বাংলা নিউজ > বায়োস্কোপ > Bibriti-Tathagata Live in: তথাগতর সঙ্গে সহবাসের চর্চা! ‘আমার ঘুম, গোপনীয়তা সব কেড়েছে’, ফাঁস করলেন বিবৃতি

Bibriti-Tathagata Live in: তথাগতর সঙ্গে সহবাসের চর্চা! ‘আমার ঘুম, গোপনীয়তা সব কেড়েছে’, ফাঁস করলেন বিবৃতি

তথাগতর সঙ্গে সহবাসের চর্চা! ‘আমার ঘুম, গোপনীয়তা সব কেড়েছে’, ফাঁস করলেন বিবৃতি

Bibriti-Tathagata Live in: আইনত এখনই দেবলীনা দত্ত তাঁর স্ত্রী, কিন্তু বিবৃতির সঙ্গে তথাগতর প্রেমের চর্চা তুঙ্গে। এক ছাদের নীচেই থাকছেন দুজনে? জল্পনা উস্কে ভিডিয়ো পোস্ট বিবৃতির। 

তথাগতর জীবনজুড়ে রয়েছেন বিবৃতি! অথচ এই ‘সত্যিটা’ মানতে না-রাজ পারিয়া পরিচালকের স্ত্রী দেবলীনা দত্ত। তথাগত-বিবৃতির প্রেমের সম্পর্ক নেই সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা বলেছেন দেবলীনা। অথচ তথাগতর সঙ্গে ফের লিভ ইনের চর্চা উস্কে পোস্ট বিবৃতির।

ধীরে ধীরে গোপনীয়তা আলগা করছেন বিবৃতি। তথাগতর চারপেয়ে সন্তানদের সঙ্গে বিবৃতির ভালোবাসার সম্পর্ক কারুর অজানা নয়। তথাগতর দুই সারমেয় লাইকা এবং তরীকে নিয়ে মঙ্গলবার একটি মিষ্টি ভিডিয়ো সোশ্য়ালে পোস্ট করেন বিবৃতি। সেখানেই দুই সারমেয়র কীর্তিতে হেসেখুন সকলে। ‘চোর’ গানে এই মিষ্টি রিল পোস্ট করেছেন বিবৃতি। তরী আর লাইকা নিজেদের খেলনা ভুলে বিবৃতির শাড়ি-তোয়ালে আর হেয়ার ব্য়ান্ড নিয়ে টানাটানি করছে। কিছুতেই সেগুলো ছাড়বে না তারা।

বিবৃতি যতই কেড়ে নেওয়ার চেষ্টা করেন ততই নায়িকার শরীরের উপর হুমড়ি খেয়ে পড়ে সেগুলো কেড়ে নেওয়ায় জন্য সচেষ্ট তারা, বিবৃতিতে আদরেও ভরিয়ে দিল সুযোগ বুঝে। এই ভিডিয়োর ক্যাপশনে বিবৃতি লিখেছেন, ‘ওরা আমার মন চুরি করেছে, সঙ্গে আমার ঘুম-শান্তি আর হ্যাঁ, গোপনীয়তাও’।

বিবৃতির এই ভিডিয়োই বলে দিচ্ছে তথাগতর বাড়ির আনাচে কানাচে জুড়ে রয়েছেন তিনি। তাঁর নিত্য প্রয়োজনীয় জিনিস নায়কের বাড়ির এদিক-ওদিকে ছড়িয়ে। তথাগতর বাড়ির এই কোণা খুব ভালোভাবেই চেনে ভক্তরা। তাঁরা যে এখন একসঙ্গেই থাকেন, তা স্পষ্ট জানান দিচ্ছে এই ভিডিয়োয়। বিবৃতির পোস্টেও জ্বলজ্বল করছে তথাগতর মন্তব্য। তিনটে আগুনে ইমোজি জুড়ে দিয়েছেন তিনি, বিবৃতি পালটা দু-হাত দিয়ে তৈরি হৃদয়ের ইমোটিকন যোগ করেছেন। 

প্রায় দু-বছর হল এক ছাদের নীচে থাকেন না তথাগত-দেবলীনা। তবে আইনত স্বামী-স্ত্রী তাঁরা। তথাগতর সঙ্গে ফের সম্পর্ক জোড়া লাগার সম্ভবনা নিয়ে প্রশ্ন করা হলে দেবলীনা জানিয়েছিলেন, ‘আমি ওর সঙ্গেই আছি। আমি আগে বলতাম, আমাদের সাত বছরের দাম্পত্য আমার কাছে শ্রেষ্ঠ সময়। এখন তা বদলেছে। ওই উদযাপনের স্মৃতি নিয়ে আজ যেভাবে দিন কাটাই, সেটাই শ্রেষ্ঠ সময়।’

২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন দেবলীনা-তথাগত। এটা ছিল তথাগতর দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী কন্যাকুমারীর সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তিনি। একসঙ্গে বেশ কয়েকটি পোষ্যকে ঘিরে জমেছিল তথাগত-দেবলীনার সুখের সংসার। তবে ২০২১ সালের শেষের দিকে ভেঙে যায় সম্পর্ক। এই বিচ্ছেদের কারণ হিসাবে বারবার উঠে এসেছে বিবৃতির সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতার কথা। সেইসময় তথাগত মুখে যদিও বলেছিলেন, তিনি এখন একা থাকেন, বিবৃতির সঙ্গে তাঁকে নিয়ে যা রটেছে সবটাই ‘ভুয়ো’। ভটভটি-র পর গাকি-তেও তথাগতর পরিচালনায় কাজ করে ফেলেছেন বিবৃতি। অন্যদিকে খুব শীঘ্রই শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরানি’তেও দেখা মিলবে বিবৃতির। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

হাজার হাজার চাকরি খাবে স্যামসাং! কতটা চাপে পড়বে ভারত প্রথম ইনিংসে ধস, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় যুব টেস্টে ফলো-অনের লজ্জায় অস্ট্রেলিয়া পুলিশের সামনেই সপাটে চড় বিধায়ককে, পরে পেটালেন আরও ১ জন, পালটা জুটল মার- ভিডিয়ো একের পর এক মেডিক্যাল কলেজে গণইস্তফা সিনিয়র চিকিৎসকদের, পাত্তা দিতে নারাজ নবান্ন গুরুগ্রামে জয়জয়কার বিজেপির, চারটি আসনেই ফুটল পদ্ম উৎসবের আবহে UPI লেনদেনে বড় বদল, ষষ্ঠীতে কী ঘোষণা করল RBI? পুজো মণ্ডপে গিয়ে ডাকের তালে নাচলেন তনুশ্রী, বাদ গেলেন না সুস্মিতাও... 'আমি কি ভিনগ্রহের প্রাণী?...' নিজের আবাসনের পুজো নিয়ে কী বলছেন শ্রীলেখা? ‘‌আমার মন মেজাজ ভাল নেই’‌, প্রেসিডেন্সি জেলে প্রতিমায় মাথা ঠেকিয়ে কাঁদলেন পার্থ ‘রণবীরের শয্যাসঙ্গী… অ্যানিম্যালের পর ৩দিন ধরে শুধুই কেঁদেছি’, কেন বললেন তৃপ্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.