২০২৩ সালটা ফাটাফাটি ভালো কেটেছে শাহরুখ খানের। তাঁর তিনটি ছবি মুক্তি পেয়েছিল গত বছর আর তিনটিই বক্স অফিসে হিট করেছে। পাঠান এবং জওয়ান তো ব্লকবাস্টার হিট। তারপর এখন সকলেই মুখিয়ে আছেন যে কিং খানকে এবার কোন ছবিতে কার সঙ্গে দেখা যাবে। হিন্দুস্তান টাইমসের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে বিশাল ভরদ্বাজের নতুন প্রজেক্টে শাহরুখ খানকে দেখা যাবে।
বিশাল ভরদ্বাজের নতুন কাজে শাহরুখ খান
বিশাল ভরদ্বাজের নতুন যে প্রজেক্ট আসছে সেখানেই মুখ্য ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে। সূত্রের তরফে জানানো হয়েছে, 'কানাঘুষোয় শোনা যাচ্ছে শাহরুখ খান এবার বিশাল ভরদ্বাজের একটি ছবিতে সই করতে চলেছেন। তিনি ভক্তদের যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিভিন্ন ধরনের কাজ করে চমকে দেবেন সেটা তিনি রাখছেন।' এই সূত্রের তরফে আরও জানানো হয় যে এটি একটি টিপিক্যাল বিশাল ভরদ্বাজ ফিল্ম হবে যেখানে থ্রিল থাকবে, সঙ্গে একাধিক শেড থাকবে চরিত্রদের যেমনটা তাঁর অন্যান্য প্রজেক্টে দেখা যায়।
আরও পড়ুন: মধ্যমগ্রামের পর এবার দমদম, ফসিলসের গান শুনতে উপচে পড়ল ভিড়, চলল লাঠিচার্জ
৫৮ বছর বয়সী যুবক শাহরুখ খান এই বছর বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করতে চান যাতে বিভিন্ন ধরনের চরিত্রে দর্শকরা তাঁকে দেখতে পান। শাহরুখের যা ইমেজ সেটা বিশাল ভরদ্বাজের সিনেমাটিক ওয়ার্ল্ডের সঙ্গে একেবারেই খাপ খায় না। কিন্তু তবুও তিনি এই কাজটি করতে চান অন্য ধরনের কাজ করার আশায়। জানা গিয়েছে শাহরুখের নাকি দারুণ পছন্দ হয়েছে স্ক্রিপ্ট। বর্তমানে এই বিষয়ে আলোচনা করছেন।
আরও পড়ুন: বিহার থেকে এবার লোকসভা ভোটে লড়ছেন মনোজ? প্রশ্ন উঠতেই তেলেবেগুনে জ্বলে কী জবাব দিলেন অভিনেতা?
তবে হিন্দুস্তান টাইমসের তরফে শাহরুখ খান এবং বিশাল ভরদ্বাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য, কিন্তু সেটা জানা যায়নি। তবে এই বছর যে কিং খান তিনটি ছবি ঘোষণা করতে চলেছেন আবারও সেটা জানা গিয়েছে।