বাংলা নিউজ > বায়োস্কোপ > Iman Chakraborty-Mir: রাজেশ খান্না, কিংবা বাপ্পি লাহিড়ি, মীরের রঙ্গরসে হাসিতে কাবু ইমন ও শ্রীকান্ত…

Iman Chakraborty-Mir: রাজেশ খান্না, কিংবা বাপ্পি লাহিড়ি, মীরের রঙ্গরসে হাসিতে কাবু ইমন ও শ্রীকান্ত…

মীর-ইমন-শ্রীকান্ত

মীর প্লেট হাতে অভিনয় করতে করতে বললেন, ‘নান্দু কাহা রহে গয়ে বদমাশ! ঠেহেরজা আভি মজা চাকাতা হু…। নান্দু এই নান্দু,… সরারতি কহিকা! দেখ তেরে লিয়ে কেয়া লেকর আয়ে হ্যায়, সামোশা খায়েগা, সন্দেশ খায়েগা?’ মীরের কাণ্ডে ততক্ষণে হাসি চাপে পারলেন না গায়িকা ইমন চক্রবর্তী, হাসতে শুরু করলেন শ্রীকান্ত আচার্যও।

প্লেটে সাজানো মেরি বিস্কুট, আর তারই সঙ্গে রাখা কয়েকটা কাঠের চাকতি। মীর বললেন ‘এগুলোকে মনে করতে হবে সন্দেশ আর সিঙাড়া, এগুলো রাজের খান্না নান্দুর জন্য নিয়ে এসেছে…’। মীরের কথায় তখন সকলেই সম্মতি প্রকাশ করলেন। আর এরপরই শুরু হল মীরের আসল কৌতুক। রাজের খান্না হয়ে কৌতুকাভিনয় করতে শুরু করলেন মীর। আর তারপরই শুরু হল মজা…

মীর প্লেট হাতে অভিনয় করতে করতে বললেন, ‘নান্দু কাহা রহে গয়ে বদমাশ! ঠেহেরজা আভি মজা চাকাতা হু…। নান্দু এই নান্দু,… সরারতি কহিকা! দেখ তেরে লিয়ে কেয়া লেকর আয়ে হ্যায়, সামোশা খায়েগা, সন্দেশ খায়েগা?’ এরপর ফের উঠে দাঁড়িয়ে, ‘মুঝে এক বাত আচ্ছা নেহি লাগতা…আপকে বিনা দিল সুনা সুনা বহত সুনা সুনা লাগতা হ্যায়।(সুইচ টু রাখি) রাখি- (দাঁতে দাঁত চিপে) মেরে করণ-অর্জুন আয়েঙ্গে…একদিন আয়েঙ্গে মেরে সুখ, চেন (চ্য়ায়ন শব্দ বদলে) ছিন যায়েঙ্গে…’। মীরের এসব কাণ্ডে ততক্ষণে আর হাসি চাপে পারলেন না গায়িকা ইমন চক্রবর্তী, হাসতে শুরু করলেন সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্যও।

আরও পড়ুন-'মহারাজ একী সাজে…', এবার দেবরাজ ইন্দ্রর বেশে আসছেন যিশু সেনগুপ্ত

এখানেই শেষ নয়, এরপর ইমনের অনুরোধে 'বাপ্পি দা' (বাপ্পি লাহিড়ী) চরিত্রেও অভিনয় করলেন মীর। এবার শ্রীকান্ত আচার্যের কাঁধে হাত রেখে কথা বলতে শুরু করলেন মীর। তাঁর কথা শুরু হতেই হাসতে হাসতে বসে পড়লেন শ্রীকান্ত। বাপ্পি লাহাড়ি কথার স্টাইলে মীর বললেন, ‘ওরলি সি বিচ পে মেরা যো ঘর হ্যায়, ম্যায় রাতকো আকেলা শো রাহা থাা। দো কালা চোর রাত কো আগে মেরা গলা দাবা কর বোলা সোনা কাহা হ্যায়? হাম বোলা পুরা ঘর খালি পড়া হ্যায়, যিধর মর্জি শো যাও…ওরা সোনার কথা জিগ্গেস করছিল, আমি ভাবলা শোনা, আর আমি ভাবলাম কোথায় শুতে, ঘুমতে চাইছে!…’এমনই মীরের নানান কৌতুকে, হাসি ঠাট্টায় জমে উঠেছিল আড্ডা। এমনই একটি মজাদার ভিডিয়ো শেয়ার করেছেন গায়িকা ইমন চক্রবর্তী। ক্যাপশানে লিখেছেন, ‘ওকে বাই, এবার আপনারা মজা করুন…।’

ইমনের পোস্টে নেটনাগরিকরা সত্যি না হেসে পারলেন না। উঠে এসেছে বিভিন্ন কমেন্ট। কেউ লিখেছেন, ‘সত্যিই মীরের জবাব নেই। Love you Mir.’ কেউ লিখেছেন, ‘সেই লেভেলের হাসলাম…’, কারোর মন্তব্য, ‘জিও মীর দা জিও.....দারুন’, কারোর কথায়, 'দারুণ মীর ভাই', কেউ আবার জানিয়েছেন, ‘দারুন দারুন, আপনি ঋতুপর্ণ ঘোষর ভয়েস টা দারুন ভাবে নকল করেন ... বেশ ভালো লাগে’।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন
Live Score