আবারও ছাদনাতলায় যাচ্ছেন বাংলাদেশি অভিনেতা জায়েদ খান? সম্প্রতি কয়েকদিন ধরেই এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরে চলছে এমনই জল্পনা। কিন্তু কেন এমন জল্পনা চলছে?
জায়েদের খানের বিয়ে নিয়ে কেন জল্পনা?
সম্প্রতি ওপার বাংলার একটি বিজ্ঞাপনে দেখা যায় 'জায়েদ খানের বিয়ে' লেখা। আর সোশ্যাল মিডিয়ায় আবার সেই পোস্ট শেয়ার পর্যন্ত করা হয়েছে। এমনকি খোদ অভিনেতা জায়েদ খান নিজে সেই পোস্ট শেয়ার করেছেন। তবে কি সত্যিই তিনি বিয়ে করছেন আবারও?
জায়েদ খান সত্যি বিয়ে করছেন?
না, এই বাংলাদেশি অভিনেতা মোটেই বিয়ে করছেন না। এটা আসলে তাঁর একটি নাটকের নাম। সেই নাটকটির নামই হল জায়েদ খানের বিয়ে। তবে এই বিজ্ঞাপন দেখে চমকেছেন অনেকেই। আসলে হবে নাই বা কেন, বর্তমানকালে হামেশাই তিনি মহিলাঘটিত বিষয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। আবার সমালোচিতও হন। তিনি মহিলাদের বিষয়ে নানা বেফাঁস মন্তব্য করে বসেন থেকে থেকেই। তার জেরেও তাঁকে পড়তে হয় সমালোচনায়। তবে বাস্তবে তিনি মোটেই বিয়ে করছেন না।
এই নাটকে উঠে আসবে জায়েদ খানের পরিবার, তাঁর বন্ধুরা সকলে মিলে তাঁর বিয়ে ঠিক করতে চাইছেন। কিন্তু তিনি মোটেই বিয়ে করতে চান না। শেষ পর্যন্ত তিনি আদৌ বিয়েটা করেন কিনা সেটাই এই নাটকের মূল বিষয়বস্তু।
আরও পড়ুন: ভাইজান ভক্তদের জন্য দুঃসংবাদ! 'পাঠান ২' - 'ওয়ার ২' - তে থাকবে না 'টাইগার' সলমনের ক্যামিও?
প্রসঙ্গত কিছুদিন আগে রটে গিয়েছিল যে জায়েদ খান নাকি বিয়ে করেছেন। আবার তিনি তাঁর নতুন স্ত্রীকে নিয়ে বেড়াতেও গিয়েছেন। কিন্তু পরে জানা যায় সেটা আসলে একটি বিজ্ঞাপন। এই বাংলাদেশি তারকা মোটেই বিয়ে করেননি বা করছেন না।
তবে মাঝখানে তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন 'জায়েদ আমাকে কেবলই সাহায্য করেছিল আমি যখন ওখানে শ্যুটিং করতে গিয়েছিলাম।' তাঁরা কেবলই ভালো বন্ধু, দাবি অভিনেত্রীর।