সদ্য বিয়ের পিঁড়িতে বসেছেন আমির খানের মেয়ে আইরা খান। পাত্র ফিটনেস কোচ নূপুর শিখরে। ধুমধাম করে মেয়ের বিয়ের দিয়েছেন আমির। একমাত্র মেয়ের বিয়েতে কোনও খামতি রাখেননি মিস্টার পারফেক্টশনিস্ট।
বিয়ের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আমির কন্যা। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বাম হাতের ছবিও শেয়ার করেছেন আইরা। সেখানে নজর কেড়েছে তাঁর এনগেজমেন্টের আংটি। আইরার চমত্কার আংটি-একটি ক্লাসিক টুকরো, যার কেন্দ্রে একটি বিশালাকার হিরে এবং ছোটগুলি এটিকে ঘিরে রয়েছে। যদিও জানিয়ে রাখি, হাতের আংটি নয় বরং নখের ছবি পোস্ট করেছেন আইরা। সেখানেই তাঁর আংটি সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে।

আইরার শেয়ার করা ছবি
উদয়পুরে হোয়াইট থিমে খ্রিস্টান রীতি মেনে ওয়েডিং সেরেছেন আইরা। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে এক হয়েছে চারহাত। ৩ জানুয়ারি রেজিস্ট্রি বিয়ে৷ তারপরে গত ১০ জানুয়ারি উদয়পুরে সামাজিক নিয়ম-নীতি মেনে বিয়ে। অবশেষে ১৩ জানুয়ারি মুম্বইয়ের জিও সেন্টারে মেয়ে আইরার বিয়ে উপলক্ষে গ্র্যান্ড রিসেপশন পার্টি রেখেছিলেন আমির খান।
এ দিকে বিয়ের একটি অদেখা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে আইরা জানিয়েছেন, ‘আমি সারা বিশ্ব থেকে একগুচ্ছ লোককে ভারতে টেনে নিয়ে এসেছি এবং তারাও এসেছিল!’
উল্লেখ্য, প্রাক বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন আইরা। সেখানে পরিবার এবং বন্ধুদের সঙ্গে স্বাভাবিক মেজাজে দেখা মিলেছে তাঁর। এরই মধ্যে একটি ছবি ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। মুখে সিগারেট নিয়ে ছবি পোস্ট করেছেন তিনি। আর তা দেখেই তুলোধনা শুরু করেন একাংশ নেটিজেন। ট্রোলের শিকার হন আমির-কন্যা।
সিগারেট মুখে নিয়ে আইরার ছবি দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘সিগারেট নিয়ে ছবি পোস্ট করা মোটেই ভালো নয়’। কেউ লিখেছেন, ‘শেষের ছবিটা কি মজা করে?’ কারও মন্তব্য, ‘কেন শেষের ছবিটা আপলোড করেছ, লোকে তোমায় তোমার ভালো অভ্যাসের জন্য ফলো করেন’। কেউ লেখেন, ‘স্মোকিং প্রোমোট করো না’। যদিও মঙ্গলবার বিকেলে সেই ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেন আইরা।