নিজের প্রেম সম্পর্ক কোনওদিন গোপন রাখেনি অভিনেতা গৌরব মন্ডল ও জ্যাসমিন রায়। একটা সময় বাংলা টেলিভিশনের হার্টথ্রব জুটি ছিল গৌরব-জ্যাসমিন। তাঁদের গদগদ প্রেমের ঝলক হামেশাই উঠে আসত সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ২০২২-এর গোড়ার দিকেই দুজনের ব্রেক-আপের খবর সামনে আসে। এখন ডায়না (চিন্তামণী)-য় মজে গৌরব। জ্যাসমিনের জীবনেও নাকি এবার কড়া নাড়ল নতুন প্রেম!
হ্যাঁ, এমনটাই চর্চা টেলিপাড়ায়। এই মুহূর্তে সান বাংলার ‘দ্বিতীয় বসন্ত’ সিরিয়ালে অভিনয় করছেন জ্যাসমিন, সঙ্গী রাজদীপ। পর্দার রসায়ন নাকি বাস্তবেও জমে ওঠেছে। আজকাল প্রায়শয়ই একসঙ্গে হ্যাং আউট করছেন দুজনে, চলছে গল্প-আড্ডা-খাওয়া-দাওয়া। পরস্পরের পোস্টে ভালোবাসার চিহ্ন আঁকছেন দুজনে। সেই থেকেই জল্পনা প্রেম করছেন রাজদীপ-জ্যাসমিন। এই মন দেওয়া-নেওয়ার পর্ব নিয়ে চর্চা যখন তুঙ্গে তখনই সোশ্যাল মিডিয়ায় পোস্টে আরও কাছাকাছি রাজদীপ-জ্য়াসমিন।
এদিন ইনস্টাগ্রামে জ্যাসমিন রাজদীপের সঙ্গে দুটি সাদাকালো ছবি পোস্ট করেছেন। সেখানে যেন জ্যাসমিনে ‘লুট পুট গায়া’ রাজদীপ। সবুজ নরম ঘাসে হাসিমুখে বসে দুজনে, রাজদীপের শরীরে গা এলিয়ে দিয়েছেন জ্যাসমিন। দ্বিতীয় ছবিতে জ্যাসমিনের হাতে পানীয়র গ্লাস। দুজনের চোখ দুদিকে অথচ চোখেমুখে লাজুক হাসি। দিন কয়েক আগে ‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিকের গোটা টিম গিয়েছিল পিকনিকে। তার ফাঁকেই তোলা এই রোম্য়ান্টিক ছবি।
কথায় আছে যা রটে তার কিছু তো বটে! তাহলে কি প্রেমের জল্পনা সত্যি? এই প্রশ্ন শুনে কী জবাব দিলেন জ্যাসমিন? আনন্দবাজারকে অভিনেত্রী বলেন, ‘আমি এখন কিছুই বলব না। সময় এলে সবটাই জানা যাবে। রাজদীপ আমার বহু দিনের বন্ধু। এখন সহ-অভিনেতা। এর চেয়ে বেশি কিছু আছে কি না, সেটা আমি এখন বলব না। বাকিটা সময় বলবে।’ অর্থাৎ সম্পর্ক স্বীকার না করলেও অস্বীকার করলেন না জ্যাসমিন। রাজদীপের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, এই সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস নায়ক।
দীর্ঘদিন রাজদীপ সিঙ্গল। ওদিকে গৌরবের সঙ্গে প্রেম ভাঙার পর কাজ নিয়েই ব্যস্ত ছিলেন জ্যাসমিন। আজকাল ঘনঘন একসঙ্গে ধরা দিচ্ছেন দুজনে। সান বাংলার দ্বিতীয় বসন্ত-য় রাজদীপ-জ্যাসমিনের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোহিনী গুহ রায়। রাজদীপকে এর আগে দেখা গিয়েছিল পঞ্চমী ধারাবাহিকে। মাঝপথে ধারাবাহিক থেকে সরে দাঁড়ান রাজদীপ। এরপর দ্বিতীয় বসন্তর হাত ধরে টেলিভিশনে ফেরা। নতুন বছরে রাজদীপ-জ্যাসমিনের জীবনেও নতুন বসন্ত কড়া নাড়বে কিনা সেটাই এখন দেখার।