দিনটা ছিল ৩ জানুয়ারি, ওই দিন ঘোড়ায় নয়, জগিং করে বিয়ে করতে এসেছিলেন নূপুর। পাত্রী আমির কন্যা ইরা খান। শুধু তাই নয়, আইনি বিয়ের দিন বরকনে নূপুর ও ইরা দুজনের পোশাকেই চমকে গিয়েছিলেন অনেকে। নূপুর পরেছিলেন শর্টস আর গেঞ্জি, আর ইরা পরেছিলেন ব্লাউজ আর হারেম প্যান্ট। তবে মুম্বইতে আইনি বিয়ের পর উদয়পুরে ফের একবার ঘটা করে বসেছে আমির কন্যা ইরার বিয়ের আসর।
আইনি বিয়েতে যেটাই পরুন না কেন, উদয়পুরে বিয়ের আগে সঙ্গীতে বেশ সুন্দর করেই সাজলেন ইরা খান। যেখানে নীল গর্জাস এমব্রয়ডারি করা লেহেঙ্গার সঙ্গে ইরা পরেছিলেন লাল রঙের ‘হুডওয়ালা কেপ’ (জ্যাকেট জাতীয় পোশাক)। ওরনার বদলে এটাকে বেছে নিয়েছিলেন ইরা। অন্যদিকে নূপুর শিখরেকে কালো গর্জাস স্যুট ও ধূসর ব্লেজারে দেখা যায়। 'আফরিন আফরিন' গানের সঙ্গে হাত ধরাধরি করে অনুষ্ঠানস্থলে ঢুকতে দেখা যায় ইরা ও নূপুরকে।
এদিকে এখানেই শেষ নয়, ইরা ও নূপুরের প্রাক-বিবাহ অনুষ্ঠানে চমক আরও ছিল। সঙ্গীতের ঠিক আগের রাতেই দম্পতিকে অতিথিদের সঙ্গে একটা ফুটবল ম্যাচ খেলতে দেখা যায়। যে ম্যাচের ছবি শেয়ার করে ইরা লেখেন, ‘কনে গেম নিয়ে আসছেন।’ আর এই খেলায় ইরাকে শর্টস আর স্পোর্টস ব্রা পরে দেখা যায় দেখা গেছে। এমনকি নূপুরকেও জগার্স পরে খালি গায়ে খেলতে দেখা যায়।
এছাড়াও ইরা-নূপুরের প্রাক বিবাহ অনুষ্ঠানের নান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। যেখানে ইরা, নূপুর, আমিরদের মেহেন্দি করা থেকে শুরু করে আমির খান, কিরণ রাও আজাদের গান গাওয়া, আমিররের রাজস্থানের শিল্পীদের নাচ, নতুন বরের লুঙ্গি ডান্স সহ রয়েছে আরও নানান মজাদার মুহূর্ত।
প্রসঙ্গত, নূপুর এবং ইরার ২০২০ সালে আলাপ হয়। সেখান থেকেই তাঁদের সম্পর্ক শুরু। এরপর ২০২২ সালে তাঁরা বাগদান সারেন। অবশেষে এই কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০২৪ সালের ৩ জানুয়ারি আইনি মতে বিয়ে করেন তাঁরা। আর এখন সামাজিক ও আনুষ্ঠানিক বিয়ের পালা। এরপর ১৩ জানুয়ারি মুম্বইতে জমকালো রিসেপশনও রয়েছে আমির কন্যার।