বের যে প্রান্তের দর্শকই হোক না কেন তিনি কিন্তু একটি ছবি দেখতে বুঝতে পারেন যে সেখানে কী ঘটে চলেছে। সিনেমা আমাদের কাছাকাছি আনে। এটাই সিনেমার সব থেকে ভালো দিক।'
আরও পড়ুন: গোয়ায় চলচ্চিত্র উৎসবে কেরালা স্টোরির প্রদর্শনে প্রতিবাদ, আটক ২ কেরলবাসী
তাঁরা এখানে আসার পর জাতীয় পুরস্কার বিজয়ী প্রযোজক শৈলেন্দ্র সিংয়ের সঙ্গে একটি আলোচনা বৈঠকে যোগ দেন। তাঁদের জন্য হাইসিকিউরিটির ব্যবস্থা করা হয়। তাঁদের দেশে আসার সেই ভিডিয়ো বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে।
বলিউড, টলিউড একাধিক অভিনেতা হাজির ছিলেন ভারতের ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এসেছিলেন বিদ্যা বালান, রানি মুখোপাধ্যায়, সলমন খান, প্রমুখ।