২০২৪ এর লোকসভা নির্বাচনে কোনও তারকা প্রার্থী চান না বসিরহাটের একাংশ বাসিন্দা। বলা ভালো তৃণমূল সমর্থকদের একাংশ। হাড়োয়া এবং বাদুরিয়ার একাধিক জায়গায় এই বিষয়ে পোস্টার লাগানো হয়েছে। নাম না থাকলেও কারও বুঝতে বাকি নেই যে সেই পোস্টার নুসরত জাহানের বিরুদ্ধে। তৃণমূলের সাংসদকেই এই দলের একাংশ চান না!
কী লেখা হয়েছে সেই পোস্টারে?
তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের তরফে যে পোস্টার লাগানো হয়েছে সেখানে লেখা হয়েছে, ‘২০২৪-এ লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে বহিরাগত অভিনেতা-অভিনেত্রী চাই না। আমরা চাই কাজের মানুষ, শিক্ষিত, সৎ, স্বচ্ছ ভাবমূর্তির ভূমিপুত্রকে সাংসদ হিসাবে দেখতে চাই।’ বসিরহাট নির্বাচনী এলাকার হাড়োয়া এবং বাদুরিয়ার একাধিক জায়গার দেওয়ালে দেওয়ালে এই পোস্টের লাগানো হয়েছে। সেখানে তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন যে তাঁরা কোনও বহিরাগতকে প্রার্থী হিসেবে চান না। এমনকি কোনও তারকাকেও চান না। তাঁরা এমন কাউকে চান যিনি তাঁদের হয়ে কাজ করবেন। অর্থাৎ নুসরত জাহান এই কবছরে কোনও উন্নতিমূলক কাজ করেননি বলেই প্রকারান্তরে তাঁরা দাবি করেছেন।
আরও পড়ুন: 'না কেঁদেও এভাবে..' পরমপিয়ার বিয়ের রাতে 'আলাদা আলাদা' গাইলেন অনুপম, লোকালেন চোখের জল
আরও পড়ুন: গোয়ায় চলচ্চিত্র উৎসবে কেরালা স্টোরির প্রদর্শনে প্রতিবাদ, আটক ২ কেরলবাসী
তৃণমূলের একাংশের এই দাবি দেখে অনেকেই মনে করছেন যে জোড়াফুলের অন্দরে যে গোষ্ঠী কোন্দল আছে সেটা এই ঘটনায় আরও স্পষ্ট হল। তাও লোকসভা নির্বাচনের আগে। তবে যাঁরা এই পোস্টার সাঁটিয়েছেন দেওয়ালে দেওয়ালে তাঁর বার্তা থেকে স্পষ্ট যে তাঁরা স্থানীয় কাউকেই প্রার্থী হিসেবে চান যিনি তাঁদের হয়ে কাজ করবেন। উন্নতি ঘটাবেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভোটে জিতে কাজের কাজ অভিনেত্রী কিছুই করেননি বলে দাবি তাঁদের। এমনকি কোনও প্রয়োজনেও তাঁকে পাওয়া যায় না বলেই মত তাঁদের। তাই তাঁরা এমন কাউকে চান যাঁকে ডাকলেই আপওয়া যাবে। যদিও এই বিষয়ে এখনও কিছুই জানাননি নুসরত জাহান।