বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রেম করছেন ‘কাদম্বিনী’ ঊষসী রায়! অকপটে স্বীকার করলেন নিজেই

প্রেম করছেন ‘কাদম্বিনী’ ঊষসী রায়! অকপটে স্বীকার করলেন নিজেই

ঊষসী রায় 

মনের মানুষের কথা দিদির কাছে ফাঁস করলেন ঊষসী। ঠিক কী জানালেন ছোটপর্দার বকুল? 

ছোট পর্দায় কখনও বকুল কখনও কাদম্বিনী হয়ে দর্শকদের নজর কেড়েছেন ঊষসী রায়। টিআরপির দৌড়ে এঁটে উঠতে না পেরে দ্রুত ‘কাদম্বিনী’ বন্ধ হয়ে যাওয়ার পর এখনও কোনও মেগা ধারাবাহিকে দেখা যায়নি নায়িকাকে, তবে টেলিভিশনের পর্দায় কিন্তু হামেশাই দেখা মিলেছে। অ্যাওয়ার্ড শো থেকে নন-ফিকশন শো-এর মঞ্চ সর্বত্রই বিরাজমান ঊষসী। চলতি সপ্তাহে দিদি নম্বর ওয়ানের মঞ্চে হাজির হয়েছেন ঊষসী। সেখানেই ব্যক্তিগত জীবন নিয়ে রচনা 'দিদি'র প্রশ্নবাণে জর্জরিত ঊষসী।

আসলে অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরের। আর তাঁদের পেট থেকে কথা বার করতে রচনার জুড়ি মেলা ভার। ঊষসীর কাছে দিদি সটান জানতে চান, মনের মানুষের কথা। জবাবে ঊষসী বললেন, তাঁর মনের মানুষ নাকি অনেক দূরে থাকে। ‘সে মানুষটা এখানে থাকে না রচনাদি, সে অনেক দূরে থাকে’, লজ্জামাখা গলায় বললেন ঊষসী। পাশ থেকে টিপন্নি করতে ছাড়লেন না অলিভিয়া, কাঞ্চনারা। রচনাও বলে বসলেন, ‘কে সে? যে সাত সমুদ্র তেরো নদী পারে থাকে'। পুরো বিষয়টাই উঠে এসেছে শো-এর প্রোমোতে।

ঊষসীর এই সিক্রেট মনের মানুষের সঙ্গে তো ডোনাল্ট ট্রাম্পেরই তুলনা টেনে দিয়েছেন কাঞ্চনা মল্লিক। যদিও এই পুরো বিষয়টাই মজার ছলেই ঘটেছে বলে মন করেছেন অনুরাগীরা। কারণ এই মুহূর্তে কাজ ছাড়া অন্য কিছু নিয়েই ভাবতে চান না ঊষসী, সে কথা আগে বহুবার বলতে শোনা গিয়েছে ছোটপর্দার বকুলকে।

আপতত ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন অভিনেত্রী। গত কয়েকমাসে ওজন ঝরিয়ে নিজেকে বেশ খানিকটা পালটে ফেলেছেন অভিনেত্রী। সম্প্রতি আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষ্যে হইচই-তে মুক্তি পেয়েছে বিদীপ্তা চক্রবর্তী এবং উষসী রায়ের একটি দুর্দান্ত ভিডিয়ো। যেখানে মা-মেয়ের সম্পর্কের নানান দিক উঠে এসেছে। 

কাজের বাইরে সত্যিই কি প্রেম করছেন ঊষসী, এই উত্তরটা একমাত্র অভিনেত্রীরই জানা আছে। 

বন্ধ করুন