কিছুদিন আগেই বিতর্ক উসকে গিয়েছিল সলমন খানকে নিয়ে। তাঁকে বিমানবন্দরে দেখেই এক ভক্ত তাঁর সঙ্গে ছবি তুলতে চান। কিন্তু উল্টে মেজাজ হারিয়ে তাঁকে ফোন বন্ধ করার নির্দেশ দেন ভাইজান। তবে এদিন ঘটল একেবারে উল্টো ঘটনা। বিমানবন্দরে শাহরুখকে দেখেই কিছু অনুরাগী এগিয়ে আসেন। তাঁদের সঙ্গে এদিন কথা বলেন ‘পাঠান’।
ভক্তদের সঙ্গে বিমানবন্দরে শাহরুখ খান
এদিন মধ্যরাতে মুম্বই ফেরেন শাহরুখ খান। বিমানবন্দর থেকে যখন তিনি বেরোতে যাচ্ছেন তখন কিছু খুদে তাঁর সঙ্গে কথা বলতে আসে। আর সকলেই জানেন শাহরুখ খান শিশুদের ঠিক কতটা ভালোবাসেন বা তাদের সঙ্গে মিষ্টি করে কথা বলেন। এদিনও তার অন্যথা হল না।
আরও পড়ুন: 'সমস্ত ওঠাপড়ায় তুমিই ছিলে', গোয়ার সমুদ্রসৈকতে সাতপাকে বাঁধা পড়লেন কৃতি-পুলকিত, প্রকাশ্যে বিয়ের ছবি
খুদে ভক্তরা শাহরুখের সঙ্গে কথা বলতে এলেই তিনি হেসে তাদের সঙ্গে আড্ডা জমান। কথা বলেন টুকটাক। তারপর সেখান থেকে বেরিয়ে যান। তাঁর এই ব্যবহারে সেখানে উপস্থিত সকলে তো বটেই নেটিজেনরাও মুগ্ধ হয়েছেন।
এদিন শিশুদের সঙ্গে থাকা তাঁদের বাবা মায়েরা শাহরুখ যখন বেরিয়ে যাচ্ছেন তাঁর উদ্দেশ্যে বলেন, 'শাহরুখ আমরা তোমায় ভালোবাসি।' উত্তরে তিনি হাসি ফিরিয়ে দেন।
এদিন ‘পাঠান’কে কালো টিশার্ট এবং খয়েরি রঙের প্যান্ট পরে থাকতে দেখা যায়। সঙ্গে তিনি সানগ্লাস পরে ছিলেন। তিনি ভক্তদের সঙ্গে কথা বলে সাদা গাড়ি করে বেরিয়ে যান।
আরও পড়ুন: ভাইজান ভক্তদের জন্য দুঃসংবাদ! 'পাঠান ২'-'ওয়ার ২'-তে থাকবে না 'টাইগার' সলমনের ক্যামিও?
কে কী বলছেন?
শাহরুখের এই ভিডিয়ো ভাইরাল হতেই অনেকেই তাতে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'এটাই ভাইজান আর কিং খানের তফাৎ।' কেউ আবার লেখেন, 'ভালো মানুষ একই বলে।'
শাহরুখের প্রজেক্ট
শাহরুখ খানকে শেষবার ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল। এছাড়া ২০২৩ সালে মুক্তি পেয়েছে তাঁর পাঠান এবং জওয়ান ছবি দুটো। এই তিনটি ছবিই বক্স অফিসে হিট করেছেন আগামীতে তাঁকে সুজয় ঘোষের ছবিতে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানের সঙ্গে। এছাড়া পাঠান ২, টাইগার ভার্সেস পাঠানও আছে।