দেখতে অবিকল কুমার শানু, গানও গাইছেন শানুর মতো করেই। কে ইনি! আচমকা দেখলে হোঁচট খেতে হয় বৈকি। কুমার শানুর মতো দেখতে এই ব্যক্তি আবার Indian Idol 14-তে শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি এবং কুমার শানুর সামনে দাঁড়িয়ে গানও করলেন। নিজের মতো দেখতে এই ব্যক্তিকে দেখে কী বললেন শানু?
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি বলছেন, আমার নাম কাজিবর রহমান ওরফে জুনিয়র কুমার শানু। এরপর ওই ব্যক্তি কুমার শানুর গলা নকল করে, তাঁরই স্টাইলে মাইক্রোফোন ধরে গান গাইতে শোনা যায়। শানুর গলা নকল করে ‘ধীরে ধীরে দিলকো চুরানা’ গানটি গেয়ে শোনান ওই ব্যক্তি। তাঁকে দেখে একপ্রকার হতবাক হয়ে যান শ্রেয়া ঘোষাল। শ্রেয়া বলে ওঠেন, ‘We realy loved you year’, বিশাল দাদলানি শানুর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘দাদা’ বলে ডাকেন। অবিকল তাঁর মতো এই ব্যক্তি, তাঁরই মতো গান গাইতে দেখে হেসে ফেলেন 'আসল শানু'। তিনি উঠে গিয়ে ওই ব্যক্তিকে জড়িয়ে ধরেন। ‘You can call him 1st copy of Kumar Sanu’ এই ক্যাপশানে ভিডিয়োটি নেটদুনিয়ায় উঠে এসেছে।
আরও পড়ুন-দীপাবলিতে আসছে সলমনের টাইগার থ্রি, কবে থেকে শুরু হচ্ছে অ্যাডভান্স বুকিং?
এই ভিডিয়োর নিচে নেটদুনিয়ায় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক নেটিজেন লিখেছেন, ‘এক্কেবারেই একই রকম দেখতে’। আরও একজন লেখেন ‘একই দেখতে, একই প্রতিভা, তবে দুজনের ভাগ্য কত আলাদা!’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘মীশো থেকে কেনা কুমার শানু নয়, আমাজন থেকে কেনা’, কারোর দাবি, ‘উনি জুনিয়র কুমার শানু নামের উপযুক্ত ব্যবহার করেছেন।’ কারোর কথায়, ‘ইনি যদি কুমার শানুর জায়গায় ডাবিং করেন, কেউ বুঝতেও পারবেন না।’ কারোর কথায়, ‘কে আসল, কে নকল বোঝা দায়!’ কেউ আবার লিখেছেন, ‘৯৯.৯ শতাংশ ঠিকঠাক কুমার শানু ডাউনলোড হয়েছে’। এমনই নানান মজাদার কমেন্ট উঠে এসেছে নেটদুনিয়ায়।
তবে এই প্রথম নয়, এর আগেও এভাবে নেটপাড়ার বহু তারকার মতো অবিকল একই দেখতে ব্যক্তিকে পাওয়া গিয়েছে। শাহরুখ, ঐশ্বর্য, কাজল, সকলে মতো দেখতেই ব্যক্তি রয়েছেন। তবে হ্যাঁ, জুনিয়র কুমার শানু শুধু এক দেখতেই নয়, একই রকমভাবে গানও গাইতে পারেন, আর সেটাই অবাক করার মতো।