'এক থা টাইগার', ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর ফের বড় পর্দায় ফিরছেন 'টাইগার' সলমন। YRF-এর 'টাইগার' ফ্রাঞ্চাইজির ছবি নিয়ে বরারই সিনেমাপ্রেমীদের মধ্যে আলাদা আগ্রহ থাকে। আর এবার আসছে Tiger-3। সলমন খানের এই ছবি নিয়ে উৎসাহ, উদ্দীপনা ছিল বহু আগে থেকেই। আর এবার 'টাইগার' প্রেমীদের সুখবর শুনিয়ে ছবির প্রযোজনা সংস্থা জানাচ্ছে আগামী ৫ নভেম্বর থেকে Tiger-৩র অ্যাডভান্স বুকিং শুরু হতে চলেছে।
১২ নভেম্বর দীপাবলিতে মুক্তি পাচ্ছে টাইগার-থ্রি। আর তার ঠিক আগে ৫ নভেম্বর থেকেই Tiger-3 দেখার জন্য টিকিট বুক করতে পারবেন সিনেমাপ্রেমীরা। আশা করা হচ্ছে দীপাবলিতে মুক্তি পেতে চলা সলমনের এই ছবি দারুণ ব্যবসা করবে। এদিকে আবার বিশেষ চমক হিসাবে শাহরুখের 'ডাঙ্কি'র টিজারটি সলমনের এই ছবির সঙ্গে যুক্ত করতে চলেছে প্রযোজনা সংস্থা।
আরও পড়ুন-পুজোয় বাংলা কাঁপানোর পর 'দশম অবতার' এবার চলল বিলেতে, কী বলছেন 'পোদ্দার' অনির্বাণ?
এদিকে ইতমধ্যেই মুক্তি পেয়েছে টাইগার-থ্রি ট্রেলার। সেটি মুক্তির সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায় ট্রেন্ড করতে শুরু কর। Tiger-3-তে টাইগার সলমনের প্রতিপক্ষ হিসাবে এবার নতুন সংযোজন হল ইমরান হাশমি। ট্রেলারে দেখা গিয়েছে ইমরানের লক্ষ্যেই হল সলমন খানে বদনাম ছড়ানো এবং তাঁর পরিবারকে খতম করে ফেলা। তবে গোটা ট্রেলার জুড়ে শুধুই শোনা গিয়েছে ইমরান হাশমির ভয়েসওভার। একদম শেষে কয়েক সেকেন্ডের জন্য দেখা দিয়েছেন ইমরান। যেখানে চেয়ারে বসিয়ে হাত-পা বাঁধা'টাইগার' সলমনের উদ্দেশ্যে ইমরানকে বলতে শোনা যায়, ‘পাকিস্তানে স্বাগত’।
যদিও আবার 'টাইগার থ্রি' ট্রেলারে সলমন বলছেন, ‘টাইগার সে দুশমনি সবকো বাড়ি পড়তি হ্যায়’ (টাইগারের সাথে শত্রুতার পরিণতি মারাত্মক)। তবে এরপরেও টাইগার থ্রির ট্রেলারে ইমরান হাশমিকে সল্লুর প্রতিপক্ষ হিসাবে দেখে বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের। যা নয়ে নেটপাড়ার বহু মন্তব্যও উঠে আসে।
আশা করা হচ্ছে, দীপাবলিতে মুক্তি পেতে চলা সলমন খানের টাইগার থ্রি বক্স অফিসে আরও একবার কামাল করবে। তবে সল্লুর ছবি ‘পাঠান’, ‘জওয়ান, ‘গদর-২’র মতো ব্লকবাস্টার ছবিকে টেক্কা দিতে পারে কিনা সেটাই দেখার।